বর্তমানেবাংলাদেশ সহ বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে “প্রাকটিক্যাল সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট “গুরুত্ব সব ক্ষেত্রেই বেড়েছে। ফলে আমদানী, রপ্তানী,ইন্ডেন্টিং,শিপিং এর ব্যবসার ক্ষেত্রে এ ছাড়া কল্পনাই করা যায় না ।
একজন ফ্রেশ এক্সিকিউটিভ, বা ব্যবসায়ের উদ্যোক্তা তার কাজের ক্ষেত্রে তার স্কিলের মধ্যে Supply Chain ও Logistics এর অভিজ্ঞতা অন্তর্ভুক্তি করতে পারেন।তবে তাকে ব্যবসা বাণিজ্য বা কর্পোরেট সেক্টরে আর কোনদিন পেছনের দিকে তাকাতে হবে না ।কারণ এ অভিজ্ঞতা দিয়ে যেমন সে কোম্পানির বিপুল খরচ কমানো ও মুনাফা বৃদ্ধি করতে পারবে ।সেই সাথে সে ইমপোর্ট এক্সপোর্ট ও লজিস্টিকস ম্যানেজমেন্ট,ওয়ার হাউজিং ও মার্কেটিং মানাজেমেন্টের ক্ষেত্রে করতে পারবে অনন্য অগ্রগতি ।দেশীয় ও আন্তর্জাতিক ব্যাবসার ক্ষেত্রে এ অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যেতে পারবেন বহুদূর ।
ভর্তির রেজিস্ট্রেশন করলেই :১০০০/=টাকা ডিসকাউন্ট
কোর্স ফী :২২৫০০/=
> কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে
ইন্ডেন্টিং পোগ্রামে ভর্তি চলছে।আসন মাত্র ১২টি
* ক্লাস টাইপঃ অফলাইন,উত্তরা,মেট্রোর নিকট
ক্লাস শুরু: শুধুমাত্র শুক্রবার বা শনিবার
সময়: সকাল অথবা বিকেল
* No. of Classes / Sessions: 08
* Total Class Duration:25 Hours
ফোন নম্বর :01795 200 966
01781 483 013
* No. of Classes / Sessions: 08
* Total Class Duration:25 Hours
>ফোন নম্বর :01795 200 966
01781 483 013
বর্তমান বিশ্ববাণিজ্য পরিচালিত হচ্ছে সাপ্লাই -চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট কে কেন্দ্র করে ।ইমপোর্ট এক্সপোর্ট সৌরসিং, প্রোডাকশন্ , আউটসোর্সিং সব ক্ষেত্রেই সাপ্লাই –চেইনের ভুমিকা ছাড়া কল্পনাই করা যায় না । যেহেতু বিশ্বব্যাপী নিত্য নতুন সেক্টর , ব্যবসা এবং শিল্পকারখানা তৈরি হচ্ছে সেই সাথে প্রতিটি প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর গুরুত্ব,চাহিদা -প্রফেশনাল সব ক্ষেত্রে বেড়েই চলেছে
আগে লোকাল শপিং বা আন্তর্জাতিক ব্যাবসার জন্য নিউযাবার মার্কেট,বসুন্দরা অথবা চায়না,ইন্ডিয়া,ইউরোপ,আমেরিকা যাবার কথা ভাবতাম ।কিন্তু বৰ্তমানে সেই কাজ টা করতে গেলেই আমাদের সামনে Daraz ,Facebook,DHL,E-curriar ,অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে Alibaba, Amazon,Ebay,DHL,FEDEX এর নাম এসে যায়
।তথ্য প্রযুক্তি ও যোগযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন সাধন সম্ভব হয়েছে সাপ্লাই চেইন ও লজিস্টিকস মানাজেমেন্টের চরম বিকাশ ও উন্নতির কারণে ।
আগে আমরা যদি কেউ কিছু ক্রয় করার চিন্তা করতাম, তাহলে ইনকাম অনুযায়ী হয়ত কেউ বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক বা সিঙ্গাপুর ,থাইল্যান্ড এর মার্কেটের কথা মাথায় ঘুরা ফেরা করত। আজকে হয়ত,সেই আমরাই – কিছু কেনা কাঁটার জন্য চিন্তা করলে আগে মাথায় আসে অনলাইন প্লাটফর্ম যেমন Daraz,Ajkerdeal, এর মত প্রতিষ্ঠানের নাম।অন্যদিকে আবার আন্তর্জাতিক ব্যাবসার জন্য কোনো পণ্য ইমপোর্ট করার কথা ভাবতাম ,তখন আমাদের মনে আসতো চায়না বা কোরিয়াতে বিমানে যেতে হবে ।কিন্তু বর্তমানে সেই কাজটা ভাবতে গেলেই আমাদের সামনে এসে যায় Alibaba, Amazon, DHL, FEDEX ,ইত্যাদি । আর এ তথ্য প্রযুক্তি ও যোগাযোগের বৈপ্লবিক পরিবর্তন সাধন সম্ভব হয়েছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর চরম উন্নতির ও বিকাশের কারণে ।
বর্তমানেবাংলাদেশ সহ বিশ্বব্যাপী ব্যবসা বাণিজ্যের বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে “প্রাকটিক্যাল সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট “গুরুত্ব সব ক্ষেত্রেই বেড়েছে। ফলে ব্যাবসার এমন কোনো সেক্টর নেই যেখানে এর গুরুত্ব দ্রুত হরে বাড়ে নি । আর সেইজন্যই দেশীয় প্রতিষ্ঠান থেকে মাল্টিন্যাশনাল সকল প্রতিষ্ঠানেই সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট দক্ষ মানুষের চাহিদা প্রত্যেক প্রতিষ্টানে দিন দিন বেড়েই চলছে ।
একজন ফ্রেশ এক্সিকিউটিভ,উদ্যোক্তা তার কাজের ক্ষেত্রে যেকোন পজিশনে থাকা ব্যাক্তি যদি তার স্কিলের মধ্যে Supply Chain ও Logistics এর অভিজ্ঞতা অন্তর্ভুক্তি করতে পারেন ।তবে তাকে ব্যবসা বাণিজ্য বা কর্পোরেট সেক্টরে আর কোনদিন পেছনের দিকে তাকাতে হবে না ।দেশীয় ও আন্তর্জাতিক ব্যাবসার ক্ষেত্রে এ অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যেতে পারবেন বহুদূর ।
তাই সারাবিশ্বের প্রতিটি শিল্প প্রিতিষ্ঠানে এর ব্যাবহার সর্বদিকে ।আমাদের দেশের গার্মেন্টস,টেক্সটাইল জুট ও লেদার ও সু ইন্ডাট্রিতে এর ব্যবহার ব্যাপক ভাবে পরিলক্ষিত হয় ।আমাদের দেশে একটি গার্মেন্টস পণ্যের উৎপাদন করতে প্রায় ৩০ টি দেশ থেকে হাজারো ধরণের কাঁচামাল ব্যবহার করা হয় ।আর এই নানা দেশের রিসৌর্স কে কাজে লাগানো সম্ভব হয় এক মাত্র সাপ্লাই চেইন ও লজিস্টিকস এর কারণে ।
সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট হলো একটি কোম্পানির প্রোডাকশন,প্রসেসিং,ইমপোর্ট,এক্সপোর্ট,লজিস্টিকস ও মার্কেটিংয়ের যাবতীয় দক্ষতার প্রকাশ যার চূড়ান্ত টার্গেট হলো কাস্টোমারকে সর্বাধিক সেবা দেয়া এবং কোম্পানিকে সর্বোচ্চ মুনাফা অর্জনে সহায়তা করা । এ প্রোগ্রামের মাধ্যমেএকজন শিক্ষার্থী হাতে নাতে ইমপোর্ট এক্সপোর্ট মার্কেটিং,শিপমেন্ট,ব্যাংকিং ও লজিস্টিক্সের বিষয় থিওরী প্রাকটিস হাতে নাতে জানতে পারবে।
আর এ কোর্সটির শেষে বন্দরে গিয়ে নিজেই হাতে কলমে ইম্পোর্ট এক্সপোর্ট ও ইন্ডেন্টিং বিষয়ে পোর্ট সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন,পোর্ট সংক্রান্ত জটিলতা,সি এন্ড অফ সাথে পরিচয় ও এ সংক্রান্ত যাবতীয় বিষয় হাতে নাতে জানার সুযোগ হবে।পেতে পারবেন অনহ্যান্ড বিজনেস স্টার্ট আপ গাইড লাইন ।বাংলাদেশে বাস্তব ভিত্তিক ইন্ডেন্টিং ট্রেনিং এই প্রথম ।
আন্তর্জাতিক ইমপোর্ট এক্সপোর্ট,শিপিং,লজিস্টিকস মার্কেটিং ভিত্তিক ব্যবসায়ে আগ্রহী নতুন উদ্যোক্তাগণ।
* যারা আমদানি রপ্তানী লজিস্টিকস ও শিপমেন্ট নিয়ে কাজ করতে চান
* সাপ্লাই চেইন ও লজিস্টিকস শিখে ক্যারিয়ার গড়তে চান
* আন্তর্জাতিক লেভেল যারা বিশ্বব্যাপী ব্যবসা ও ট্রেডিং করতে চান
* প্রফেশনাল ইমপোর্টার-এক্সপোর্টার, কমার্শিয়াল ম্যানেজার,শিপার ও ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত যারা অ্যাডভান্স লেভেলে জেনে কাজ করতে চান
১.প্র্যাক্টিকাল ইন্ডেন্টিং বিজনেস ম্যানুয়াল
২.প্রাকটিক্যাল ইন্ডেন্টিং ডকুমেন্টেশন ও L /C প্রসেস
৩.প্রাকটিক্যাল গাইডলাইন ফর ইন্ডেন্টিং বিজনেস
চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া সহ নানান দেশে বিজনেস অভিজ্ঞতায় সমৃদ্ধ
Abu Sufian ( Sagor Sir)Business Management
Nine(9) years working Experience in
Import, Export, indenting, Shipping, Logistics, Sourcing Line
Engaged in Multiple organization as a Consultant.
*বাস্তব অভিজ্ঞতা শেয়ার,
*পোর্ট বা বন্দরে প্রাকটিক্যাল ভিজি,
*গ্রুপ ডিসকাশন *ক্লাস এক্সারসাই,
*ওয়ান-টু-ওয়ান ডিসকাশন
*প্রশ্ন-উত্তর সেশন।
এ অংশের মাধ্যমে ইমপোর্ট বিজনেস প্ল্যান ও কমার্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কিত বিস্তারিত বিষয়ে জানতে পারবেন ।সেই সাথে অভিজ্ঞতা হবে কিভাবে পুরো কমার্সিয়াল বিষয়ে নিজে নিজে হ্যান্ডলিং করার বিষয়ে জানবেন ।
* সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট কোর
*একটি প্রতিষ্ঠানে সফল সাপ্লাই চেইন প্ল্যানিং
* গ্লোবাল বিজনেস নেটওয়ার্ক ও কমিউনিকেশন
* সৌরসিং ও ইনকো টার্ম টেকনিক্যাল প্ল্যান
* প্রকিউরমেন্ট, পারচেইজিং, সাপ্লাই ম্যানেজমেন্ট
* গ্লোবাল ও লোকাল সাপ্লাইয়ার সোর্সিং
* সাপ্লাই চেইন সৌরসিং সফটওয়্যার ও তার বাবহার
*একটি গার্মেন্টসের সাপ্লাই চেইন নেটওয়ার্ক প্লানিং
* সাপ্লাই চেইন এর মাধ্যমে গ্লোবাল বিজনেস
* স্ট্রাটেজিক ডিসিশন -products “buy or source “
* গ্লোবাল মেজর সৌরসিং ডেস্টিনেশন লিস্ট
* CBU CKD, SKD, OEM/ODM
* In house Manufacturing, White Level
*Out sourcing Private Level,Trade mark
* commercial VS industrial Import license
* জাস্ট ইন টাইম ও লীন ম্যানুফ্যাকচারিং
* ম্যানুফেকচারিং ও ডিস্ট্রিবিউশন প্ল্যানিং
* প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানুফেকচারিং
* নেগোশিয়েশন ও পারচেজ কন্টাক্ট
* পারচেজ ডিসিশন এবং জাজমেন্ট
* পেমেন্ট ও এলসি(L /C ) ম্যানেজমেন্ট
* লজিস্টিকস ও ওয়্যারহাউস ম্যানেজমেন্ট
* সাপ্লাই চেইন পজিশনিং মডেল বায়িং ও সেলিং
* ওপেন কস্টিং ও শেয়ারিং বিজনেস মডেল
* উইন উইন /উইন লস /স্ট্রাটেজিক চুক্তি
* কৃলজিক্স ম্যাট্রিক্স (পজিশনিং মডেল)
* লিড টাইম ম্যানেজমেন্ট,গভঃ প্রকিউরমেন্ট
* পারচেজ অর্ডার /ওয়ার্ক অর্ডার
* পারফরমেন্স ম্যানেজমেন্ট
* কমার্শিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল সুবিধা
* প্ল্যানিং ,ইনফরমেশন ,সোর্স ,ইনভেন্টরী
* প্রোডাকশন লোকেশন ,ট্রান্সপোর্ট
* সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ক্যারিয়ার
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
লজিস্টিকস ও শিপমেন্টের এপিসোডের মাধ্যমে কিভাবে বিমানে জাহাজের মাধ্যমে যেকোন পণ্য শিপমেন্ট করতে হয় তা বিস্তারিত জানতে পারবেন।কাঁচা পণ্য,শুকনা পণ্য ,ইলেক্ট্রনিক পণ্য কিভাবে বিমানে জাহাজে আনবেন বিস্তারিত তা এখানে জানবেন ।
* ইন্টারন্যাশনাল লজিস্টিকস ও শিপিং সিস্টেম
* শিপমেন্ট,কন্টেইনার,শিপিং লাইন সম্পর্কে ধারণা
* কার্যকরী শিপিং লাইন কিভাবে মুনাফা বৃদ্ধি করে
* বিশ্বের সবগুলো পোর্টের লিস্ট ও অবস্থান গত ম্যাপ
* কোন পোর্টে কি কি কনটেইনার পাওয়া যায় তার লিস্ট
* লজিস্টিকসের জন্য কনটেইনার বুকিং মেথড
*বাল্ক কাচামাল এর জন্য লজিস্টিকস প্রক্রিয়া
* ড্রাই ,ফ্রীজিং কন্টেইনার, ওপেন কন্টেইনার বিস্তারিত
* কার্গো বিমানে মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি ও ভাড়া
* কুরিয়ান ও ব্যাগেজ রুলের কংসাইনমেন্ট হ্যান্ডেলিং
* 20 ,40 ফিট ও ,40 HQ কন্টেইনার ডিটেইল হিসাব
* উডেন বক্স ,কার্টুন বক্স হিসাব ক্যালকুলেশন ফর্মুলা
* CBM calculation এবং ভাড়া সম্পর্কিত হিসাব
* FCL, LCL, THC, Mother & Feeder vessel
* পোর্ট ,লোডিং ও আপ লোডিং চার্জ ও প্রক্রিয়া
* সামুদ্রিক, এয়ার ও মাল্টি মোডাল শিপমেন্ট
* কাঁচা মালের জন্য বাল্ক কার্গো শিপিং বুকিং
* ফেজিবিলিটি স্টাডি বাই সি (sea )শিপমেন্ট
* ফেজিবিলিটি স্টাডি বাই এয়ার শিপমেন্ট
* বিদেশে নাগিয়ে প্রিশিপমেন্ট ইন্সপেকশন
* চট্টগ্রাম পোর্টের ফর্মালিটিজ ও লিগ্যাল ধাপ
*ফ্রেইট ফরোয়ার্ডারের লজিস্টিক্সক সল্যুশন
* (C&F) এজেন্টের কাজ ও কমিশন হার
* শিপিং ও কমাশিয়াল ডকুমেন্ট ও তার ড্রাফটিং
* বিল অফ ল্যাডিং (B/L) এবং বিস্তারিত ধারা সমূহ
* ওয়ার হাউজ প্ল্যানিং ও লজিস্টিকস ম্যানেজমেন্ট
* পণ্য বন্দর (Port) থেকে থেকে খালাসপ্রক্রিয়া
* পণ্য ট্রান্সপোর্টে ফ্রেইট ফরওয়াডের ফাংশন
* বাংলাদেশের আভ্যন্তরীণ রেল,রোড ও রিভার লজিস্টিকস
* চিটাগাং ও মঙ্গলা বন্দরের হ্যান্ডেলিং ক্যাপাসিটি
* সিক্স সিগমা ,ফোরকাস্টিং ,ওয়ার হাউজিং ,লজিস্টিকস ,ক্রালজিক ম্যাট্রিক্স,ব্লক চেইন ,লজিস্টিকস ড্রাইভার ,
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
* ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রক্রিয়া
* ইনভেন্টরি পলিসিতে যেগুলো প্রভাব ফেলে
* ইনভেন্টরি অপারেশন ও ৮০/২০ রুল
* সাপ্লাই পজিশনিং মডেল :পাথ টু ম্যানেজিং স্টক
* ইনভেন্টরী ক্যাটেগরি ABC এনালাইসিস ( (ABC Analysis on 80/ 20 rule)
* স্টক টেকিং(Stock) ও একুরেসি স্টক পদ্ধতি
* কাস্টিং মেথড(FIFO,LIFO), MRP ,MRPII
* স্ট্যান্ডার্ড কস্টিং এবং রিপ্লেসমেন্ট কাস্টিং
* EOQ মডেল এবং ক্যালকুলেশন অফ EOQ
* ইনভেন্টরির ডেঞ্জার লেভেল ও তা ক্যালকুলেশন
* রি অর্ডার লেভেল অথবা অর্ডারিং পয়েন্ট বা লেভেল
* JIT ইনভেন্টরি ম্যানেজমেন্ট (JUST IN TIME)
* সেলস ফোরকাস্ট প্রোগ্রাম ডিসিশন
* প্রোডাক্টস লাঞ্চএবং প্রোডাক্টস ম্যানেজমেন্ট
* গ্লোবাল প্রোডাক্টস লাঞ্চ স্ট্রাটেজি
* সিঙ্গেলও মাল্টি পিরিয়ড ইনভেন্টরি সিস্টেম
* ইনভেন্টরি মুভমেন্ট মনিটরিং ও কোডিং সিস্টেম
* সাপ্লাই চেইন সিস্টেমের রিকোয়ারমেন্ট প্ল্যানিং
* লজিস্টিকস ডাইভার্স (Inventory, Transportation, Warehousing)
* 3PL লজিস্টিকস এবং 4 PL লজিস্টিকস
* লজিস্টিকস ম্যানেজারের দায়িত্ব
*এয়ার ট্রান্সপোর্ট এবং এর ডকুমেন্টস সমূহ
* সামুদ্রিক ট্রান্সপোর্ট এর প্রধান ডকুমেন্টস সমূহ
* রোড এবং ট্রেন ট্রান্সপোর্ট এর পেপার সমূহ
* ইন্টার,মাল্টি মোডাল ,ইউনি মোডাল ট্রান্সপোর্ট
* ফ্রেইট ফরোয়ার্ডের ও সি এন্ড এফের ভূমিকা
* নানা ধরণের বিকল্প ট্রান্সপোর্ট বিশ্লেষণ
* ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট
* এয়ার ট্রান্সপোর্ট এবং এর প্রধান ডকুমেন্টস
* সামুদ্রিক ট্রান্সপোর্ট এবং এর গুরুত্বপূর্ণ ডকুমেন্টস
* রোড এবং ট্রেন ট্রান্সপোর্ট ও এদের ডকুমেন্টসসমূহ
* ইন্টার,মাল্টি মোডাল ,ইউনি মোডাল ট্রান্সপোর্ট
* ফ্রেইট ফরোয়ার্ডের ও সি এন্ড এফের ভূমিকা
* নানা ধরণের বিকল্প ট্রান্সপোর্ট বিশ্লেষণ
* সবচেয়ে সঠিক ও ইকোনমিক ট্রান্সপোর্ট মেথড
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
আন্তর্জাতিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থার্ড পার্টির সাথে বিভিন্ন লেনদেন করতে হয় ।এ ক্ষেত্রে ব্যাংকিং ও এলসি প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট সেটেলমেন্ট করতে হয় । সেই সাথে নানান চুক্তির বিষয়াবলী-
* সাপ্লাই চেইনে L/C কেন গুরুত্বপূর্ণ ?
* সাপ্লাই চেইনে L/C ‘র মাধ্যমে পেমেন্ট সেটেল
* এলসির (L/C)ধারা পরীক্ষা ও কি পয়েন্ট
* এলসি’র ধারা পরিবর্তন ও সংশোধন প্রক্রিয়া
* ব্যাংকে এলসি সংক্ৰান্ত খরচের তালিকার লিস্ট
* ট্রিলিয়ন ডলার এলসি সেট্লমেন্ট প্রসেস
* নানা ধরনের এলসি(L/C) এবং তার ব্যবহার
* Irrevocable L/C,Revocable LC
* Master L/C,Back To Back L/C
* Confirmed LC, Unconfirmed LC
* Stand by L/C & Revolving L/C
* Transferable LC, Stand-by LC,
* Back-to-Back LC, Payment at Sight LC
* Deferred Payment LC & Red Clause LC
* Negotiable & Non Negotiable Documents
* ফরেন পার্টির সাথে নেগোশিয়েশন প্রসেস
* ৭P ‘s নেগোশিয়েশন মডেল ( Marketing Mix)
* সাপ্লাই পজিশনিং মডেল ( Buying Situation)
* সাপ্লাই পার্সেপশন মডেল ((SPM in selling )
* উইন বনাম উইন,লস বনাম উইন নেগোশিয়েশন
* নেগোশিয়েশনে অন্যকে ইনফ্লুয়েন্স ক্ষমতা
*একটি সফল চুক্তিতে যা যা থাকা চাই
* মেইক বনাম বাই ডিসিশন
* পারচেজ অর্ডার /work order
* পিআই (PI), Packing List, COO
* এল সি(L/C), Back To Back L/C
* Packing list/Invoice/ B/L copy
* Certificate of origin, Commercial Invoice
* Bill of exchange, Bill Of Lading,.
* এলসি খোলার আগে প্রোফর্মা (PI) এনালাইসিস
* LCA ফর্ম , L/C ড্রাফট, L/C এপ্লিকেশন
* কিভাবে এলসি (L/C) এনালাইসিস করতে হয়
* যেকোন ব্যাংকে গিয়ে L/C ওপেন প্রসেস
* বাংলাদেশের প্রেক্ষাপটে কোন এলসি (L/C) নিরাপদ
* SWIFT Code, Advising Bank, Issuing Bank, Confirming &Nominated Bank, CC, LTR, LIM, L/C
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
সাপ্লাই চেইন ও লজিস্টিকস এ দেশি বিদেশী ডিলিংয়ে নানা ধরণের ডকুমেন্টস ব্যবহার করা হয় ।সাপ্লাই চেইন এ ডকুমেন্ট গুলোর মাধ্যমে প্রাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজ করা হয়
* Purchase Order work order তৈরি
* Quotation তৈরীর ষ্ট্যান্ডার্ড ফর্ম
* Pro-Forma Invoice (PI) তৈরির প্রাকটিস
* Commercial Invoice ড্রাফটিং নিয়ম
* Packing List যেভাবে তৈরী করবেন
* Certificate of Origin/GSP ডকুমেন্টেশন
* Bill Of Lading (B/L) / Air Way Bill /T/B
* Import / Export Declaration Form
* ক্রেডিট Test Report কলেশন প্রক্রিয়া
* Letter of Authorization ডেমো কপি
* Bill Of Exchange স্ট্যান্ডার্ড কপি
* Product Testing Certificate কপি
* Health Certificate স্ট্যান্ডার্ড কপি
* Phytosanitary Certificate কপি
* Fumigation Certificate কপি
* Contract Manufacturing copy
* CKD,SKD,OEM,ODM
* Completer Knock Down (CKD )
* Semi Knock Down (SKD )
* Bulk Purchase as raw material
* FOB (Free On Board )
* CFR (Cost N Freight )
* EXW ( Ex Works ), MOQ
* Clearing & Forwarding (C&F.)
* ইনকো টার্ম ও আন্তর্জাতিক ব্যাবসায়ে এর ভূমিকা
এ ছাড়াও অন্যান্য ডকুমেন্ট যেমনঃ Inspection Certificate,Insurance Certificate,Product Testing Certificate,Trust Receipt (T/R),Shipping Guarantee, House Air Waybill (HAWB), Air Waybill (AWB), House Bill of Lading .
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
এ অংশের মাধ্যমে মার্কেটিং সাপ্লাই চেইন ও কাস্টমার,ব্র্যান্ড, প্রাইসিং ও মার্কেটের কম্পিটেটিভ অ্যাডভান্টেজ সম্পর্কে প্রাকটিক্যাল এপ্লিকেশন সম্পর্কে ধারণা হবে ।যেমনঃ
*একটি পণ্যের মার্কেট এন্ট্রি স্ট্রাটেজি
* ব্র্যান্ড স্ট্রাটেজি ও কোর মার্কেটিং প্ল্যানিং
* সেগমেন্টেশন ,টার্গেটিং এবং পজিশনিং
* সাসপেক্ট প্রসপেক্ট ,কাস্টমার ও বায়ার সৃষ্টি
* টার্গেট মাৰ্কেটটিং প্ল্যানিং ও সফলতার গাইড
* প্রোডাক্টস লাইন ও সার্ভিস ডিসিশনের প্রক্রিয়া
* ব্র্যান্ড স্ট্রাটেজি প্ল্যানিং ও এক্সিকিউশন
* প্রোডাক্টস ডেভেলপমেন্ট স্ট্রাটেজি প্ল্যানিং
* মার্কেটিং ম্যাথ-ব্রেক ইভেন্ট এনালাইসিস
* মার্কেট লিডার ,চ্যালেঞ্জার ,ফল্লোয়ার,নিস
* প্রোডাক্টস লাইফ সাইকেল এনালাইসিস ও ডিসিশন
* প্রাইসিং স্ট্রাটেজি ফর নিউ প্রোডাক্টস
* টোটাল প্রোডাক্টস লাইফ সাইকেল এনালাইসিস
* লাইন ,অপশনাল ,ক্যাপটিভ,বাই প্রোডাক্টস প্রাইসিং
* জিও গ্রাফিক ও গ্লোবাল প্রাইসিং,ভ্যালু প্রাইসিং
* সাপ্লাই চেইন ও ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক
* মেজর মার্কেটিং চ্যানেল ও প্ল্যানপ্রক্রিয়া
* চ্যানেল ডাইনামিক ও ভার্টিক্যাল মার্কেটিং (VMS)
* মার্কেটিং ফর্মুলেশন ম্যানেজমেন্ট স্ট্রাটেজি প্ল্যান
* মার্কেট লিডারের মার্কেট লিডারশিপ ওয়ার প্ল্যান
* মার্কেট চ্যালেঞ্জের স্ট্র্যাটেজিক প্ল্যান
* মার্কেট ফলোয়ার ও নিচ মার্কেট স্ট্রাটেজি
* ব্যালেন্সিং কাস্টমার ও কম্পেটিটর
* লং টার্ম প্ল্যানিং ও সুপার কাস্টমার সার্ভিস
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
এ অংশের মাধ্যমে সাপ্লাই চেইন ভ্যালু ডেলিভারী নেটওয়ার্ক ব্যবহার করে একটি কোম্পানিকে সফলতার চুড়ায় কিভাবে নিতে হয় সে সম্পর্কে কর্পোরেট স্ট্রাটেজি করার মৌলিক যোগ্যতা হবে ।যেমনঃ
* সাপ্লাই চেইন ও ভ্যালু ডেলিভারী নেটওয়ার্ক
* মার্কেটিং চ্যানেল এবং ডিস্ট্রিবিউটর ইফেক্ট
* মার্কেট সেগমেন্টেশন & কাস্টমার ক্যাটাগরি
* প্রোডাক্টস মিক্স,প্রোডাক্টস লাইন স্ট্রাটেজি
*প্রোডাক্টস প্রাইসিং প্ল্যানিং ও মার্কেট এপ্লিকেশন
* টাইপ অফ কনজুমার গুডস ও তার প্ল্যান
* ভার্টিকাল এবং হরিজোনটাল চ্যানেল ইন্টিগ্রেশন
* ফিজিক্যাল,টাইটেল ,পেমেন্ট &প্রমোশন ফ্লো
* কনজুমার এবং ইন্ডাস্ট্রিয়াল মার্কেটিং চ্যানেল
* মার্কেটিং লজিস্টিকস প্ল্যানিং
* ওয়ারহাউজিং,মেটেরিয়াল হ্যান্ডেলিং,পুরচেজিং
* ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও কৌশলগত স্ট্রাটেজি
* মার্কেটিং ও কম্পিটিটিভ অ্যাডভান্টেজ
* মার্কেট লিডার,ফলোয়ার, চ্যালেঞ্জার,নিস্
* ম্যানেজমেন্ট গ্যাপ এনালাইসিস
* ডেলিগেশন এবং দায়িত্ব বন্টন সিস্টেম
* Financial Decision Cost, Sales, Margin,
* Break-Even, Depreciation,
* নতুন পণ্য লান্চিং স্ট্রাটেজি
* রেশিও এনালাইসিস ও প্যারামিটার
* Integration, operations, purchasing and distribution
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
#ব্যাবসায়িক চুক্তির বিষয়াবলী (অনলাইন কপি)
চুক্তি ব্যাবসায়ের প্রাণ ।একটি প্রতিষ্ঠানে প্রতিদিন নানান পণ্য কেনা বা ক্লায়েন্টের সাথে চুক্তি সম্পাদন করতে হয় ।এ অংশে প্রোগ্রাম শেষে শিক্ষার্থী দের কে অনলাইন মারফত সফট কপি দেয়া হবে ।যা
* কর্পোরেট আইন (Law)
* একটি কর্পোরেট ফার্ম করতে কি কি ডকুমেন্ট লগে
* চুক্তি করার স্ট্রাটেজি যেমনঃ উইন উইন ডিল
* লোকাল ও আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি সম্পদনা
* আন্তর্জাতিক ব্যাবসায়িক মামলা সেটেলপ্রক্রিয়া
* চুক্তি করার রেডি মেড টেমপ্লেটস যা প্রতিনিয়ত ব্যবহার হয় –
* Marketing Agreement ( ডেমো কপি )
* Product Designing Agreement (OEM)
* Manufacturing Agreement
* Logistics Services Agreement (Local International)
* Inventory Management Agreement
* Distributorship Agreement
* logistic Carrier Services Agreement (Local & Int)
* Agreement for Packaging of Finished Goods
* Mutual non disclosure Agreement
* Sub Contractor Agreement (Local Int )
* Payment Agreement
* Agreement for Import of Technology
* International Distributorship Agreement [
* International Exclusive Agency Agreement
* Damaged Goods Acceptance Notice
* Warranty Agreement (Local & International )
* Trademark License Agreement
* Shipping Agreement & Packing Slip
* Quality Assurance Control Agreement
* Manufacturing license agreement
* Sales Invoice/Sales Receipt/
* Price Quotation/Purchase Order
*Agreement for wholesale trading
* চুক্তির কপি সফট কপি আকারে প্রদান করা হবে ।
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
পোর্ট ভিজিটের মাধ্যমে একজন উদ্যোক্তা পোর্ট সংক্রান্ত পুরো বিষয় গুলো হাতে
* পোর্টে গমন এবং সংশ্লিষ্ট পোর্ট সম্পর্কে শর্ট ব্রিফ
* দক্ষ (C&F) এজেন্টের গাইডে পোর্ট ভিজিট
* কাস্টম আইন সম্পর্কে হাতে নাতে জানার সুযোগ
* C&F ও নিজের Port নেটওয়ার্ক সেট আপ করা
* L/C,ব্যাংক ডকুমেন্ট ও পোর্ট খালাসের প্রক্রিয়া
* নিজের ব্যবসা বা প্রফেশনাল স্কিল সর্বোচ্ছ স্তরে জানা
* পোর্ট সম্পর্কিত টেকনিক্যাল বিষয় হাতে নাতে জানা
* প্রয়োজনীয় বিজনেস ব্রিফিং
* দুপুরে স্পেশাল লাঞ্চ এররেঞ্জমেন্ট
* কেক সেলিব্রেশন,ফ্লাওয়ার ব্যাংকুয়েট
* ফটোশুটিং ও নেটওয়ার্কিং
* নানান ক্যাটাগরী বিদেশী প্রিন্সিপাল দের এড্রেস
* বিদায়ী আলোচনা (ফেয়ারওয়েল মেসেজে )
* সার্টিফিকেট বিতরণ ও ফটো শেয়ার
* গাড়ি নিয়ে উত্তরার উদ্দেশ্যে রওনা / গন্তব্যে বিদায়
ট্রেনিংয়ে যা যা প্রদান করা হবেঃ
ট্রেনিং ডকুমেন্টস ইমপোর্ট এক্সপোর্ট ডাটা ফাইল (Excel & Word ) বাণিজ্য চুক্তির ফর্মা (PDF) ফাইল এইচ এস কোড বই (PDF File ) প্রয়োজনীয় সফটওয়্যার কলম নোট খাতা ফাইল ট্যাক্স বই
অংশগ্রহণের নিয়মঃ
ভর্তি হতে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন
ক্লাস শুরু : রেজিস্ট্রেশন করলেই জানানো হবে
* চাকুরিজীবীদের জন্য ৩ টি কিস্তিতে ফি পরিশোধযোগ্য
* ফোন নম্বর – 01795 200 966
* শিক্ষার্থীকে প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হবে ।
পেমেন্ট_মেথর্ড :
* আসন সংখ্যা সীমিত। দ্রুত আসন সংরক্ষণ করুন।
*বিকাশ নাম্বার :+880 17 84 22 88 53 (পার্সোনাল )
**রকেট নাম্বার : +880 17 84 22 88 53- 0 (পার্সোনাল)
যোগাযোগের_ঠিকানাঃ
Import Export BD
উত্তরা, ঢাকা-1230
ফোন নম্বর – 01795 200 966 / 01781483013
গ্লোবালাইজেশন এর যুগে এমন কোন কোম্পানী নেই যেখানে লজিস্টিকস,সাপ্লাই চেইন,মার্কেটিংয়ের প্রয়োজন নেই।যেকোন বিক্রয় ও উৎপাদন ও ডিস্ট্রিবিউশন ভিত্তিক ব্যাবসায়ের প্রসার ও ডিস্ট্রিবিউশন, প্রমোশন, শিপিং ,ব্যাংকিং, হোলসেল,রিটেইল,ইমপোর্ট এক্সপোর্ট বিজনেসসহ প্রতিটি ব্যবসায়িক সেক্টরে সাপ্লাই চেইন এর রয়েছে বিপুল ব্যবহার তাই এক্ষেত্রে ক্যারিয়ার গঠনের রয়েছে পর্যাপ্ত সুযোগ ও সম্ভাবনা ।
আমি একটি প্রাইভেট ভার্সিটি ম্যানেজমেন্ট এর উপর MBA একটি প্রতিষ্ঠানে জব করছি ।কিন্তু আমি ব্যাবসায়ের আমদানি ও রপ্তানী ও লজিস্টিকস পার্ট নিয়ে কাজ করছি ।কিন্তু এ কাজ বাস্তবে করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছি যা সমাধান করতে পারছি না ।এই এই বিষয়ে বাস্তবে জানার জন্য Import Export BD দুই মাস ব্যাপী supply Chain & Logistics Management কোর্সে ভর্তি হই । আমি এ প্রযন্ত অনেক গুলো কোর্স করেছি ।কিন্তু এমন কোন ট্রেনিং প্রতিষ্ঠান পাইনি, যেখানে ট্রেইনিং করার পর প্রতিটি বিষয় পরিষ্কার বোঝার জন্য প্রাকটিক্যাল পোর্ট ভিজিট করে বাস্তব অভিজ্ঞতা নেবার সুযোগ আছে ।এখানে ট্রেনিং করে supply Chain & Logistics Management এর যাবতীয় বিষয় গুলি হাতে নাতে বুঝতে পেরেছি সেই সাথে আমদানি রপ্তানী ও লজিস্টিক্সের ব্যবসার যাবতীয় টেকনিক, কৌশল ও লিগ্যাল ডকুমেন্ট গুলি জানতে পেরেছি ।পুরো কোর্স টি নিজের মত এনজয় করেছি যা আমার জীবন ও ক্যারিয়ারে গতিপথ নতুন উচ্চতায় নিয়েছে
কাজী ফাহিম
১০ ম ব্যাচ ২০২০
"সাপ্লাই চেইন ও লজিস্টিকস " কোর্স টি করার জন্য ফি হিসাবে যে অর্থ প্রদান করেছি তা আমার বেনিফিটের তুলনায় নগন্য কারণ কোর্স টি করে আমার ক্যারিয়ার জীবনের ভাগ্যই বদলে দিয়েছে। পুরো ট্রেনিং প্রোগ্রামের অধিবেশনে যে তথ্যগুলি কভার করা হয়েছে তা একটি আমদানি রপ্তানী ,লজিস্টিকস ও ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু থেকে পূর্ণ কাস্টমার রিলেশন ও ক্লায়েন্ট মনিটরিং সব বিষয়ে ধরে ধরে শিখানো হয়েছে ।বর্তমানে আমি একটি গ্রুপ অফ কোম্পানির গার্মেন্টস এক্সপোর্ট ডিভিশনে একটি গুরুত্ব পূর্ণ দায়িত্বে আছি । কোর্স টি সত্যি জীবন পরিবর্তন কারী ।ধন্যবাদ Import Export BD.(
Mowsumi Rana
10 batch 2015
>Buyer/Supplyer communication 10,000/=TK
>Practical Business Plan Blueprint 8,000/=TK
>Products search &Low cost sourcing 5,000/=TK
>Market Research & Products Develop 3,000/=TK
>Product Selection for Business 2,000/=TK
>Banking, insurance & LC Management 5,000/=Tk
>Online and offline Market mentoring 12,000/=TK
>Business document templates 2,000/=Tk
>Business software & Tool 3,500/=Tk
>Practical Business demo license 2,000/=Tk
>All govt License support 3,000/=Tk
>2Port visit & Practical Experience 10,000/=TK
Total value 70,500./= Tk
Program Price (with70% discount) 22,500/=Tk
প্রশ্নঃ প্রোগ্রাম টি করার জন্য নিজের মধ্যে কোনো স্পেশাল দক্ষতা (Skill) থাকতে হবে কিনা?
উত্তরঃ আপনি যদি শুধু মাত্র পিসি বা মোবাইল ব্যবহার করতে জানেন এবং আন্তর্জাতিক ব্যাবসা তথা আমদানি-রপ্তানি, ব্যাংকিং, শিপিং, এলসি সৌরসিং সম্পর্কে আগ্রহ থাকে তাহলে এই প্ল্যাটফর্মে আপনি শেখা শুরু করে দিতে পারবেন।তবে বেসিক লেভেলের ইংরেজি জানা থাকা ভালো।
প্রশ্নঃআয় করতে পারবো কিনা এমন কোনো গ্যারান্টি রয়েছে?
উত্তরঃনা।তবে গাইডলাইন অনুযায়ী কাজ করলে দ্রুত সফল হতে পারবেন।কারণ এ সেক্টরে বাংলাদেশেই রয়েছে প্রায় ৮০,০০০ কোটি টাকার বিশাল মার্কেট।প্রায় ২০০০০ একটিভ উদ্যোক্তা এ সেক্টরে জড়িত থেকে কাজ করছেন।পরিকল্পনা করে মার্কেট নামলে আপনিও অন্যদের সফল হতে পারবেন।
প্রশ্নঃ কত টাকায় এ ব্যবসা শুরু করতে পারবো ?
উত্তরঃ এটি আন্তর্জাতিক যোগাযোগ ও মার্কেটিং ভিত্তিক ব্যবসা।এ সেক্টরে বেশিরভাগ উদ্যোক্তা খুবই সীমিত পূজিতেই শুরু করেন এবং সময়ের প্রক্ষাপটে প্রয়োজনে মূলধন বৃদ্ধি করেন।তবে অনেক ইনডেন্টর কনসাল্টিং সেবা ও ক্লায়েন্টের জন্য বিদেশ থেকে প্রোডাক্ট সৌরসিং করে দিয়ে মাসে লাখ টাকার উপরে আয় করে থাকেন।
প্রশ্নঃএব্যবসাকরারজন্যকিকোনোলাইসেন্সলাগে ?ব্যবসাছাড়াওকিচাকরিরসুযোগআছে ?
উত্তরঃ ইন্ডেন্টিং ব্যবসা করার জন্য সরকারী লাইসেন্স রয়েছে।যেসব প্রতিষ্ঠান পণ্য ইমপোর্ট অথবা এক্সপোর্টের সাথে জড়িত এবং সেসব প্রতিষ্ঠানে সাপ্লাইচে ইনডিপার্টমেন্ট রয়েছে। সেসব প্রতিষ্ঠানে এ প্রোগ্রামের মাধ্যমে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে যেকোন ম্যানেজার ও এক্সিকিউটিভ পোস্টে চাকরি করতে পারবেন ।
© 2020 Import Export BD