বাংলাদেশে- গার্মেন্টস ব্যাবসার রয়েছে সুবিশাল ক্ষেত্র ও অবাধ সুযোগ
সীমিত মূলধনে শুধুমাত্র দক্ষতাকে ব্যবহার করে যারা আন্তর্জাতিক ব্যাবসায়ে প্রতিষ্ঠা পেতে চান
গার্মেন্টস এক্সপোর্ট ম্যানেজমেন্ট ও মার্চেন্ডাইজিং বর্তমান সময়ে খুবই একটি সম্ভাবনাময় পেশা। বাংলাদেশের হাজার হাজার শিক্ষিত গ্রাজুয়েট ও উদ্যোক্তা এ পেশার মাধ্যমে আজ সুপ্রতিষ্ঠিত । রেডিমেড গার্মেন্টস (RMG) ইন্ডাস্টির ক্ষেত্রে একজন মার্চেন্ডাইজার অফিসিয়াল পেশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় নিয়োজিত থাকেন । ২০২০ সালে বিশ্বব্যাপী রেডিমেড গার্মেন্টস পণ্যের চাহিদা ছিলো প্রায় ৮৬৫ বিলিয়ন ডলার এবং ২০২৬ সালে এর চাহিদা গিয়ে দাঁড়াবে প্রায় ১৫০০ বিলিয়ন ডলার। সে ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বব্যাপী টোটাল গার্মেন্টস পণ্যের মোট চাহিদার মাত্র ১.৩৩% পূরণ করে ।২০৩০ সালের ভেতর সরকারের টার্গেট নিয়েছে ১০০ বিলিয়ন ডলার । যা বিশ্বের মোট চাহিদার মাত্র ৭%।ভবিষতে এ সেক্টরে রয়েছে বিপুল সম্ভাবনা ও উজ্জ্বল ভবিষৎ । ।যে কেউ এ বিষয়ে মৌলিক দক্ষতা অর্জন করতে পারলে,ভবিষৎ চাকরি ও ক্যারিয়ার ও ব্যবসা নিয়ে ভাবতে হয় না ।
যেকোন কাজে সফল হতে হলে সংশ্লিষ্ট ব্যাক্তিকে ওই নির্দিষ্ট পেশা সম্পর্কে সুস্পষ্ট ধারণা ও বাস্তব কাজের পূর্ণ আইডিয়া থাকা চাই । আর এ বিষয়টি বাস্তবে হাতে নাতে জানার সুযোগ করে দিচ্ছে “Import Export BD ” এ প্রোগ্রামটিরটির মাধ্যমে যেকোন সম্ভাবনাময় ব্যাক্তি- মার্চেন্ডাইজারের মৌলিক কাজ থেকে শুরু করে-এক্সপোর্ট মার্কেটিং,ব্র্যান্ডিং,বায়ার হ্যান্ডেলিং,সোরসিং,ব্যাংকিং,শিপিং,এলসি(LC)ম্যানেজমেন্ট, ফরেন বায়ার (Buyer) কমিউনিকেশন, পণ্য রপ্তানি, বায়িং ও গার্মেন্টস ব্যবসার প্রতিটি খুঁটি নাটি বিষয়ে হাতে নাতে জেনে,নিজের ক্যারিয়ার কে নিয়ে যেতে পারবেন আন্তর্জাতিক লেভেল ।
দুই(২)মাস ব্যাপী আন্তর্জাতিক বিজনেস ট্রেনিং
পোর্ট ভিজিট সহ গার্মেন্টস এক্সপোর্ট মার্কেটিং ও বায়ার ম্যানেজমেন্ট ট্রেইনিং
কোর্স ফী :২২৫০০/=
কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। ইমপোর্ট পোগ্রামে ভর্তি চলছে।আসন মাত্র 15 টি।
ক্লাস টাইপঃ অফলাইন(off Line)
ক্লাস শুরু: সিডিউল অনুযায়ী
* No. of Classes / Sessions: 08
* Total Class Duration:25 Hours
* ফোন নম্বর :01795 200 966, 01781 483 013
এই ট্রেনিং এ যা যা শিক্ষতে পারবেনঃ
১ম দিনঃ গার্মেন্টস ব্যবসার মৌলিক বিষয়াবলি
২য় দিনঃ বেসিক গার্মেন্টস কস্ট কম্পোনেন্ট
৩য় দিনঃ নানা ধরণের গার্মেন্টস কস্টিং মেকানিজম
৪র্থ দিনঃ এক্সপোর্ট মার্কেটিং ও বায়ার ডেভেলপমেন্ট
৫ম দিনঃ গার্মেন্টস সাপ্লাই চেইন ও লজিস্টিকস
৬ষ্ঠ দিনঃ এক্সপোর্ট অর্ডার শিট ও টেকপাক শিট
৭ম দিনঃ ব্যাংকিং এলসি এবং বেসিক ম্যানেজমেন্ট
৮ম দিনঃ বাস্তব অভিজ্ঞতার জন্য পোর্ট বা বন্দর ভিজিট
প্রথম সেশনঃ DAY-০১
গার্মেন্টস ব্যবসার মৌলিক বিষয়াবলিঃ
এ অংশের মাধ্যমে পেশা হিসেবে এপারেল এ অংশের মাধ্যমে পেশা হিসেবে এপারেল মার্চেন্ডাইজিয়ের কাজ ও পেশা সম্পর্কিত বিষয়ে জানতে পারবেন ।সেই সাথে অভিজ্ঞতা হবে কিভাবে পুরো মার্চেন্ডাইজিং বিষয়ে জেনে দক্ষ ভাবে কাজ করতে হয় ।যেমনঃ
* গার্মেন্টস রপ্তানি কি?বাংলাদেশের এর পরিধি
* বিশ্বব্যাপী নীট ও সোয়েটার মার্কেট সাইজ ও চাহিদা
* গার্মেন্টস মার্চেন্ডাইজিং এবং এর গুরুত্ব
* নীট আইটেমের নানা ডিজাইন ও স্টাইল
* নীট ড্রেসের পার্ট ও তার ব্যাখ্যা
* এ সেক্টরে চাকরি ও ব্যাবসায়ের সুযোগ ও সম্ভাবনা
* মার্চেন্ডাইজিং কাজের প্রক্রিয়া ও পলিসি মেকানিজম
* মার্চেন্ডাইজার হিসেবে বায়িং/গার্মেন্টে কাজের ধারা
* বায়ারদের সাথে কাজ ও যোগাযোগের প্রক্রিয়া
* ফরেন সাপ্লায়া: সাথে কাঁচামাল সৌরসিং কানেকশন
* গার্মেন্টে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রসেস
* যেকোন এক্সপোর্ট আইটেমের কাস্টিং সিস্টেম
* ইনকো টার্ম :যেমনঃ EXW,FOB,CNF/CFR,
* ফ্যাক্টরী ইনকো টার্ম :
* গার্মেন্টসের ফ্যাব্রিক্স,সুই,সুতা সৌরসিং ও প্রকিউরিং
* দেশি বিদেশী কাঁচামাল প্রকিউরমেন্ট এড্রেস
* শিপমেন্ট,ইন্সুরেন্স,ব্যাংকিং,শিপিং বুকিং প্রক্রিয়া
* গার্মেন্টস প্ৰডাকশন টেকনিক ও লীন ম্যানুফেকচারিং
* কাঁচামাল,রং,কেমিক্যাল বিশদ বিবরণ ও কস্টিং
* প্রিন্টিং,এম্ব্রডারীর কস্টিং প্ল্যান
* ওয়াশিং,ফিনিশিং,ভ্যালু অ্যাড কাজ ধারা ও প্রক্রিয়া
* ফ্যাক্টরী মনিটরিং,কোয়ালিটি কন্ট্রোল (QC)
* ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (IE),5M,6M & 8M Etc
* অর্ডার সীট ও প্রোডাক্ট প্যাকেজ এনালাইসিস
* কোটেশন প্রস্তুতি ও প্রাইস অফার টেকনিক
* বায়ারের সাথে নেগোশিয়েশনের স্ট্রাটেজি
* T&A প্রস্তুতি ও গ্রান্ট চার্ট এবং ফরওয়ার্ড প্ল্যানিং
* একটি প্রো ফার্মা ইনভয়েস তৈরীর প্রাকটিস
* একটি মাস্টার এলসি র বিস্তারিত শর্ত ও কন্ডিশন
* লোকাল ও আন্তর্জাতিক ব্যাক টু ব্যাক L/C
* ব্যাক টু ব্যাক L/C মাধ্যমে কাঁচামাল ইমপোর্ট প্রক্রিয়া
* ব্যাংকিং ম্যানেজমেন্ট ও পেমেন্ট কনফার্মেশন
* ফ্যাক্টরির প্রোডাকশন প্ল্যান টেকনিক ও প্রক্রিয়া
* বিদেশী বায়ারের সাথে চুক্তি ও মুনাফা নির্ধারণ
* গার্মেন্টসএক্সপোর্টার সময় ডকুমেন্ট স্যাম্পল সেট
* কাঁচামাল ইমপোর্টের সময় জরুরী ডকুমেন্ট কপি
* বন্দরে পণ্য ইমপোর্ট এক্সপোর্ট পণ্য খালাস প্রক্রিয়া
* গার্মেন্টস এ ব্যাবহৃত মেশিন ও টেকনোলজির জ্ঞান
* বিমানের মাধ্যমে স্যাম্পল ও পণ্য শিপমেন্ট
* জাহাজের মাধ্যমে পণ্য শিপমেন্ট সিস্টেম
*CKD ,SKD ,OEM,ODM,MOQ ,LEAD TIME ,In
*amazon FBA ,Drop shipping
*প্রশ্ন-উত্তর পর্ব, ক্লাস ইন্সট্রাকশন,ওপেন ডিসকাশন ও পোর্ট ভিজিট
দ্বিতীয় সেশনঃ DAY-০২
বেসিক গার্মেন্টস কস্ট কম্পোনেন্ট
মার্চেন্ডাইজিংয়ের জন্য বেসিক কোয়ালিটি হলো পণ্যের কস্টিং করার সক্ষমতা ইয়ার্ন ,ফ্যাব্রিক্স ,ডায়িং ,প্রিন্টিং,এম্ব্রডারী,কার্টন সহ যাবতীয় খরচের সমন্বয়ে বায়ারের জন্য এট্রাকটিভ প্রাইস তৈরী করা ।যা এখানে জানতে পারবেন ।যেমনঃ
* গার্মেন্টে ব্যবহৃত নানা ফ্যাব্রিক্স ও তাদের প্রাইস
* যেসব করণে ফ্যাব্রিক্স প্রাইস কম বেশি হয়
* ফ্যাব্রিক্স কংসাম্পশন ক্যালকুলেশন প্রক্রিয়া
* নানা ধরণের নীট ফ্যাব্রিকের কস্টিং ও ধারণা
* সোয়েটার তৈরীর কাঁচামাল ও তাদের খরচ প্রণালী
* নানা ধরণের গার্মেন্টস একসেসোরিজের ধারণা
*একসেসরিজের কন্সাম্পশন ও ক্যালকুলেশন
* নানা ধরণের প্রিন্টিং ও কস্টিং ক্যালকুলেশন তথ্য
* নানা ধরণের এম্ব্রডারী প্রিন্টিং সম্পর্কে ধারণা
*একটি বেসিক ড্রেস তৈরিতে কস্ট কম্পোনেন্ট
* বিভিন্ন ধরণের গার্মেন্টস ওয়াশিং ও কেমিক্যাল
* গার্মেন্টস পণ্য ওয়াশিং সম্পর্কিত খরচ
* ড্রেস তৈরীতে ভ্যালু এডিশন আইটেম
* একটি নীট গার্মেন্টস তৈরীতে কস্টিং
* উৎপাদনে কমার্সিয়াল কষ্টের উপাদান
* একটি ড্রেস তৈরী করতে মেকিং চার্জ
* গার্মেন্ট উৎপাদনে হিডেন কস্ট সমূহ
* গার্মেন্ট কাস্টিং শিট তৈরীর পদ্ধতি
* পারফরম্যান্স এভালুয়েশন শিট ও তা তৈরী
* টোটাল কস্ট বের করার উপায় ও পদ্ধতি
* বায়ার কমিশন ও লোকাল ক্যালকুলেশন
* প্রতি ডজন ড্রেস তৈরীর কস্টিং ফর্মূলা
* প্রতি পিছ ড্রেস তৈরির খরচ ও কোটেশন
* বায়ার কে কোট প্রাইস দেবার নিয়ম
* রিভাইস ও কন্ফার্ম প্রাইস বের করার টেকনিক
* বায়ারের সাথে ফাইনাল নেগোশিয়েশন উপায়
* কন্ফার্ম অর্ডার উইথ বায়ার প্রিপারেশন
* প্রোডাকশন প্ল্যানিং ও ডেডলাইন
* টাইম ও অ্যাকশন ক্যালেন্ডার ফর এক্সপোর্ট
* লিড টাইম ক্যালকুলেশন ও শিপমেন্ট
* এক্সপোর্টার সময় পোর্ট ফর্মালিটিজ প্রক্রিয়া
*ডেলিগেশন ও অথোরিটি কি
*জটিল কাজ কে ভাগ করে সমাধান প্রক্রিয়া
*মাসলো ম্যানেজমেন্ট চাহিদা সোপান
*থিওরি এক্স(X ) এবং থিওরি ওয়াই
*শ্রমিক,কর্মচারী পরিচালনা ও হ্যান্ডেলিং
*ব্রেক ইভেন ও ম্ম্যানেজমেন্ট ক্যালকুলেশন
*প্রশ্ন-উত্তর পর্ব, ক্লাস ইন্সট্রাকশন,ওপেন ডিসকাশন ও পোর্ট ভিজিট
তৃতীয় সেশনঃ DAY-০৩
নানা ধরণের গার্মেন্টস কস্টিং মেকানিজম
মার্চেন্ডাইজিংয়ের জন্য একজন মার্চেন্ডাইজার কে খরচের খাত ইন্টারডিপার্টমেন্ট কস্টিং গুলো সমন্বয় করে একটি বেসিক কস্টিং প্ল্যানিং করে তার সাথে প্রফিট যোগ করে বায়ার কে Quotation দিতে হয় ।তা এর মাধ্যমে ডিটেইল প্রক্রিয়াটি জানতে পারবেন ।যেমনঃ
* কাস্টিংয়ের প্রধান প্রধান শিরোনাম
* গার্মেন্টস অর্ডার সীট ফ্রম বায়ার
* প্রোডাক্ট প্যাকেজে এনালাইসিস
* ফ্যাব্রিক্স কস্টিং (GSM /Count )
* নীট-টপের ফ্যাব্রিক কনজাম্পশন
* নীট-বটমের ফ্যাব্রিক কনজাম্পশন
* নানা ধরণের নীটেড ফ্যাব্রিক্স
* কস্টিং অফ এক্সেসরিজ
* কস্টিং অফ প্রিন্টিং
* কস্টিং অফ এম্ব্রডারী
* কস্টিং অফ ওয়াশিং
* কস্টিং অফ ভ্যালুএডিশন ওয়ার্ক
* আপ চার্জ এবং সি এন্ড এফ কস্ট
* কমার্শিয়াল কস্ট ওব্যাংক ইন্টারেস্ট কস্ট
* ডেফার্ড এলসি চার্জ কস্ট
* কস্ট অফ ম্যানুফেকচারিং
* অন্নান্য কস্ট
* পার ডজন কস্ট
* কমিশন কস্ট
* টোটাল কোটেড কস্ট ফর বায়ার
* ব্রেক ইভেন্ট এনালাইসিস এবং MOQ অফার
* কোম্পানীর টার্গেট অর্ডার সেট আপ প্ল্যানিং
*
*প্রশ্ন-উত্তর পর্ব, ক্লাস ইন্সট্রাকশন,ওপেন ডিসকাশন ও পোর্ট ভিজিট
চতুৰ্থ সেশনঃ DAY-০৪
বিশ্বব্যাপী এক্সপোর্ট মার্কেটিং ও ফরেন বায়ার ডেভেলপমেন্ট
যেকোন রপ্তানী ব্যবসার সফলতার মূল চাবি কাঠি হোল পর্যাপ্ত বায়ার বা বিদেশী ক্রেতা।কোন ফ্যাক্টরী যদি ২/৩ বায়ারের উপর নীর্ভর করে রপ্তানী ব্যবসা করে থাকে তবে তার জন্য রয়েছে ব্যাপক ঝুঁকি ।তাই একটি রপ্তানি মুখী প্রতিষ্ঠান কে পর্যাপ্ত বায়ার হাতে রেখেই ব্যবসা পরিচালনা করতে হয় আর তার জন্য প্রয়োজন আন্তর্জাতিক মার্কেটিং স্ট্রাটেজি ও নতুন নতুন বায়ার ডেভেলপ করার কলাকৌশল যেমনঃ যেমনঃ
* বায়ার সার্চ ও বায়ার পাবার টেকনিক
* বায়ার সেন্ট্রিক ওয়েবসাইট তৈরী
* বায়ার কান্ট্রি ডেমোগ্রাফি ও পারক্যাপিটা
* বিশ্বস্ততা বৃদ্ধির ফটো-ডকুমেন্টারী
* প্রোডাক্ট ফোটোগ্রাফি ও ইমেজ শট
* বায়াররে আকর্ষণের জন্য রিয়েল ফটো
* ষ্টুডিও শট,লাইফ স্টাইল শট,ডিটেইল শট
* স্কেল শট,গ্রুপ শট,প্যাকেজিং শট
* মেসেজ সেটিং ও কনটেন্ট ক্রিয়েশন
* কম্প্রেসসর মেশিন ও তাদের ব্যবহার
*কোম্পানি প্রোফাইল ও বিবরণ তৈরী
* কোম্পানির ব্র্যান্ড,লোগোল্যান্ড ফোন
* কুইক রিস্পন্সিভ চাইনিজ টেকনিক
* কোম্পানি প্রোফাইল (ডেমো কপি)
* মার্কেটিং ওয়েবসাইটের মূল থিম
* প্রোডাক্টস উপস্থাপন রুল
* লিংকডইন লিড জেনারেশন
* ফেইসবুক টার্গেট মার্কেটিং
*বায়ার হ্যান্ডেলিং টেকনিক
* বায়ার ভ্যারিফিকেশন
* প্রাইস অফার স্ট্রাটেজি
* ব্যালেন্সিং প্রাইস ও অফার
* বায়ারের সাথে ডেটুডে যোগাযোগ
* বায়ার ফলোআপ ও মনিটর
* প্রফেশনাল ইমেইল ড্রাফটিং
* Pro-Forma (PI) / Sales Contrac
* Commercial Invoice ড্রাফটিং ও অনুশীলন
* ৫M /৬M /৮M /
* Capacity, Production &Time study
* PDCA (PLAN DO CHECK ACT, Motion study
* SMV calculation,Costing SMV calculation
* স্ট্যান্ডার্ডে Quotation তৈরীর নিয়ম
* Bill Of Lading (B/L) ,HB
* কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট
* Certificate of Origin/GSP সংগ্রহ
*প্রশ্ন-উত্তর পর্ব, ক্লাস ইন্সট্রাকশন,ওপেন ডিসকাশন ও পোর্ট ভিজিট
পঞ্চম সেশনঃDAY-০৫
গার্মেন্টস সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট
একজন মার্চেনডিজাইনার কে প্রতিনিয়ত পৃথিবীর নানা দেশে পণ্য বিমান,জাহাজ ও কুরিয়ারে শিপমেন্ট করতে হয় । এ এপিসোডের মাধ্যমে বিশ্বব্যাপী আমদানি রপ্তানি ও শিপমেন্ট সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান অর্জিত হবে ।যেমনঃ
* নানা শিপিং ম্যাথড এবং এক্সপোর্টে ব্যবহার
* শিপমেন্ট,কন্টেইনার,শিপিং লাইন সম্পর্কে ধারণা
* শিপিং লাইনের কলা কৌশল ও তার প্রয়োগ
* বিমানের মাধ্যমে পণ্য এক্সপোর্ট ও স্পেস বুকিং
* জাহাজের কনটেইনার ভাড়া ও বুকিং সিস্টেম
* জাহাজের মাধ্যমে পণ্য রপ্তানির শিপমেন্ট রুট
* যেকোন গার্মেন্ট আইটেম রপ্তানি প্রক্রিয়া ও শিপিং
* ফুল কনটেইনারের(FCL) পণ্য এক্সপোর্ট প্রক্রিয়া
* লেস কনটেইনার (LCL)পণ্য রপ্তানির সিস্টেম
* একটি কনটেইনারে মাল্টিপল পণ্য এক্সপোর্ট প্রক্রিয়া
* ড্রাই ও ওপেন কন্টেইনার এবং ফ্রীজিং কন্টেইনার
* এক্সপোর্ট কার্টুন সাইজ সেট আপ ও স্টাফিং
* কুরিয়ারের মাধ্যমে বায়ার কে স্যাম্পল পাঠানো
* সস্তায় স্যাম্পল নেওয়ার জন্য একাউন্ট প্রক্রিয়া
* ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে শিপিং প্রক্রিয়া
* বিমানের কার্গোর মাধ্যমে পণ্যের ভাড়া নির্ধারণ
* কুরিয়ান ও ব্যাগেজ রুলের আওতায় স্যাম্পল আনা
* নানা ধরণের কার্টুন মেজারমেন্ট ও ক্যালকুলেশন
* গার্মেন্টস আইটেম কার্টুন কারণ করার পদ্ধতি
* 20 ফিট,40 ফিট,40 HQ কন্টেইনার ডিটেইল
* CBM ভিত্তিক কনটেইনারে বক্স ক্যালকুলেশন
* CBM calculation করে কন্টেইনার ভাড়া করা
* FCL, LCL, THC, Mother & Feeder vessel
* পোর্ট চার্জ ও লোডিং ও আপ লোডিং চার্জ
* PSI এ একজন এক্সপোর্টারের দায়িত্ব ও কর্তব্য
* চট্টগ্রাম পোর্টে এক্সপোর্টে ফর্মালিটিজ সমূহ
* এক্সপোর্টে (C&F) এজেন্টের কাজ ও দায়িত্ব
* এক্সপোর্টে ফ্রেইট ফরোয়ার্ডারের কাজের পরিধি
* শিপিং ও কমাশিয়াল ডকুমেন্ট পরিচিতি ও ড্রাফটিং
* বিল অফ ল্যাডিং (B/L) ও তার বিস্তারিত ধারা সমূহ
* আমদানিকৃত পণ্য বন্দর থেকে খালাস প্রক্রিয়া
* মাল্টি মোডাল শিপমেন্ট ও ডকুমেন্ট সমূহ
* শিপমেন্টে ও পণ্য ট্রান্সপোর্টে ইমপোর্টারের ভূমিকা
*প্রশ্ন-উত্তর পর্ব, ক্লাস ইন্সট্রাকশন,ওপেন ডিসকাশন ও পোর্ট ভিজিট
ষষ্ঠ সেশনঃ DAY-০৬
এক্সপোর্ট অর্ডার শিট ও টেকপাক শিট
একজন মার্চেন্ডাইজারকে কে যখন কোনএক্সপোর্ট অর্ডারসীট দেয়া হয় উক্ত অর্ডার শীটের ভেতর টেকনিক্যাল সাইন ব্যবহার করা হয় যা যেকোন মার্চেন্ডাইজারের জানা জরুরি ।যেমনঃ
* গার্মেন্টস টেকপাক ও তার বিস্তারিত তথ্য শিট
* কিভাবে বায়ার টেকপ্যাক তৈরী করেন
* বায়ারের প্রতিটি অর্ডার শিট বোঝার উপায়
* গার্মেন্টের স্টাইলের নাম ও স্টাইল কোড
* কিভাবে যেকোন এক্সপোর্ট অর্ডারশীট পড়বেন
* অর্ডার শিট দিয়ে ড্রেস তৈরির প্রক্রিয়া
* একটি অর্ডার সীটে বায়ার যা যা উল্লেখ করে
* লোগো,পণ্যের বর্ণনা,স্টাইল ,কোড
* আর্ট ওয়ার্ক ,প্যাটার্ন ও টেক্সচার
* ড্রেস কালার ও এসকে ইউ (SKU ) কোড
* ফ্যাব্রিক্স এর টেকনিক্যাল ডেসক্রিপশন
* সিজন ,বায়ারের নাম ও ফ্যাব্রিক্স ডিজাইন
* Purchase Order sheet
* লেবেল প্রিন্টিং সম্পর্কিত বায়ারের নির্দেশনা
*এক্সপোর্ট হ্যাঙ্গার সম্পর্কিত তথ্য
* এক্সপোর্ট কৃত পণ্যের লেভেল ইনফরমেশন
*এক্সপোর্ট কৃত পণ্যের বার কোড ও স্টিকার তথ্য
* কেয়ার লেভেল ও সাইজ লেভেল সম্পর্কিত বিষয়
* গার্মেন্টস সাইজ চার্ট,স্টাইল ও তার বিষয় আশয়
* রেডি মেড গার্মেন্টস ফ্যাব্রিক্স কম্পোজিশন
* XS, S, M, L, XL, 3XL ও তার সাইজ বিষয়
* এশিয়া ও ইউরোপিয়ান সাইজ চার্ট ও বিবরণ
* Quality -প্রাথমিক বায়ার কর্তৃক কমেন্টস
*বায়ার কমেন্ট ও তার প্রদত্ত অ্যাকশন
* স্কেচ ওর ডিজাইন অথবা পণ্যের ডিজাইন
* মেজারমেন্ট চার্ট,অরিজিনাল আর্ট ওয়ার্ক
* প্রিন্টিং ইন্সট্রাকশন,প্যান্টোন কালার কোড
*এম্ব্রডারী ইন্সট্রাকশন *স্টিচ ইন্সট্রাকশন
*গার্মেন্টস ওয়াশিং ইন্সট্রাকশন
*ডিফারেন্ট লেবেল ইন্সট্রাকশন
*মেইন ও কেয়ার লেভেল
*ফোল্ডিং ইন্সট্রাকশন,পলিব্যাগের থিকনেস
*প্রশ্ন-উত্তর পর্ব, ক্লাস ইন্সট্রাকশন,ওপেন ডিসকাশন ও পোর্ট ভিজিট
সপ্তম সেশনঃDAY-০৭
ব্যাংকিং এলসি এবং বেসিক ম্যানেজমেন্ট
মার্চেন্ডাইজার কে প্রতিদিন ব্যাংকিং ও এলসি নিয়ে কাজ ও কথা বলতে হয় ।যাবতীয় পেমেন্ট টার্ম ও ডেলিভারী তথ্য এল/সিতে থাকে সে অনুযায়ী এক্সপোর্ট অর্ডার এক্সিকিউশন ও পেমেন্ট শেল্টেল করতে হয়।ব্যাবসায়ের চুক্তি ও এলসির সুস্পষ্ট আইডিয়া মার্চেন্ডাইজার কে নিয়ে যেতে পারে সফলতার শীর্ষে যেমনঃ
* Irrevocable L/C ও তার বিষয় আশায়
* Revocable LC ও প্রাসঙ্গিকতা
* Master L/C কি তা হ্যান্ডলিংয়ের নিয়ম
* Back To Back L/C প্রসেস প্রক্রিয়া
* কনফার্ম এলসি ,ইউসেন এলসি
*UpassL/C,SBL/C,APG,Adconfirm
* Bond লাইসেন্স দিয়ে কাঁচা মাল ইমপোর্ট
* Confirmed LC, Unconfirmed LC
* Stand by L/C & Revolving L/C
* Transferable LC, Stand-by LC,
* Back-to-Back LC, Payment at Sight LC
* Deferred Payment LC.
* Red Clause LC
* Negotiable & Non Negotiable Documents
* CC, LTR,LIM,L/C Margin
* SWIFT CODE মাধ্যমে এলসি ট্রান্সফার
* এলসি খোলার আগে প্রোফর্মা (PI) এনালাইসিস
* L/C ড্রাফট, L/C এপ্লিকেশন প্রক্রিয়া
* একটি (L/C) এনালাইসিস প্রক্রিয়া
*এলসির সতর্কতা ও সঠিক এলসি চেনার উপায়
* Pro-Forma (PI) &Air Way Bill
* বাংলাদেশের প্রেক্ষাপটে কোন এলসি (L/C) নিরাপদ
* Advising & Issuing Bank, Confirming Bank
*প্রশ্ন-উত্তর পর্ব, ক্লাস ইন্সট্রাকশন,ওপেন ডিসকাশন ও পোর্ট ভিজিট
অষ্টম সেশনঃ DAY-০৮
বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য পোর্ট বা বন্দর ভিজিট এরেঞ্জমেন্ট
ট্রেনিং শেষে পোর্ট ভিজিটের মাধ্যমে একজন উদ্যোক্তা ও প্রফেশনালের এক্সপোর্ট ইমপোর্ট সম্পর্কে পূর্ণ ধারণা হবে যেমন,তেমনি নিজের আত্ববিশ্বাস পরিপূর্ণ হবে যার মাধ্যমে আপনি চাকরি বা ব্যাবসায়ে আপনি দ্রুত এগিয়ে যেতে পারবেন ।যেমনঃ
* সকাল 9.30 এ অফিসে গেটটুগেদার
* 10 টায় পোর্ট ভিজিটের উদ্দেশে ট্যুর (এসি)
* মার্চেন্ডাইজিং ও শিপমেন্ট সম্পর্কে ধারণা
* পোর্টে গমন ও সংশ্লিষ্ট পোর্ট সম্পর্কে ব্রিফ
* দক্ষ (C&F) এজেন্টের গাইডে পোর্ট ভিজিট
* বিমানের মাধ্যমে পণ্য শিপমেন্ট এর ধারণা হবে
* জাহাজ শিপমেন্ট বুকিং ও রপ্তানির প্রসেস
* কাস্টম আইন সম্পর্কে হাতে নাতে জানার সুযোগ
* C&F ও নিজের Port নেটওয়ার্ক সেট আপ করা
* L/C,ব্যাংক ডকুমেন্ট ও পোর্ট খালাসের প্রক্রিয়া
* নিজের ব্যবসা বা প্রফেশনাল স্কিল সর্বোচ্ছ জানা
* পোর্ট সম্পর্কিত টেকনিক্যাল বিষয় হাতে নাতে জানা
* প্রয়োজনীয় বিজনেস ব্রিফিং
* দুপুরে ট্রাভেল লাঞ্চ (খাবার ব্যবস্থা)
* ফটোশুটিং ও নেটওয়ার্কিং
* বিদায়ী আলোচনা (ফেয়ারওয়েল মেসেজে)
* সার্টিফিকেট বিতরণ ও ফটো শেয়ার
*সবার সমাপ্তি অভিজ্ঞতা শেয়ার ও মত বিনিময়
* গাড়ি নিয়ে উত্তরার উদ্দেশ্যে রওনা / গন্তব্যে বিদায়
নীচের ফর্মটি পূরণ করলে আমাদের এক্সিকিউটিভ আপনাকে কল করে বিস্তারিত জানাবে।
*ট্রেনিংয়ে যা যা প্রদান করা হবেঃ
ট্রেনিং ডকুমেন্টস ইমপোর্ট এক্সপোর্ট ডাটা ফাইল (Excel & Word ) বাণিজ্য চুক্তির ফর্মা (PDF) ফাইল এইচ এস কোড বই (PDF File ) প্রয়োজনীয় সফটওয়্যার কলম নোট খাতা ফাইল ট্যাক্স বই
অংশগ্রহণের নিয়মঃ
ভর্তি হতে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন
*ক্লাস শুরু:রেজিস্ট্রেশন করলেই জানানো হবে
* চাকুরিজীবীদের জন্য ৩ টি কিস্তিতে ফি পরিশোধযোগ্য
* শিক্ষার্থীকে প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হবে ।
*পেমেন্ট মেথর্ড :
* আসন সংখ্যা সীমিত। দ্রুত আসন সংরক্ষণ করুন।
*পার্সোনাল বিকাশ/রকেট নাম্বার :+8801795200966 (0 রকেটের জন্য শেষ নাম্বার)
যোগাযোগের ঠিকানাঃ
Import Export BD
মিরপুর,কালশী
ফোন নম্বর – 01795200966 / 01781483013