দুই (২) মাসব্যাপী  প্রফেশনাল কমার্শিয়াল ম্যানেজমেন্ট  প্রোগ্রাম 

                                           প্রতি শুক্রবার সকাল ( ১০.০০- দুপুর ১.০০টা )

#বাস্তবে ” কমার্সিয়াল ম্যানেজমেন্ট” শেখার মাধ্যমে হয়ে উঠুন দক্ষ প্রফেশনাল 

>>নিজেই গার্মেন্টস,বায়িং হাউস,এক্সপোর্ট -ইমপোর্ট ব্যাবসায়ে দক্ষ হোন

**বাস্তবে জানুন-এলসি-শিপমেন্ট-ট্যাক্স-ভ্যাট-এক্সপোর্ট-ডকুমেন্ট-ব্যাংকিং-ম্যানেজমেন্ট

***** ট্রেনিং শেষে পোর্ট (বন্দর)ভিজিট করে, বাস্তবে জানার বিশেষ সুযোগ

>>>বর্তমানে যেকোন গার্মেন্ট,বায়িং হাউস,ট্রেডিং এবং যেকোন ইমপোর্ট-এক্সপোর্ট ফার্মে চাকরি ও ক্যরিয়ার গড়তে “কমার্শিয়াল ম্যানেজমেন্ট,এবং গ্লোবাল বিজনেস ” সম্পর্কে জানার কোনো বিকল্প নেই।এ সম্পর্কে বাস্তব দক্ষতা থাকলে একটি প্রতিষ্ঠানে সহজেই চাকরি পাওয়া যায় । যে কোন একটি প্রতিষ্ঠানের কমার্শিয়াল ডিপার্টমেন্ট কে Banking,L /C ,shipment,Export-Import,legal & loan Document সহ নানান বিষয়ে ইম্পোর্টার,এক্সপোর্টার,ট্রেডার ও বিদেশী বায়ার ও সাপ্লাইয়ারের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করতে হয়।যেকোন একটি প্রতিষ্ঠানের স্থানীয় ও আন্তর্জাতিক বিজনেস অপারেশনকে সাবলীলভাবে পরিচালনার জন্য Commercial Department ছাড়া ভাবাই যায় না।বাস্তবে কমার্সিয়াল ম্যানেজমেন্ট দক্ষতা আপনার ক্যারিয়ার কে নতুন উচ্চতায় নিয়ে যাবে |হোক তা ব্যবসা বা চাকরির আপনার জীবনের জন্য খুলে দিবে নতুন নতুন সুযোগ ।
..
বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং এখানে প্রযুক্তি ও শ্রমঘন শিল্প কারখানা (যেমনঃGarments, Textiles, Pharmaceuticals, Leather, Ceramics, Plastics, Toy,Shoes, Electronics ,Steel, Shipbuilding ) ব্যাপক ভাবে গড়ে উঠছে। বাংলাদেশ সরকার ১০০ টি নতুন EPZ কার্যক্রম শুরু করেছে,এ সব শিল্প কারখানার ব্যাংকিং,ডকুমেন্ট,সৌর্সিং,ইমপোর্টএ-এক্সপোর্ট পরিচালনা জন্য প্রয়োজন বিপুল সংখ্যক “কমার্শিয়াল ম্যানেজমেন্ট” জানা দক্ষ প্রফেশনাল এক্সিকিউটিভ ও ম্যানেজার ও এডমিনিস্ট্রেটর ।এ ছাড়া আমাদের গার্মেন্টস,বায়িং হাউস।,ইমপোর্ট -এক্সপোর্ট সেক্টরে প্রতিনিয়ত এর চাহিদা বেড়েই চলছে ।
 বাংলাদেশে প্রায় ১২০ বিলিয়ন ডলারের আমদানি রপ্তানি ব্যবসা পুরোটাই কমার্শিয়াল এক্সপার্টদের দ্বারা পরিচালিত ।আগামী ২/৩ বছরের মধ্যে প্রায় বেশির ভাগ স্পেশাল ইকোনমিক জোন গুলো পূর্ণ দমে চালু হয়ে যাবে । যেখানে শত শত মাল্টি ন্যাশনাল কোম্পানী আসবে ব্যবসা ও ফ্যাক্টরী করার জন্য ।আর এ সংক্ৰান্ত বিষয়ে বাস্তবে জানা থাকলে, এসব মাল্টি ন্যাশনাল কোম্পানিতে উচ্চ বেতনের চাকরির সুযোগ উন্মেচিত হবে ।নিত্য নতুন অফিস,শিল্পকারখানা,ওব্যবসা – প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজন দক্ষ কমার্সিয়ায়ালের কাজ জানা ম্যানেজার ও এক্সিকিউটিভ ।বাস্তব কাজের ক্ষেত্রে এ পেশার পর্যাপ্ত চাহিদা সত্যেও,দক্ষ প্রফেশনালের সংখ্যা একেবারেই স্বল্প । আর এ বিষয়টি বাস্তবে হাতে কলমে জানার বিশেষ সুযোগ করে দিচ্ছে Import Export BD

কেন এ কোর্স টি করবেন
* এ প্রোগ্রাম টি করার পরই যেকোন কোম্পানির দায়িত্ব পূর্ণপদে বসে দক্ষতার সাথে পরিচালনা করতে পারবেন ।
* প্রতিযোগিতার যুগে,এ কোর্স টি আপনাকে ১০ বছরের বাস্তব অভিজ্ঞতায় আত্ববিশ্বাসী করবে ।
* প্রতিষ্ঠান পরিচালনায় ,আন্তর্জাতিক ব্যবসা পরিচালনায় আপনাকে চ্যালেঞ্জিং অবস্থানে নিয়ে যাবে ।
* শুধু BBA,MBA,বা গ্রাজুয়েট সম্পর্ন্ন করছেন,সাথে কোর্সটি করুন,আপনার সামনে শত শত সুযোগ আসবে
* যারা কাজের যোগ্যতা দেখিয়ে প্রমোশন চান বা নতুন চ্যালেঞ্জিং ক্যারিয়ারে সুইচ করতে চান
* নিজেই আন্তর্জাতিক ব্যাবসার জন্য উদ্যোক্তা হতে চান তার জন্য এটি জীবন পরিবর্তন কারী কোর্স

#যাদের জন্য এ প্রফেশনাল কোর্স টি
📎Garments,Buying House এ ক্যারিয়ার গড়তে ইচ্ছুক
📎 Importers, Exporters, Bankers and Entrepreneurs.
📎Persons Dealing with ব্যাংকিং ,L/C & Back to Back L/C Operation.
📎Official Engaged in Garments & Buying House.
📎 Business & Commercial Manager, Marketing Manager.
📎C&F এজেন্ট,Freight Forwarding ও Shipping এজেন্ট
📎যে সব ব্যাংকার ব্যাংকিং ও এল/সি-তে সুপার এক্সপার্ট হতে চান

#প্রশিক্ষক
MD. Mahmudul Hasan(Pappu)
Expert on International Business 
Ten (10) years working Experience in
Import,Export,Shipping,Logistics,Accounting,Sourcing Line
works as Consultant in Vaious organization
শেখানোর পদ্ধতি :
*বাস্তব অভিজ্ঞতা শেয়ার *গ্রূপ ডিসকাশন *এক্সারসাইজ *ওয়ান টু ওয়ান ডিসকাশন *প্রশ্ন-উত্তর সেশন ।
.
#প্রথম_সেশনঃ DAY-💥 1⃣
কমার্শিয়াল ম্যানেজমেন্টের মৌলিক বিষয়াবলিঃ
 * আন্তর্জাতিক ব্যবসার প্রেক্ষাপটে কমার্শিয়াল ম্যানেজমেন্ট এর গুরুত্ব
*এ সেক্টরে কাজের ক্ষেত্রে বর্তমান ও ভবিষ্যতে এর সুযোগ ও সম্ভাবনা
* দেশ ও পণ্য ভিত্তিক আমদানিও রপ্তানির তথ্য ও বিজনেস পরিকল্পনা
*কোম্পানিকে সফল করতে কমার্সিয়াল এক্সপার্ট কি ভাবে প্ল্যান ও কাজ করেন
* কমার্সিয়াল টার্ম (EXW,FOB,CNF,CFR,CIF,DDP,DDU) কাজ ও ব্যবহার
* ইনকোটার্মের কার্যকরী ব্যবহার এবং প্রোডাক্টস প্ল্যানিং স্ট্রাটেজি
* বাংলাদেশের মার্কেটে জন্য পণ্য নির্বাচন ও মার্কেটিং পরিকল্পনা
*রপ্তানিমুখী ফ্যাক্টরীর জন্য বিদেশ থেকে কাঁচামাল আমদানির পক্রিয়া
* বন্ড লাইসেন্সের মাধ্যমে বিনা ট্যাক্সে পণ্য আমদানির কাস্টিং ও পরিকল্পনা
* অৰ্ধ কাঁচামালে (Semi-Finished)পণ্য আমদানির নীতি ও বাস্তবায়ন
* PCS, CKD,SKD,OEM,ODM,MOQ ও পণ্য রি -এক্সপোর্ট ম্যানেজমেন্ট
* দেশ ভিত্তিক বিদেশী জেনুইন সাপ্লাইয়ার নির্বাচন ও পণ্য আমদানি সিস্টেম
* পন্য ভিত্তিক পণ্যের কোয়ালিটি ভ্যারিফিকেশন ও কোয়ালিটি কন্ট্রোল (QC)
* বিদেশী কোম্পানির সাথে চুক্তি করার বেসিক কৌশল ও ড্রাফট কপি
* সস্তায় পণ্য সরসিং প্ল্যান china বনাম Vietnam বনাম Turkey প্ল্যান
* বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য পণ্যের তালিকা ও কিভাবে তা শুরু করবেন
বিদেশী Buyer ও Supplier এর সাথে যোগাযোগ ও প্রাইস অফার স্ট্রাটেজি
* পণ্য আমদানি ও রপ্তানি করতে কোথায় কি কি কস্ট হয় তার লিস্ট
* আন্তর্জাতিক আমদানি রপ্তানি ও ওয়ার্ল্ড ওয়াইড সৌরসিং
* গ্লোবাল সাপ্লাই-চেইন >কমিউনিকেশন,নেটওয়ার্কিং
* জিরো রিস্ক ইনভেস্টমেন্ট (Using Port Declared Value)
* প্রয়োজনীয় সফটওয়্যার ও স্ট্রাটেজি app
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
.
#দ্বিতীয়_সেশনঃ DAY-💥2⃣
শিপমেন্ট লজিস্টিকস ও কন্টেইনার ম্যানেজমেন্ট
* ইন্টারন্যাশনাল লজিস্টিকস ম্যানেজমেন্ট
* শিপমেন্ট,কন্টেইনার,শিপিং লাইন সম্পর্কে ধারণা
* কার্যকরী শিপিং লাইন কিভাবে মুনাফা বৃদ্ধি করে
* ড্রাই কন্টেইনার,ফ্রীজিং কন্টেইনার,ওপেন কন্টেইনার
* বিমানের কার্গোর মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি ও ভাড়া
* কুরিয়ান ও ব্যাগেজ রুলের আওতায় পণ্য আমদানি -রপ্তানি
* 20 ফিট কন্টেইনার,40 ফিট কন্টেইনার,HQ কন্টেইনার ডিটেইল
* কনটেইনারে প্রোডাক্টস ও বক্স হিসাব ক্যালকুলেশন
* FCL,LCL,THC,Mother & Feeder vessel
* পোর্ট চার্জ ও লোডিং ও আপ লোডিং চার্জ
* Pre-shipment Inspection ও দেশে একটিভ PSI
* চট্টগ্রাম পোর্টের ফর্মালিটিজ সমূহ
* সিএন্ডএফ (C&F) এজেন্টের কাজ ও কমিশন হার
* শিপিং ও কমাশিয়াল ডকুমেন্ট পরিচিতি
* বিল অফ ল্যাডিং (B/L) কি এবং বিস্তারিত ধারা সমূহ
* বন্দর (Port) থেকে থেকে পণ্য খালাস করার ধারাবাহিক পক্রিয়া
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
.
#তৃতীয়_সেশনঃ DAY-💥3⃣
আন্তর্জাতিক ইমপোর্ট এক্সপোর্ট ব্যাবসার পলিসি ও বিধান সমূহ

** ইমপোর্ট এক্সপোর্ট ব্যবসা ও এইচ.এস.কোড (H.S) ব্যবহার
* এইচ.এস.কোড (H.S) এর মাধ্যমে SRO ধারা
* আমদানিকৃত পণ্যের প্রোডাক্টস কস্টিং এনালাইসিস
* বিদেশী রপ্তানির জন্য পণ্যের প্রাইস নির্ধারণ
* ডাইরেক্ট ফ্যাক্টরী কস্টিং VS মিডলম্যান ট্রেডিং কস্টিং
* পণ্য রপ্তানির জন্য এক্সপোর্ট কস্টিং (CNF,FOB,CIF,EXW)
* ডাইরেক্ট ফ্যাক্টরী কস্টিং VS মিডলম্যান ট্রেডিং কস্টিং
* আন্তর্জাতিক বায়ার সাপ্লায়ারের সাথে প্রাইস নেগোশিয়েশন
* বাংলাদেশ সরকার নির্ধারিত দেশভেদে পণ্যের দাম নির্ধারণ
* বেনাপল,পেট্রোপল বন্দরের মাধ্যমে পণ্য ছাড়করণ
* ঢাকা বিমান বন্দরে এয়ার কার্গোতে পণ্য ছাড় করুন পক্রিয়া
* স্বল্প শুল্কে আমদানি পণ্যের তালিকা
* Custom ডাটা ব্যবহার করে পণ্যের ইনভয়েস ভ্যালু সেট করা
বাংলাদেশ সরকার নির্ধারিত দেশ ভেদে পণ্যের মিনিমাম প্রাইস নির্ধারণ
* বেনাপল,পেট্রোপল বন্দরের মাধ্যমে আমদানি-রপ্তানির আইন
* ঢাকা বিমান বন্দরে এয়ার কার্গোতে পণ্য ছাড় করুন পক্রিয়া
* বিমান কার্গোতে পণ্য আমদানি রপ্তানির ও ডকুমেন্ট
* শুল্কহীন আমদানি রপ্তানির পণ্যের তালিকা
* BSTI mandatory Product List
* List of Products that support invoice value
* BSTI Mandatory Product List Before Import
* List of Products that support invoice value
* বন্দর (Port) থেকে পণ্য ছাড় করতে খরচের তালিকা ও ধাপ
* Third Party bill * House bill/Master bill * ASYCDA World
* ব্যাংক গ্যারান্টি -Bid Bond,PG,Supplier Credit,Customs Guarantee
* Foreign Currency Account -USD,GBP,EURO,JPY
* Base currency & Quoted Currency
* Bill of Exchange (Drawer,Drawee,Payee etc )
* Hard Currency ,Soft Currency,

*প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
#তৃতীয়_সেশনঃ DAY-💥4
#প্রয়োজনীয়_ডকুমেন্ট :
#আন্তর্জাতিক_বাণিজ্যে_লিগ্যাল_পেপার_তৈরিঃ
আন্তর্জাতিক যেকোন আমদানি রপ্তানি ব্যবসা করতে গেলে নীচের ডকুমেন্ট ও লিগ্যাল পেপার গুলো ব্যবহার করা হয় ।এ ডকুমেন্টগুলোর দক্ষতা আপনাকে করে তুলবে সফল প্রফেশনাল। যেমনঃ
* UCP 600 কি কেন ব্যবহার করা হয়
* UCP 600 এর প্রদান ধারা সমূহ ও এলসি
* Quotation তৈরী ও ষ্ট্যান্ডার্ড ফর্ম
* Pro-Forma Invoice (PI) / Sales Contract তৈরির প্রাকটিস(A s Per UCP
* Commercial Invoice ড্রাফটিং নিয়ম
* Packing List যেভাবে তৈরী করবেন
* Certificate of Origin/Country of Origin/GSP সংগ্রহ
* Bill Of Lading (B/L) / Air Way Bill /Truck Bill বিষয়াবলী
* Import / Export Declaration Form তৈরির ফরমেট
* Test Report কলেশন
* Letter of Authorization ডেমো কপি
* Phytosanitary Certificate কপি
* Fumigation Certificate কপি
* Product Testing Certificate ডেমো কপি
* Health Certificate স্ট্যান্ডার্ড কপি
এ ছাড়াও অন্যান্য ডকুমেন্ট যেমনঃ Inspection Certificate,Insurance Certificate, Product  Testing Certificate,Trust Receipt (T/R),Shipping Guarantee, House Air Waybill (HAWB), Air Waybill (AWB), House Bill of Lading
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
.
#চতুৰ্থ_সেশনঃ DAY-💥5
আন্তর্জাতিক ব্যবসা ও এলসি (L/C)ম্যানেজমেন্ট
* এলসি’র (L/C) প্রকারভেদ ? আন্তর্জাতিক বাণিজ্য L/C’
* গার্মেন্টস,বায়িং কিভাবে ( L/C ) নিয়ে কাজ করে
* যে যে ক্ষেত্রে এলসি সংশোধন (Amendment) করা যায়
* গার্মেন্টস সেক্টরে Back To Back (BTB) ব্যবহার
* ঋণপত্র (L/C ) না খুলে পণ্য আমদানি
* ঋণপত্র (L/C ) না খুলে (LCAF) মাধ্যমে পণ্য আমদানির ধারা
* IRC ছাড়াই পণ্য আমদানি
* ব্যাক টু ব্যাক এলসি (L/C) খোলার আগে কতিপয় সাবধানতা
* স্থনীয় এবং বৈদেশিক (Foreign) ব্যাক টু ব্যাক এলসি’র পক্রিয়া
* পণ্য বিদেশে রপ্তানির পর Ad শাখায় কাজের তালিকা
* অফশোর ব্যাংকিং এবং বাংলাদেশে এর ব্যবহার
* ব্যাংকে এলসি সংক্ৰান্ত খরচের তালিকা
* Irrevocable L/C,Revocable LC
* Master L/C,Back To Back L/C
* Confirmed LC, Unconfirmed LC
* Stand by L/C & Revolving L/C
* Transferable LC, Stand-by LC,
* Back-to-Back LC, Payment at Sight LC
* Deferred Payment LC.
* Red Clause LC
* Negotiable & Non negotiable documents
* এলসি খোলার আগে প্রোফর্মা (PI) এনালাইসিস
* LCA ফর্ম ,L/C ড্রাফট, L/C এপ্লিকেশন
* এলসি খোলার পক্রিয়া এবং নেগোশিয়েশন
* CC,LTR,LIM,L/C Margin,* Cash Subsidy, Duty Draw back ,
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
.
#পঞ্চম_সেশনঃ DAY-💥6
ব্যবসা ও লাইসেন্স সম্পর্কিত ডকুমেন্ট
* সুইফট কোডের মৌলিক বিষয়াবলী
*নতুনপার্টি সম্পর্কে ক্রেডিট রিপোর্ট কালেকশন প্রক্রিয়া
* কোম্পানি গঠন পক্রিয়া (Limited VS sole Proprietorship Etc)
* TIN কালেকশন এবং VAT লাইসেন্স
* আন্তর্জাতিক ব্যবসার জন্য Bank A/C Open (AD Branch) ধারা
* কমার্সিয়াল ইমপোর্ট (Commercial IRC) লাইসেন্স(IRC)প্রাপ্তি
* ইন্ডাষ্ট্রিয়াল ইমপোর্ট (Industrial IRC) লাইসেন্স প্রাপ্তি
* এক্সপোর্ট (Export) বিজনেস লাইসেন্স(ERC) প্রাপ্তি
* সিএন্ডএফ(C &F),ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স বিষয়াবলী
* নিজেস্ব ব্যবসার জন্য (C&F) লাইসেন্স প্রাপ্তির ডকুমেন্ট লিস্ট
* বায়িং হাউস (Buying House) ব্যবসার লাইসেন্স চেকলিস্ট
* ট্রেডমার্ক,কপিরাইট ও ভ্যাট (VAT) লাইসেন্স প্রাপ্তির করণীয়
* বোর্ড অফ ইনভেস্টমেন্ট( BOI/BIDA) লাইসেন্স কেন নেয়া হয়
* বন্ড (Bond) লাইসেন্স প্রাপ্তির ডকুমেন্ট চেক লিস্ট
* H.S. CODE, DUTY, VAT, AIT, ATV নির্ণয় করার বাস্তব প্রয়োগ ও প্রক্রিয়া।
* চায়না,ইন্ডিয়া,ভিয়েতনাম পাইকারী মার্কেটের ঠিকানা সমূহ
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
.
#ষষ্ঠ_সেশনঃ DAY-💥7
কর্পোরেট ল এবং স্ট্রাটেজিক ম্যানেজমেন্ট
একটি ব্যবসা পরিচালনার জন্য ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে অনেক সচেতন হতে হয় । ব্যবসায়ের ডকুমেন্ট এবং চুক্তি সম্পর্কে সচেতন না থাকার কারণে অনেক প্রতিষ্ঠান অপ্রয়োজনীয় মামলা জড়িয়ে যাচ্ছে ।ব্যাবসায়িক চুক্তি সম্পর্কে বেসিক ধারণা না থাকার কারণে -নিজের পাওনা অর্থ,সম্পত্তি আলোচনার টেবিলে কথার পিঠে অথবা কলমের খোঁচায় হারিয়ে ফেলছে,যা জীবনের বিপর্যয় ডেকে আনে।আর এ বিপর্যয় মোকাবেলার জন্য প্রয়োজন চুক্তি সম্পর্কে স্পষ্ট ধারণা :
* বিজনেস নেগোশিয়েশন স্ট্রাটেজি -Distributive & Integrative
*কোম্পানির ট্রেড সিক্রেট রক্ষায় কর্মীর সাথে আইনগত চুক্তি
* Joint Venture Agreement
* International Distributorship Agreement copy
* International Exclusive Agency Agreement
* Employment Agreement Part time/full time/Temporary copy
* Agreement for sale purchase of ready made garments copy
* Sub Contractor Agreement copy
* Buying Selling Agency Agreement copy
* Agreement for Supply of Raw Material copy
* Joint Marketing Agreement copy
* Financial Planning & Business Strategy Map.
.**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
#অন্যান্য 
 ইসলামী ব্যাংকিং ও আন্তর্জাতিক বাণিজ্য 

ইতিমধ্যে বিশ্বব্যাপী ইসলামিক (শরিয়া ভিত্তিক ) ব্যাংকিং একটি বিশাল আকৃতি অর্থ ব্যবস্থা সৃষ্টি করতে পেরেছে যা প্রায় ৩ ট্রিলিয়ন(৩০০০ বিলিয়ন ডলারের কাছাকাছি।বাংলাদেশ সহ বিশ্বব্যাপী এর বিপুল ব্যবহার সত্যেও, এ সম্পর্কে বিস্তারিত জানা লোকের খুব সংকট যা এ প্রোগ্রামের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন :
▪>>আমদানি বাণিজ্যে (import business) বাণিজ্যে ইসলামী ব্যাংকিং:
* ওয়াকালা /কাফালাহ (এলসি এডভাইজিং,কনফার্মেশন )
* বাই মুয়াজ্জাল (ব্যাক-টু-ব্যাক এলসি )
* কাফালাহ (গ্যারান্টি )
* বাই মুরাবাহা (কাঁচা মাল আমদানি ) পক্রিয়া
* বাই মুরাবাহা ( বাণিজ্যিক পণ্য আমদানি ) প্রসেস
* এইচপিএসএম- কিভাবে কাজ করে
>>রপ্তানি বাণিজ্যে(Export business) ইসলামী ব্যাংকিং :
* শিরকাতুল মিলক (ক্যাপিটাল মেশিনারী আমদানি) নিয়ম
* বাই সালাম /ইস্তিসনা( Preshipment Finance )
* বাই -আস সরফ (Post preshipment Fiance )
* মুশারাকা (Post preshipment Fiance)
* বাই মুয়াজ্জাল(CC,LTR,LIM )
* কর্দ (alternative Finance )
* সুকুক (bond )
* তাকাফুল (Islamic Insurance )

**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
#অষ্টম _সেশনঃ DAY-💥8
ঢাকা কমলাপুর পোর্ট ICD বা পানগাঁও বন্দরে ভিজিট করে

#ঢাকা কমলাপুর পোর্ট ICD বা পানগাঁও বন্দরে ভিজিট করে
* সকাল ৯.৩০ এ অফিস থেকে মিসিরগাড়িতেই পোর্টে রওনা
* সকাল ১১ তার মধ্যে পোর্টে গমন এবং সংশ্লিষ্ট পোর্ট সম্পর্কে শর্ট ব্রিফও নিয়ম সমূহ
*একজন সি এন্ড এফ এর গাইডে পোর্টের প্রতিটি বিষয় জানা
* পোর্টার ভেতরে ভিজিট করে কন্টেইনার সম্পর্কে জানা
* সি এন্ড অফ এর কাযাবলী ও কিভাবে আপনার ব্যাবসার জন্য কাজ করবেন
* এলসি থেকে শুরু করে পোর্ট খালাসের পক্রিয়া
* কিভাবে বন্দরের কাস্টম কাজ করা হয় তা দেখা
* বন্দরের যাবতীয় জানার বিষয় সি এন্ড এফ থেকে জেনে নেয়া
* প্রয়োজনীয় ব্রিফিং
* পোর্টার জন্য জরুরি আমদানি রপ্তানির পেপার জানা ও বোঝা
* দুপুরের লাঞ্চ এবং একসাথেই স্পেশাল লাঞ্চ করা
* লাঞ্চ শেষে সার্টিফিকেট বিতরণ
* ফটোশুট ও নেটওয়ার্কিং বিল্ডিং
*পণ্য ও প্রোডাক্ট সম্পর্কে সাবলীল আলোচনা
*বিদায়ী আলোচনা ও গাড়ি নিয়ে উত্তরার উদ্দেশ্যে রওনা দেয়া বা যার যার গন্তব্যে বিদায়.

#কোর্স_মূল্যায়ন: এই কোর্স টি করার পর গার্মেন্টস,বায়িং হাউস,ইমপোর্ট-এক্সপোর্ট কোম্পানির যেকোন L/C ব্যাংকিংয়ের কাজ নিজেই করতে পারবে এবং জব (চাকরির ভাইভা )আত্মবিশ্বাসের সাথে মোকাবেলা করতে পারবেন । .
.
#যা_যা_দেয়া_হবে :
📎 ট্রেনিং ডকুমেন্টস 📎 ইমপোর্ট এক্সপোর্ট ডাটা ফাইল (Excel & Word ) 📎 বাণিজ্য চুক্তির ফর্মা (PDF) ফাইল 📎 এইচ এস কোড বই (PDF File ) 📎প্রয়োজনীয় সফটওয়্যার 📎 কলম 📎 নোট খাতা 📎 ফাইল
.
#অংশগ্রহণের_নিয়মঃ
ট্রেনিংটির রেজিস্ট্রেশন ফী ২২৫০০/= টাকা (পোর্ট ভিজিট সহ ফি )
অনলাইনে রেজিস্টেশন করলেই ১০% ডিসকাউন্টের সুযোগ রয়েছে ।
**বিস্তারিত জানতে – 01795 200 966 / 01795 699 646
*বিকাশ নম্বর – 01779 917 377
.
* শিক্ষার্থীকে প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হবে।
* আসন সংখ্যা সীমিত। দ্রুত আসন সংরক্ষণ করুন।
.
#যোগাযোগের_ঠিকানাঃ
Import Export BD
Road #01, Road # 01,Sector# 06,Uttara,Dhaka
01795 200 966 / 01795 699 646
www.imexbd.net
.
#বিশেষ___দ্রষ্টব্যঃ
** Import Export BD’র যাবতীয় কনটেন্ট Hasan.S.Arsalan (BBA,MBA-DU ) কর্তৃক আইনগত ভাবে স্বত্ব সংরক্ষিত।আমাদের সার্ভিস গ্রহণের, প্রথম শর্তই হচ্ছে আপনার ধৈর্য্য,পরিশ্রম এবং আইন মেনেই জীবনে প্রতিষ্ঠা পাবার মানসিকতা থাকতে হবে।আমাদের যাবতীয় প্রোগ্রাম ১০০% প্রফেশনাল ম্যানারে পরিচালিত।।তাই,আমাদের সার্ভিস গ্রহণের পূর্বে প্রতিটি বিষয় খুব ভালভাবে জেনে নিন। ” Import Export BD ” র যাবতীয় ট্রেনিং ম্যাটেরিয়াল, বিজ্ঞাপন ও বিজ্ঞাপনের ছবি বাংলাদেশ কপি রাইট আইন ২০০০ (২০০৫)এর বিধান মতে Import Export BD কর্তৃক লিপিবদ্ধ। বিনা অনুমতিতে এর কোন অংশ ব্যবহার ও অনুকরণ করা হলে Criminal Act. (৮৮ – ৯১) তে অভিযুক্ত হবে এবং এ সংক্রান্ত যাবতীয় আইন গত বিষয় Jurisprudence of Dhaka Judge Court এর অধীভুক্ত।