BANGLADESH INSTITUTE OF IMPORT & EXPORT MANAGEMENT

An Autonomous Body Registered Under the People Republic of Bangladesh (Directorate General of Foreign Trade & Micro,Small & Medium Enterprises)

Admissions

Import Export BD”-তে যেকোন কোর্সে হওয়ার জন্য আপনাকে ভর্তি সংক্রান্ত কতগুলো তথ্য প্রদান করতে হবে, যা আমাদের ডাটাবেজ এ রেকর্ড আকারে থাকবে |

এখানে কয়েকটি ধাপ রয়েছে যা আপনাকে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুসরণ করতে হবে:

1. Required Documents

ভর্তির সময় যে কাগজ পত্র জমা দিতে হবে:

1. সর্বশেষ একাডেমিক যোগ্যতার সার্টিফিকেট ফটো কপি
2. জাতীয়পরিচয়পত্র/জন্মসনদেরফটোকপি

2. Admission Fees

1. সময় মতো আপনার কোর্স ফি প্রদান করতে হবে।তবে ৩টি কিস্তিতে ধাপে ধাপে কোর্স ফি পরিশোধ করার সুযোগ আছে |
2. ভর্তির জন্য রেজিস্ট্রেশন করার পর, আপনার আসন (Seat) কনফামেশনের জন্য  1000/= টাকা নগদে/বিকাশে দেয়া বাধ্যতামূলক।

3.Installment Rules

1. সময় মতো আপনার কোর্স ফি প্রদান করতে হবে।তবে ৩টি কিস্তিতে ধাপে ধাপে কোর্স ফি পরিশোধ করার সুযোগ আছে |
2. ভর্তির জন্য রেজিস্ট্রেশন করার পর, আপনার আসন (Seat) কনফামেশনের জন্য  1000/= টাকা নগদে/বিকাশে দেয়া বাধ্যতামূলক।

 আপনি যখন কোর্স ফি কিস্তিতে পরিশোধ করবেন তখন অবশ্যই নিয়ম গুলি অনুসরণ করতে হবে:

01. প্রফেশনালকোর্স: আপনাকে অবশ্যই প্রথম দিনে ক্লাস শেষে 5000/=টাকা কোর্স ফি দিতে হবে এবংভর্তির পর পরবর্তী ৪০ দিনের ভেতরে বাকী (২২৫০০১০০০৫০০০) বাকী ১৬৫০০/=টাকা ৩ কিস্তিতে ফী পরিশোধ করে দিতে হবে।

02. প্রোগ্রাম শেষে পোর্ট ভিজিটের আগে যাবতীয় ফী পরিশোধ করার অনুরোধ করা যাচ্ছে।

03 . সাধারণতঃ পোর্ট ভিজিটের সময় সার্টিফিকেট বিতরণ করা হয়।

05. যিনি সার্টিফিকেট পেতে চান তাকে অবশ্যই সফল ভাবে কোর্সটি সম্পন্ন করতে হবে অন্যথায় সার্টিফিকেট ইস্যু করা হয়না।

06. আপনাকে অবশ্যই ভর্তির ফর্মে নাম,মোবাইল নম্বর ,কোর্স নেম ও ইমেইল আইডি তথ্য সঠিক ভাবে লিখতে হবে।

Join Over 8,000 Students Enjoying Our
Business Training

Become a Part of Import Export alumni.

নীচের ফর্ম টি পূরণ করলে আমাদের এক্সিকিউটিভ দ্রুত কল দিয়ে ভর্তির ব্যাপারে কনফার্ম করবে। ধন্যবাদ

নাম
ফোন
ই-মেইল
যে প্রোগ্রামে ভর্তি হতে চান তার নাম *
আপনি এ কোর্স টি করে বাস্তবে কি করতে চান

প্রথমত,আপনাকে কোর্সে ভর্তি কনফার্ম করতে এই বিকাশ নাম্বারে 1020/=টাকা পে (Pay)করে ভর্তি কনফার্ম করতে হবে। এক্ষেত্রে Bkash No:

01795 200 966

এরপর নীচের যে কোন নাম্বারে কল করে আপনার ভর্তি কনফার্ম করতে হবে : 
01795 200 966 
01795 699 656

Thank you.

Import export All Testimonial

"এক্সপোর্ট কোর্স টি করার জন্য ফি হিসাবে যে অর্থ প্রদান করেছি তা আমার বেনিফিটের তুলনায় নগন্য কারণ কোর্স টি করে আমার চাকরি জীবনের ভাগ্যই বদলে দিয়েছে। পুরো ট্রেনিং প্রোগ্রামের অধিবেশনে যে তথ্যগুলি কভার করা হয়েছে তা রপ্তানি ব্যবসা শুরু থেকে পূর্ণ বায়ার ডেভেলপমেন্ট ও ক্লায়েন্ট মনিটরিং সব বিষয়ে ধরে ধরে শিখানো হয়েছে ।বর্তমানে আমি একটি গ্রুপ অফ কোম্পানির গার্মেন্টস এক্সপোর্ট ডিভিশনে একটি গুরুত্ব পূর্ণ দায়িত্বে আছি । কোর্স টি সত্যি জীবন পরিবর্তন কারী ।ধন্যবাদ Import Export BD "
Md.Ullash Hossain
Sr.Merhandiser
"নতুন নতুন দক্ষতা যা ইনকাম ও নতুন সুযোগ সৃষ্টি করে তা শেখা আমার অনেক নেশা ।এজন্য জীবনে আমি অনেক ধরণের ট্রেইনিং গ্রহণ করেছি IMPORT EXPORT BD তে ইন্ডেন্টিং বিজনেস ও আন্তর্জাতিক ব্যাবসার উপর যে ট্রেইনিং পেয়েছি তা সত্যি অসাধারণ ও জীবন মুখী ।প্রোগ্রামের মেন্টর প্রতিটি বিষয়ে হাতে ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিয়েছেন কিভাবে একটি ব্যবসা শুরু করতে হয় এবং মার্কেটিং ও ম্যানেজমেন্ট এর মাধ্যমে কিভাবে সফলতা আনতে হয় তা এখন থেকেই জানতে পেরেছি ।যা আমার ক্যারিয়ার কে করেছি আরো ফোকাস ভিত্তিক ।ধন্যবাদ ।IMPORT EXPORT BD"
AZM Niaz Ahsan
Direcotr,Logistics
I am writing to thank you wholeheartedly and sincerely for the support, general guidance and advice you have given to me related to import and export business. You make me feel that I can achieve as well as master anything I want to in business, no matter how off the wall or unusual the situation is. I truly appreciate the proverbial rocket you have provided me in your various sessions.
Monir Hossain Sojol
Importer
"IMPORT EXPORT BD আমার আন্তর্জাতিক ব্যাবসার শক্তিশালী থিওরী ও প্রাকটিস এর ভিত্তি রচনা করেছে ।যার মাধ্যমে আমি এখন ভালো পজিশনে আসতে পেরেছি ।ক্লাস রুম ট্রেনিং,ডকুমেন্ট প্র্যাক্টিস ও দুটি পোর্ট ভিজিটের সুযোগের মাধ্যমে আমি প্রতিটি বিষয়ে জানার মাধ্যমে এ সেক্টরে সঠিক ভাবে জানতে পেরেছি ।"
Mainul Islam amit
Junior Exeutive,RPM
IMPORT EXPORT BD international business course was very well structured and articulated. The course material gave me a good understanding and depth knowledge of Export Import Business. This certification helped me to develop my career as Export Executive at BRB Cables industries Ltd.
Quazi M.Ahmed
Sourcing ,Raw material
"At Import Export BD International Business course was very well structured and clearly explained. Thanks to the material of this course, I was able to understand and gain in-depth knowledge about the import-export business, Trading and supply chain system. This certification helped me pursue a career as an Export Executive at Mohammedi group."
Parvez Alam
Comm. Manager,MG
"আমি IMPORT EXPORT BD থেকেই ইন্ডেন্টিং এবং ইন্টারন্যাশনাল এজেন্সী বিজনেস এর বিষয়ে দুই মাস ব্যাপী ট্রেনিং নিয়েছি ।প্রথমে মানি করেছিলাম কেমন ট্রেনিং হবে ।কিন্তু একটি ক্লাস করার পর আমার ধারণাই বদলে গেলো।ইন্ডেন্টিং ব্যবসা সম্পর্কে আমার আগে হালকা ধারণা ছিল ।কিন্তু ট্রেনিং টি করার পর আমি খুবই মোটিভেটেড হই এবং আমার ব্যবসা শুরু করি।শুরুতেই কঠিন মনে হলেও মেন্টরের সাপোর্ট ও পরামর্শে অনেক দূর এগিয়ে গেছি ।ধন্যবাদ IMPORT EXPORT BD টীম কে ।"
Rahman Mustafiz
indenor
"আমার জন্য স্থানীয় গার্মেন্টস উৎপাদনকারী হতে বিদেশে গার্মেন্টস পণ্য রপ্তানী করা ছিল প্রায় অসম্ভব যথক্ষন না প্রযন্ত আমি ইমপোর্ট এক্সপোর্ট বিডি র প্রাকটিক্যাল এক্সপোর্ট ও বায়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামে জয়েন করি।এ প্রোগ্রামের মাধ্যমে বায়ারের সাথে যোগাযোগ,বায়ার খোঁজা ,এলসি,শিপমেন্ট সম্পর্কে,শিপমেন্ট বুকিং ও ব্যাংকের সাথে লেনদেন যাবতীয় ব্যবসায়িক বিষয় হাতে নাতে জানতে পেরেছি ।শুধু তাই নয় ,ট্রেনিং শেষে পোর্ট ভিজিট করে রপ্তানী ব্যাবসায় গুরুত্বপূণ বিষয় রপ্ত করেছি ।"
Samsul Alam
Exporte
"আমি সত্যিকার অর্থে আমার বড় ভাইয়ের পরামর্শে IMPORT EXPORT BD তে ভর্তি হই এ জন্য প্রতিষ্ঠানের সাথে সাথে আমার ভাইকে ধন্যবাদ দেই ।আজকে আমি আমার বড় ভাই মিলে সফল ভাবে চায়না ইন্ডিয়া থেকে পণ্য ইম্পোর্ট করে হোল সেলে পণ্য বিক্রয় করছি এবং আমাদের ব্যবসা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে ।এ প্রাকটিক্যাল কোর্স টি না করলে আজ আমরা এতদূর আসতেই পারতাম না ।এই ট্রেইনিং টি করার ফলে ব্যাবসায়ের মূল কৌশল ও পরিকল্পনা গুলো হাতে হাতে জানতে পেরেছি ।তেমনি শিপিং কস্ট,এলসি,ব্যাংকিং,কস্টিং ও পোর্ট হ্যান্ডেলিং সম্পর্কে হাতে নাতে জানতে পেরেছি ।।ফলে ব্যাবসার শুরু থেকেই আমাদের কোনো সিস্টেম লস তো হয়নি।উক্ত ট্রেনিং এ প্রদত্ত পরিকল্পনা ও প্ল্যানিং ও ব্রেক-ইভেন এনালাইসিস করে ব্যবসাকে নতুন লেভেল পরিচালনা করতে সক্ষম হয়েছি ।ধন্যবাদ IMPORT EXPORT BD কে."
Mursalin dipu
Entreprenur
"আমি একজন নতুন ইন্ডেন্টর এবং আরো অধিকতর অভিজ্ঞতার অর্জনের জন্য ইন্ডেন্টিং ও ইন্টারন্যাশনাল এজেন্সী বিজনেস এর প্রোগ্রাম টি তে অংশগ্রহণ করি ।আমি ধন্যবাদ জানাই মেন্টর আরসালান স্যার কে এবং তাদের পুরো ম্যানেজমেন্ট টীমকে। তারা এ ট্রেনিং টি প্রদান করে অসাধারণ কাজ করছেন বিশেষ করে ইমপোর্টার এক্সপোর্টার,গার্মেন্টস,বায়িং হাউস সিএন্ডএফ (C&F) এবং ইন্ডেন্টর ব্যাবসায়ীদের জন্য। IMPORT EXPORT BD কে একটি বিগ স্যালুট জানাই ।"
Michel Chakma
Business man,im
"Just doing hard work does not make you successful; you also need to work smartly and also need solid plan idea and practical experience I am lucky enough that from Import Export I got all practical skill confidence from IMPORT EXPORT BD.I am Now proud Indentor and international Business Entrepreneur that I never Imagine .Their mentorship support Help me lot .Thank you IMPORT EXPORT BD for your support."
Jafor Sadik
Enrepreneur
"Someone truly said that along with hard work and determination, one needs proper guidance and direction to succeed. I have dreamed to start my export business that I got 360 degree experience from Import Export BD. Especially I would like to thank Hasan Arsalan sir and the entire team for helping me realizes my potential of international Business and export Management."
Kazi Ersad
Businessman
"IMPORT EXPORT BD টীম কে আমি ধন্যবাদ জানাই ।তাদের এক্সপোর্ট মার্কেটিং ও বায়িং হাউস বিজনেস ট্রেইনিং টি আমার আন্তর্জাতিক বিজনেস ক্যারিয়ারকে সম্পূর্ণ নতুন দিকে নিয়েছে ।এ ট্রেনিং টি করার পর বর্তমানে একটি বায়িং হাউসের সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছি ।আমার ভবিষৎ প্ল্যান আছে, আমি নিজেই একটি বায়িং হাউস খুলবো ।এর এ ট্রেনিং টি ছাড়া তা কল্পনা করতেও পারতাম না ।আমি IMPORT EXPORT BDর উত্তরোত্তর সফলতা কামনা করি "
Azizur Rahman
Students
"If you are serious about export marketing and international business management, IMPORT EXPORT BD’s is the perfect solution. This institution has helped me a lot in gaining skill and starting my export business. I am very happy with the training outcome."
joyonto Mondol
Exporter
"IMPORT EXPORT BD থেকে মূলত আমি সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট কোর্স টি সম্পর্ণ করি ।এ কোর্স টি এতো সুন্দর ও ধাপে ধাপে সাজানো যে,আমি কোর্স টি করার পর এ বিষয়ে আমার অভিজ্ঞতা এতো সুস্পষ্ট হয় যে আমি সাপ্লাই চেইন পোস্টে চাকরির জন্য আবেদন করি ।আর্চায্যজনক ভাবে ইন্টারভিউ তে যে প্রশ্ন গুলো করে সব গুলো আমি উত্তর দিতে সক্ষম হই এবং আমার চাকরি কন্ফার্ম হয় ।বর্তমানে আমি ওই লজিস্টিকস প্রতিষ্টানদের গুলশান অফিসে কর্মরত আছি ।ধন্যবাদ IMPORT EXPORT BD কে
hi
kamal Shahid
Executive ,logistics
IMPORT EXPORT BD’s training and mentoring process was very detail yet simple. They saved my countless money and the final outcome exceeded my expectations. Thank for their port visit program and gave me very practical idea and solution. Now I am doing my professional job a reputed company Thank you very much for all the support that you have given us.
Shamim Chowd
Entrepreneur
"IMPORT EXPORT BD র ট্রেইনিং ক্লাসে ,কিভাবে আন্তর্জাতিক ব্যবসা ও মার্কেট ফেস করতে হয় তা জানতে পেরেছি ।একজন কমার্সিয়াল এক্সিকিউটিভ হিসেবে কিভাবে দক্ষতার সাথে ব্যাবসায়িক কাজ গুলো করা যায় তা জানতে পেরেছি ।যেমন চুক্তি,শিপিং,নতুন নতুন ব্যাবসায়িক বিষয় নিয়ে কাজের পক্রিয়া । Thank IMPORT EXPORT BD আমি সবাইকে বলবো ট্রেনিং টি একটি ক্লাস করলেই জানবেন কোথায় আপনি যেতে পারবেন ।."
Amir Uddin
Entreprneur
"IMPORT EXPORT BD’s itself is a very comprehensive management system and thus has helped me in gaining import business skill and knowledge in a comprehensive way. IMPORT EXPORT BD’s practical programme has helped me do business with reduced errors and improved efficiency."
Saiful Islam
Imporer
"After attending IMPORT EXPORT BD’s classes, I have a much better understanding of how to approach exporting, what needs to be considered and what resources are available for help. Trainer presented the material in a very interesting way that really helped to keep your attention intact."
Asikur Rahman
Businessman
"ধন্যবাদ IMPORT EXPORT BD কে ।আমি একটি ব্যবসা স্থাপনের জন্য ট্রেইনিং থেকে শুরু করে যাবতীয় মেন্টরিং ও লাইসেন্স সাপোর্ট আপনাদের প্রতিষ্ঠান থেকে পেয়েছি ।আমি প্রশিক্ষণের জন্য যে ফি পরিশোধ করেছি,বেনিফিটের তুলনায় তা খবই নগন্য এবং জীবন কে নতুন কনফিডেন্স এনে দিয়েছে ।আমি এখন চাকরি করেছি একটি গার্মেন্টস এর কমার্সিয়াল ডিপার্টমেন্ট যা আমি পুরোটাই শিখেছি IMPORT EXPORT BD থেকে ।"
Mozzamel khan
Comm.Execuive
"IMPORT EXPORT BD’s gives a great opportunity for students to broaden their knowledge beyond their field of studies within an international business environment. Due to its mega knowledge of cultures it makes the place interesting, exciting and vibrant for international Business."
Mahmud Rony
Entrepeneur
"IMPORT EXPORT BD একটি ব্যবসার বেস্ট প্লাটফর্ম ।এর মাধ্যমে যারা আন্তর্জাতিক ব্যবসা করতে চায় বিশেষতঃ এশিয়া ইউরোপ ও মিডল ইস্ট এর সাথে ব্যাবসার সম্পর্ক সম্প্রসারণ ও পরিধি ববৃদ্ধি করতে চান তাদের জন্য একদম সিক্রেট পথ ।এখন থেকে আন্তর্জাতিক আমদানি ও রপ্তানী সংক্রান্ত ব্যবসার পলিসি ও কৌশল যা শিখবেন তা কোথাও পাবেন না ।একদম জেনুইন ও রিয়েল জ্ঞান ।সত্যি আমি অভিভূত তাদের এ ডেডিকেশন ও ট্রেইনিং দক্ষতা নিয়ে ।"
Zakir Hossain
Execuive,Sourcing
"I really enjoyed the program. As a mature student it was difficult at times to balance the workload but I really liked the variety of practical projects that we covered. I learned so much over the program period, from basics of export-import trade to researching efficiently and running your own business successfully. It has definitely prepared me for taking the next step."
Atkul Bari Khan
Business
"IMPORT EXPORT BD’টীম কে ধন্যবাদ ।এই প্রতিষ্ঠান আমার দক্ষতাকে নিয়েছে নতুন উচ্চতায় এবং আমার আন্তর্জাতিক ব্যাবসার দক্ষতা কে নিয়েছে এক অসাধারণ পর্যায়ে । আমার পরিবারের ব্যাবসায়ের দায়িত্ব আমার এখন নিজের হাতে ।এই প্রতিষ্ঠানের দিন দিন সফলতা কামনা করি ।"
Julshas akram
SME Entrepreneur
"It was a fun and competitive learning environment and I am pleased that IMPORT EXPORT BD’s had the opportunity to offer this class to international business dreamers."
Md.Aman ullah
Businessman
"IMPORT EXPORT BD র ট্রেইনিং এ অংশ গ্রহণ করা ছিল আমার একটি ভালো সিদ্ধান্ত ।এখানে মেন্টর ছিলেন আন্তর্জাতিক ব্যবসা ও ইন্ডেন্টিং প্রফেশন ও এক্সপোর্ট সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা। প্রজেন্টেশন ও পোর্ট ভিজিট আমাকে নিয়ে গেছে একটি নতুন উচ্চতায় ।তাই যারা আন্তর্জাতিক ব্যবসা তথা আমদানি রপ্তানি ব্যাবসার সিস্টেম বিষয়ে জানতে চান তাদের বলবো এখানে ট্রেনিং করলে আপনাকে আর এ বিষয়ে পেছনে তাকাতে হবে না ।"
Chowdury Helal
Indentor for chemical
"Fabulous and rewarding is how I would describe my past two Months at IMPORT EXPORT BD’! Their strong knowledge programs, readily accessible faculty, and a variety of student resources create an excellent learning environment for me to gain practical skills and most importantly, confidence in the workplace! Thank you, IMPORT EXPORT BD’s team and Practical instructors for providing this opportunity and preparing me for success."
Julkar Naim
Senior Manager
"কিভাবে যে আমার অভিজ্ঞতা শেয়ার করবো ।আমি মূলত একটি গার্মেন্টস এক্সপোর্ট কোম্পানীর এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি এবং একাজের জন্য অনেক ধরণের টেকনিক্যাল ইস্যু নিয়ে কাজ করতে হয়।ট্রেনিং টি করার পর আমি এখন নিজেই সব কাজ করতে পারছি এবং ভালো বেতনে আরেকটি কোম্পানিতে সুইচ করার প্ল্যান আছে ।ধন্যবাদ IMPORT EXPORT BD কে"
Anik Chondro
Sr Executive Pacific
"It was a good experience to be a part of IMPORT EXPORT BD’s. Here faculties have vast knowledge of Import & Export, they have cleared our doubts immediately, and especially they have covered the topics related policies and how they can help in developing global business, which is must for Fresher. Even after completion of course, the Institution is helping me in solving the real world business problem."
AHMED ZAMAN
Business
"IMPORT EXPORT BD’ থেকেই আমি মূলত supply Chain and Logistics management সম্পর্কে ট্রেনিং নিয়েছি ।আমি আমার চাকরিতে যে এচিভমেন্ট অর্জন করেছি তা মূলত IMPORT EXPORT BD দক্ষ ট্রেইনিং ম্যানেজমেন্ট এর কারণে ।ধন্যবাদ IMPORT EXPORT BD কে ।"
NAHID HASAN
Manager Export
"Training at IMPORT EXPORT BD’ has been one of the best decisions I have made. It has been unforgettable. I am growing up as an individual as well as learning to interact and talk to people from different backgrounds. I enjoy the caring and friendly environment, great facilities, and the variety of services offered. The standards are very high, which always makes me feel well supported."
Utpoal Das
Import Export
"ছোটবেলা হতেই আমার উদ্যোক্তা হবার স্বপ্ন ছিলো ।কিন্তু তা যে এত সহজেই সঠিক পথ ও গাইড পাবো কল্পনাতেও ভাবিনি। আমি Import Export BD থেকে ট্রেনিং নিয়ে প্রথমেই Bashundhara Paper এ এক্সপোর্ট ডিভিশনে কাজ করি ।ইতিমধ্যেই আমার প্রায় ৮/১০ টি দেশে রেগুলার বায়ার সৃষ্টি হয়েছে ।Import Export BD.Great learning Experience, Totally Practical Exposure!!!! Excellent team!!! অবিরাম ধণ্যবাদ"
BURHAN UDDIN
Trading Inc
"IMPORT EXPORT BD র পুরো ট্রেইনিং টি প্রফেশনাল এক্সপার্ট দিয়ে পরিচালিত হয় ফলে এর অভিজ্ঞতা শেয়ারিং,তথ্য বিনিময় সব সময় সঠিক ও রিয়েল টাইম ভিত্তিক।যে কেউ ইমপোর্ট এক্সপোর্ট ,সাপ্লাই চেইন অথবা ইন্ডেন্টিং এ ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য IMPORT EXPORT BD বেস্ট ক্যারিয়ার ট্রেইনিং ইনস্টিটিউট ।যেকোন আগ্রহী উদ্যোক্তাকে এ লাইনে স্বাগতম ।"
Mr.Ilias hasan
Businessman
"My experience at IMPORT EXPORT BD has been unforgettable from the start! The hands-on nature of the programs makes learning very accessible. It’s a friendly atmosphere on campus and everyone has welcomed me with open arms. I’ve felt at home at IMPORT EXPORT BD from the start and I’m happy I made the decision to come. As an athlete."
Tamin Hossain
Entrepreneur
"IMPORT EXPORT BD is a great institution. স্টাফ এবং ট্রেইনিং স্টাফ ও মেন্টর গণ অসাধারণ এবং শিখানোর পরিবেশ অনেক সুন্দর ।সেখানে আমি আমার জীবনের সেখার সবচেয়ে সুন্দর সময় অতিবাহিত করেছি যা আমার জীবন ও ক্যারিয়ার কে এনে দিয়েছে গতিময়তা ও নতুন পথ ।"
Talha Mahmud
Manager,PG group
"I like the friendly atmosphere here and the fact the teachers are really close to the students. We are very supported in our studies. Some of the teachers are really kind and their way of teaching is really interesting. They are also very motivational. We are enthused by the classes. My grades have gone up a lot as the classes are smaller here, so the teacher has more time to focus on each student."
Wahid Amin
Entrepreneur
"The knowledge and skills I have gained at Import Export BD will empower me to help others when I return to my country. I am very excited by what I can do and I have many ideas that I want to implement which will be useful to my country"
Alamin Howlader
Epylian Group
"যে অভিজ্ঞতা ও জ্ঞান আমি Import Export BD র মাধ্যমে পেয়েছি যা দিয়ে আমার বর্তমানের আমদানি ব্যাবসার পরিচালনা করছি ।আমি এখন প্রতি মাসেই ১ কনটেইনার করে ভিয়েতনাম থেকে মসলা আমদানি করে পাইকারী ব্যবসা পরিচালনা করছি ।ধন্যবাদ Import Export BD যার কারণেই আমি এ ব্যাবসায় সফলতার পথ পেয়েছি ।"
Qadir Khan
owner,brand shop
"IMPORT EXPORT BD তে দুই মাস ব্যাপী ট্রেইনিং টি তে অংশগ্রহণ ছিলো আমাদের ক্যারিয়ারের মোড় পরিবর্তনের একটি শ্রেষ্ট সিদ্ধান্ত ।আমার MBA শেষ করে এই ট্রেনিং সম্পর্ণ করেই আমি লাখ টাকার উপর একটি মাল্টি ন্যাশনাল শিপিং কোম্পানিতে একটি ইন্টার্নভিউ দিয়েই জয়েন করি ।এর পর আমাকে আর পিছনে তাকাতে হয় নি ।ধন্যবাদ"
udthpol day
Executive ,Pran
"Glad to join IMPORT EXPORT BD Faculties are very helpful and cooperative, they have guided me during my entire journey and because of their efforts I have successfully started my Export Business journey and started my export enterprise."
wahab abdullah
Exporter & Trader
"Export Import Management Program is a great way to learn thoroughly about IMPORT EXPORT BD sector and get both practical experience and learn some of the theory too. It helped me realize that there are so many possibilities out there in the industry to fit my interests and skills. Join IMPORT EXPORT BD and open doors to great opportunities in job field."
kaniz Fatema
Banker
"এক্সপোর্ট ইমপোর্ট ম্যানেজমেন্ট প্রোগ্রামটির মাধ্যমে ইমপোর্ট এক্সপোর্ট ব্যবসা সম্পর্কে ব্যাপক বিষয়ে জানতে পেরেছি ।IMPORT EXPORT BD বিশ্ব বাণিজ্যের যে ব্যাপক সুযোগ রয়েছে তা আমাদের কে হাত ধরে দেখিয়ে দিয়েছে ।IMPORT EXPORT BD ব্যাপক ভাবে ইমপোর্ট বিজনেস ,এক্সপোর্ট বিজনেস, সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট বিষয়ে জানার সুযোগ করে দিয়েছে ।"
Kawsar bdullah
Manager,Paper fly
"I walked away with great wealth of knowledge, and I am highly grateful to have had the opportunity to attend IMPORT EXPORT BD lectures."
Shahriar
Entrepreneur
"IMPORT EXPORT BD যে ধরণের ব্যাবসার গাইড ও আন্তর্জাতিক ব্যবসার পূর্ণ নেটওয়ার্ক পেয়েছি তা অন্যভাবে আমি পেতাম কিনা জানি না ।এ প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নিয়ে আমি এখন একটি বড় কর্পোরেট ফার্মে কমার্সিয়াল ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ পোস্টে জব করছি ।"
Saiful zakaria
Sr.Executive,logistics
"IMPORT EXPORT BD is very nice business platform and large- scale business coaching class with good communication/ sessions by expert coach/s. I would like to say, after attending the sessions; my mind has great opportunity ideas for export business."
Rita Fariya
Executive
"I would say that IMPORT EXPORT BD people are very professional and their knowledge is incredible, they also solve problems very fast, I am highly impressed. Feel lucky for myself for choosing IMPORT EXPORT BD for learning export/ import."
Rasheed
"IMPORT EXPORT BD presents a very reliable and informative system of information and feedback on potential business ideas. It is very good opportunity for small businessperson like us who wishes to start export/ import business. Therefore, I am grateful for the services you rendered."
Imran K Chowdhury
import Export Trader
"IMPORT EXPORT BD খুবই একটি বাস্তব সম্মত প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট যেটা যেকোন উদ্যোক্তাকে ট্রেইনিং ও বিজনেস এডভাইস দিয়ে থাকে ।ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য খুবই উপযোগী এ ট্রেইনিং প্রোগ্রামটি।ট্রেইনিং টির মাধ্যমে আমি যে ভাবে উপকৃত হয়েছি তা অসাধারণ।"
Raihan
"IMPORT EXPORT BD is a great learning opportunity place for someone who knows nothing about exports/ imports and even for the person who already knows it all. I have never had so much fun taking a class on imports/exports and would take it again if the opportunity presented itself."
abid Hasan
"প্রায় ২ বছর ধরে চেষ্টা করছিলাম বিদেশে কিভাবে বায়ার সৃষ্টি করে রপ্তানী করতে হয় ,কিন্তু কিভাবে শুরু ও সফল হতে হয় তা পারিনি ।পরে গুগুল থাকে Import Export BD খুঁজে পাই ।এর পর আর পিছনে তাকাতে হয় নি ।রেগুলার সবজি ও গার্মেন্টস পণ্য মধ্যে প্রাচ্যে রপ্তানি করছি ।ধন্যবাদ ইমপোর্ট এক্সপোর্ট বিডি কে."
Samshul amin
"IMPORT EXPORT BD is a great learning opportunity place for someone who knows nothing about exports/ imports and even for the person who already knows it all. I have never had so much fun taking a class on imports/exports and would take it again if the opportunity presented itself."
Shariar arefin
"I liked the quality of training delivered by professional industry practitioners. The program at IMPORT EXPORT BD is so creative and we always got chance to implement it practically. I have become very interested and keen in starting my own export-import business. I would honestly recommend this training center to anyone with an interest in export-import."
Shamim Reza
Executive
"আমি মূলত আমেরিকা তে থাকি ।প্রয়াত বাংলাদেশে আসি নানা কাজের প্রয়োজনে।আমেরিকাতে আমদানি ও রপ্তানি ব্যাবসার বিপুল সুযোগ রয়েছে ।কিন্তু সঠিক জ্ঞান ও অভিজ্ঞতার অভাবের কারণে এ সেক্টরে প্ল্যান থাকলেও কাজ করতে পারি না।তাই এই ইমপোর্ট এক্সপোর্ট ব্যাবসার বিষয় সম্পর্কে বিস্তারিত জানতেই আমার ও প্রোগ্রামে ভর্তি ।খুবই অসাধারণ ও প্রাকটিক্যাল প্রোগ্রাম খুবই ভালো লেগেছে ।আমি বিশ্বাস করি এ খান থেকে যে অভিজ্ঞতার ভিত্তি পেলাম তা দিয়ে ভালো ভাবে একটি ব্যাবসার প্লাটফর্ম গড়তে পারবো ।thanks IMPORT EXPORT BD'
Joydeb mondol
HR and Export
"আমি ধন্যবাদ দিয়ে IMPORT EXPORT BD. টীম ও তাদের মেন্টর দের কে ছোট করতে চাই না ।তাদের প্রফেশনাল ট্রেইনিং কোর্স কনটেন্ট এবং বিপুল অভিজ্ঞতা একটি নতুন ডাইমেনশন এনে দিয়েছে যার ফলে সব কিছু প্রাণবন্ত ও খাঁটি মানি হয়েছে ।"
Mahmud khan
"After taking classes of import- export from IMPORT EXPORT BD, I have observed that it was not a commercially motivated training center. Their commitment towards their students is what fascinated me the most. A big big THANK YOU to IMPORT EXPORT BD import – export coaching center."
Dilshad amin
Trading export
"IMPORT EXPORT BD আমার আন্তর্জাতিক ব্যাবসার শক্তিশালী থিওরী ও প্রাকটিস এর ভিত্তি রচনা করেছে ।যার মাধ্যমে আমি এখন ভালো পজিশনে আসতে পেরেছি ।ক্লাস রুম ট্রেনিং,ডকুমেন্ট প্র্যাক্টিস ও দুটি পোর্ট ভিজিটের সুযোগের মাধ্যমে আমি প্রতিটি বিষয়ে জানার মাধ্যমে এ সেক্টরে সঠিক ভাবে জানতে পেরেছি ।"
Ruhul siddik
Businessman
It has been amazing experience learning at IMPORT EXPORT BD import- export training class. The faculty has been motivating throughout by bringing the best in me.
hemonto bishah
IMPORT EXPORT BD র মাধ্যমে গত দুই মাস ধরে আমি ট্রেইনিংয়ের মাধ্যমে প্রোগ্রামটি করে যাচ্ছি ।একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আমি আমদানি ও রপ্তানীর যাবতীয় বিষয় হাতে নাতে শিখতে পেরেছি ।আগে আমি রিটেইল করতাম ।এখন সরাসরি চায়না হতে পণ্য আমদানি করে সফল ভাবে ব্যবসা করে যাচ্ছি।এবং দিন দিন আমার কনফিডেন্স ও দক্ষতা বৃদ্ধি হচ্ছে ।ধন্যবাদ IMPORT EXPORT BD
Imran hakim
import export
The best part of this coaching class is that you walk away with a guide to get you through the export process and having the knowledge to use it. IMPORT EXPORT BD explains the topics in a comprehensive manner and this shows the vast knowledge the trainers have. Truly thankful to the entire team. By the end of the sessions, I not only understood the process and terminology of importing and exporting, I actually felt prepared to create a plan to take a product international. Real- time knowledge provides us with critical insights into our business, which allows us to do exports easily and faster resulting into being dynamic and competitive in the market front.
Hadiul Bari
"আমি বলবো যে ,IMPORT EXPORT BD সকল টীম খুবই প্রফেশনাল এবং তাদের বাস্তব দক্ষতা ও অভিজ্ঞতা অসাধারন ,তারা প্রথমে সবার প্রব্লেম গুলো সমাধান করে দিয়ে থাকেন যার কারণে আমি খুব ইমপ্রেস ,আমি IMPORT EXPORT BD কে আন্তর্জাতিক এই কোর্স ভর্তি হয়ে শিখতে পাড়াকে খুব এনজয় করেছি ।"
julhas amin
"IMPORT EXPORT BD খুবই একটি বাস্তব সম্মত প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট যেটা যেকোন উদ্যোক্তাকে ট্রেইনিং ও বিজনেস এডভাইস দিয়ে থাকে ।ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য খুবই উপযোগী এ ট্রেইনিং প্রোগ্রামটি।ট্রেইনিং টির মাধ্যমে আমি যে ভাবে উপকৃত হয়েছি তা অসাধারণ।"
Dilara dowla
Business
আমি IMPORT EXPORT BD বিষয়ে বিপুল ভাবে উপকৃত হয়েছি বিশেষ ভাবে আন্তর্জাতিক ব্যাংকিং এলসি,শিপিং ও আন্তর্জাতিক ব্যবসা সম্পর্কে গভীর ভাবে জানতে পেরেছি ।যা আমাকে এ ব্যাবসায়ে সফলতার পথ দিয়েছে ।
Gowrob mondol
manager,comm
আমি একটি টেক্সটাইল ভার্সিটি থেকে গ্রাজুয়েট করার পর একটি ফ্যাক্টরিতে এক্সিকিউটিভ হিসেবে জয়েন করি। কিন্ত কিভাবে একটি অর্ডার শুরু থেকে কস্টিং শিপিং ডকুমেন্টেশন ও অনান্য কাজে দায়িত্ব দেবার পর ও কোনো কাজের ভালোভাবে পারতাম যান এবং উপরের ম্যানেজার দের ভৎসনা শুনতাম । google এর একটি বিজ্ঞাপন দেখে ভর্তি হয়ে যাই IMPORT EXPORT BD তে এর পর আমাকে এ গার্মেন্টস মার্চেন্ডাইজিং ক্যারিয়ারে আর পেছনে তাকাতে হয় নি ।আমি এখন মন্ডল গার্মেন্টে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত আছি ।IMPORT EXPORT BD কে আবার ধন্যবাদ
Aia Hasan
Enrepreneur
IMPORT EXPORT BD তে আন্তর্জাতিক ব্যবসা ও ইমপোর্ট এক্সপোর্ট শিপিং ব্যাংকিং সম্পর্কে রয়েছে বিশদ ও বিস্তারিত ধারণা ।এখান থেকে ট্রেনিং নিয়ে আপনি আন্তর্জাতিক ব্যাবসায়ের কলা কৌশল ও স্ট্রাটেজি প্ল্যানিং সম্পর্কে পূর্ণ ধারণা হয় যে অভিজ্ঞতা দিয়ে সহজেই যেকোন ব্যবসা ও ক্যারিয়ার গড়া সম্ভব হয় ।IMPORT EXPORT BD র সকল ফ্যাকাল্টি কে ধন্যবাদ
Gias uddin kalam
manager,City Group
"The course has been very detailed on Import Export and Shipping. It gives a good understanding of the process used in this industry and helps you master each module as per your role in your profession. I'm glad I invested my time and money on IMPORT EXPORT BD and specially thank the faculty for their inputs, explanations and practical orientation of my course. Today I find myself focused and getting successful in my career."
Tanbir
"I must say that Export Import Program at IMPORT EXPORT BD is the career advancement program. I met the faculties from various fields and learned great concepts of doing International Business. The support staff and faculties are very passionate and prompt to help us in any manner to clear our doubts. I would like to acknowledge my thanks to all IMPORT EXPORT BD Team members for their continuous support."
Mujahidul
সঠিক গাইড,অসাধারণ জ্ঞান এবং অভিজ্ঞতায় IMPORT EXPORT BD গঠিত যেখান থেকে আমরা আন্তর্জাতিক ব্যাবসার নিয়ম নীতি ও কলাকৌশল ও ব্যবসা করার নতুন নতুন আইডিয়াগুলো জানত পারি ।সত্যি যারা আন্তর্জাতিক ব্যবসার ক্যারিয়ার ও নিজের ব্যাবসার জন্য ভাবছেন তাদের জন্য IMPORT EXPORT BD সেরা দের সেরা ।আপনি দ্বিধা হীন ভাবে ট্রেনিং নিয়ে নিজের ব্যবসা ও ক্যারিয়ার কে এগিয়ে নিতে পারেন ।
Faysal Khan
দুই বছর ধরে চায়না ভিয়েতনাম হতে পণ্য ইমপোর্ট করতে চাইতাম ,কিন্তু কোথায় থেকে শুরু করবে এবং কার সাথে যোগাযোগ,শিপমেন্ট,পণ্য খালাস করবো কিছুই জানতাম না ।এ প্রতিষ্ঠান চোখ খুলে দিয়েছে ।
Merajul isa
দুই বছর ধরে চায়না ভিয়েতনাম হতে পণ্য ইমপোর্ট করতে চাইতাম ,কিন্তু কোথায় থেকে শুরু করবে এবং কার সাথে যোগাযোগ,শিপমেন্ট,পণ্য খালাস করবো কিছুই জানতাম না ।এ প্রতিষ্ঠান চোখ খুলে দিয়েছে ।
Hena khan
আমি আগে একটি গার্মেন্টস কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছি ।বেশি বেতনের আশায় নতুন কোম্পানিতে চাকরির জন্য বর্তমান চাকরিটি ছাড়ি ।ভাগ্য ক্রমে গুগলের মাধ্যমে IMPORT EXPORT BD একটি বিজ্ঞাপন দেখি এবং ভর্তি হয় ।কারণ আমার পেশার সাথে কোর্সটির সিলেবাসের অনেক মিল পাই ।বিশেষত ওভেন ও নীট গার্মেন্টস কস্টিং ও প্রোডাকশন সিস্টেম এর বিষয়ে ।এর কোর্স টি করে আমি গার্মেন্টস বিজনেস ও এর এক্সপোর্ট ব্যাবসার যাবতীয় সিস্টেম হাতে নাতে জানতে পারি ।বর্তমানে আমি আগের চেয়ে দিন গুন্ ভেতরে বিদেশী বায়িং হাউসে জব করছি ।IMPORT EXPORT BD কে অশেষ ধন্যবাদ
Rubayet Khan
Merchandiser
আমি খুব আন্তরিকতার সাথে আমাদের প্রোগ্রামের মেন্টর দের কে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে ,আমি আমার পরিবারের মধ্যেই প্রথম উদ্যোক্তা । যা শুরু করার জন্য IMPORT EXPORT BD থেকে যে পরিমান সহায়তা ও গাইড পেয়েছি যে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় । এটি আমার জন্য ছিল বিশাল অভিজ্ঞতা ও প্রাথনা ।আমি বর্তমানে বেবি ও কিডস আইটেম রপ্তানি করছি এবং বর্তমানে যে দেশে রপ্তানি করছি London, UK
afnan khan
আমার রপ্তানী ব্যাবসার জন্য মূল সফলতার কৌশলটি IMPORT EXPORT BD থেকেই পেয়েছি ।কিভাবে বিদেশী বায়ারে খুঁজে পাওয়া তাদের সাথে যোগাযোগ ,প্রাইস নেগোশিয়েশন ও বিজনেস কন্ট্রাক্ট সেই সাথে একটি পণ্য কিভাবে বিদেশে রপ্তানী করতে হয় তার যাবতীয় গাইড ও মেন্টরিং সার্ভিস IMPORT EXPORT BD থেকেই জেনে আমার কাজে প্রয়োগ করতে পেরেছি । তারাই আমাদের ভবিষতের উদ্যোক্তার স্বপ্নকে জাগরণ করে দিয়েছেন ।ধন্যবাদ IMPORT EXPORT BD কে
Rahul Baonik
Ananta Group,Exe
IMPORT EXPORT BD থেকে আমি ২০২১ শে supply Chain and Logistics management বিষয়ে ট্রেইনিং গ্রহণ করি আমার অনার্স পরীক্ষার পর ।এর পর আমাকে একদিনও বসে থাকতে হয় নি ।IMPORT EXPORT BD মেন্টর স্যার এর পরামর্শে আমি চাকরির জন্য আবেদন করি এবং একটি মাল্টি ন্যাশনাল shipping কোম্পানী আমাকে job ইন্টারভিউ এর জন্য ডাকে ।এরপর আমি সেখানে জয়েন করি ।আমি এখন আমার স্বপ্নের চেয়ে ভালো চাকরি করছি । IMPORT EXPORT BD না থাকলে আমি এ স্বপ্ন কখনোই পেতাম না ।
Suvir Malakar
Commercial Manager
আমি বলবো IMPORT EXPORT BD শুধু এডুকেশন ইনস্টিটিউট নয় ,এটি এর চেয়ে অনেক বেশি কিছু ।এই প্রতিষ্ঠান প্রায় ১৩ বছর ধরে আন্তর্জাতি ব্যাবসার উপরে ট্রেইনিং প্রদান করে যাচ্ছে ।আমি এখান থেকে ইমপোর্ট এক্সপোর্ট ও আন্তর্জাতিক ব্যবসা সম্পর্কে খুব ভালোভাবে জানতে পেরেছি ।এখানে না আসলে সেভাবে জানতে পারতাম কিনা সন্দেহ ।এটি শুধু ট্রেইনিং প্রদান করে নি আমাকে এ বিষয়ে লাইফ এক্সপিরিয়েন্স এর সুযোগ প্রদান করেছে । IMPORT EXPORT BD তে জয়েন আমার জীবনে একটি বেস্ট ডিসিশন ছিলো
Kalam Khan
Merhandiser
আমি সত্যি সন্তুষ্ট যে ,এই প্রোগ্রামটি মাধ্যমে ভালো একটি দক্ষতা পেয়েছি ।যা আমার কর্পোরেট ক্যারিয়ারকে করেছি একটি জীবন মুখী সমৃদ্ধ ।আমি ট্রেইনিং প্রোগ্রামে জানার জন্য নানান ধরণের প্রশ্ন করেছি এবং আমি প্রায় সম্ভগুলোর উত্তর সুন্দর ভাবে পেয়েছি । এবং আমি লেখাপড়া শেষ করে এ ট্রেইনিং নিয়ে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে এক্সপোর্ট এক্সিকিউটিভ পদে জব করছি ।এখানে জয়েন না করলে এ স্বপ্ন আমি কখনই দেখতাম না ।
Toman khan
Seniro Executive
বিস্তারিত ইন্সট্রাকশন ও ট্রেনিংয়ের জন্য ইমপোর্ট এক্সপোর্ট বিডি কে আন্তরিক ধন্যবাদ ।আমি বাস্তবিক অর্থেই আন্তর্জাতিক ব্যবসা ও ইমপোর্ট এক্সপোর্ট সম্পর্কে প্রায় জিরো নলেজ নিয়ে শুরু করেছিলাম ।এখন আমি অনেক কনফিডেন্স ফিল করি এবং ইতিমধ্যেই একটি বায়িং হাউসের এক্সপোর্ট ম্যানেজমেন্ট এ কাজ করছি ।ধন্যবাদ Import Export BD এ বিশেষ সুযোগ দেবার জন্য
Khalal vhuya
Business

আমাদের অনুষ্ঠিত ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণকারী শিক্ষার্থী

রেগুলার প্রোগ্রাম ব্যাচ ,চায়না ভ্রমণ ও পোর্ট ভিজিট

বিগত ১১ বছরে আমাদের প্রতিষ্ঠান থেকে হাজার হাজার প্রশিক্ষণ গ্রহণ কারী সফল প্রফেশনাল ও উদ্যোক্তাদের মধ্যে কয়েকজন

গত ১১ বছরে ৬০০০ শিক্ষার্থী যারা আমাদের প্রশিক্ষণ গ্রহণ করে যারা নিজেস্ব উদ্যোগের পাশা পাশি জড়িত আছেন -ব্যাংক (BANK) কর্পোরেট ফার্ম (CORPORATE FIRM)গার্মেন্ট,বায়িং মাল্টি ন্যাশনাল কোম্পানী গুলোতে