BANGLADESH INSTITUTE OF IMPORT & EXPORT MANAGEMENT

An Autonomous Body Registered Under the People Republic of Bangladesh (Directorate General of Foreign Trade & Micro,Small & Medium Enterprises)

বাংলাদেশে- ইমপোর্ট ও সৌরসিং বিজনেসে রয়েছে বিপুল সম্ভাবনা

অল্প বিনিয়োগ ও দক্ষতাকে ব্যবহার করে যারা আমদানি ও সৌরসিং ব্যবসায়ে সফল হতে চান

ইমপোর্ট ও সৌরসিং একটি দুর্দান্ত ব্যবসায়িক সুযোগ

(প্রতি বছর প্রায় ৭০ বিলিয়ন ডলারের পণ্য বিদেশ হতে ইমপোর্ট হয়ে থাকে) এ খাতে ব্যবসা করে সফল হবার বিপুল সম্ভাবনা রয়েছে

বাংলাদেশের বাণিজ্য কেন্দ্র যেমনঃ চক বাজার(ChokBazar), মিডফোর্ড ইসলামপুর,চট্টগ্রামের খাতুনগঞ্জ সহ সাড়া দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার সফল উদ্যোক্তা আন্তর্জাতিক ট্রেডার,পাইকার দেখা যায় যাদের মধ্যে ৯০% উদ্যোক্তাই আমদানি (Import) বিজনেসের সাথে জড়িত ।একটি উন্নয়ন শীল দেশ হিসেবে বাংলাদেশ কে প্রতি মাসে বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি কোটি টাকার পণ্য China,Indonesia,Vietnam, Singapore, USA, Australia,India সহ বিশ্বের ১৮০ টি দেশের সাথে আমদানি,সৌরসিং ট্রেডিং করতে হয়।


আমদানি  ব্যবসাটি শুরু করার জন্য যে ধরনের কৌশলগত জ্ঞান,টেকনিক্যাল বিষয়,আন্তর্জাতিক যোগাযোগ,সস্তায় পণ্য সৌরসিং দক্ষতা,সাপ্লায়ারের সাথে যোগাযোগ,পোর্ট পণ্য খালাস তার হ্যান্ডলিং এবং ডকুমেন্ট সংক্রান্ত দক্ষতার প্রয়োজন যার তীব্র সংকট। ফলে দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন উদ্যোক্তার(আমদানিকারকের)  সংখ্যা একেবারেই কম।আর এ ট্রেনিংটির মাধ্যমে যেকোন উদ্যোক্তা ,গ্রাজুয়েট বা চাকরি প্রার্থী যেকেউ এ বিষয়ে অভিজ্ঞ হয়ে শুরু করতে পারেন নিজেস্ব  ইমপোর্ট ব্যবসা বা সন্মান জনক প্রফেশনাল চাকরি ।আর এ বিষয়টি  পোর্ট ভিজিট সহ বাস্তবে হাতে নাতে জানার সুযোগ করে দিচ্ছে Import Export BD

দুই(২)মাস ব্যাপী আন্তর্জাতিক বিজনেস ট্রেনিং

ইমপোর্ট বিজনেস ও সৌরসিং ম্যানেজমেন্ট

২টি পোর্ট ভিজিটের মাধ্যমে বাস্তবে জানার সুযোগ

ভর্তির রেজিস্ট্রেশন করলেই  :১০০০/=টাকা ডিসকাউন্ট

কোর্স ফী :২২৫০০/= 
> কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে 
ইমপোর্ট পোগ্রামে ভর্তি চলছে।আসন মাত্র ১২টি 
* ক্লাস টাইপঃ অফলাইন,উত্তরা,মেট্রোর নিকট
ক্লাস শুরু: শুক্রবার সকাল / বিকাল
* No. of Classes / Sessions: 08 
* Total Class Duration:25 Hours
>ফোন নম্বর :01795 200 966
                     01781 483 013

বাংলাদেশে ইমপোর্ট তথা আমদানি বাণিজ্যে ব্যবসায়ের রয়েছেসুবিশাল ক্ষেত্র অবাধ সুযোগ রয়েছে ।অথচ ব্যবসার জন্য প্রয়োজন নেই বিপুল (বড়) কোনো বিনিয়োগ।যার জন্য শুধু প্রয়োজন ব্যবসা সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রয়োজনীয় টেকনিক্যাল অন্তরর্জাতিক ব্যাবসায়ের কলা কৌশল সম্পর্কে সুস্পস্ট ধারণা ।তা ছাড়া ইমপোর্ট, সৌরসিং কমার্সিয়াল সেক্টরে বাস্তব অভিজ্ঞতা দক্ষতা থাকলে নিজেস্ব ব্যবসা,গার্মেন্টস,বায়িংহাউস, ব্যাংকিং,শিপিং ও যেকোন মাল্টিন্যাশনাল সহ  যেকোন বাবসায়িক সেক্টরে সর্বোচ্চ সফলতার সম্ভাবনা গড়ে উঠে।কর্পোরেট সেক্টরের দিকে তাকালেই তা বোঝা যায় সহজেই 

বাংলাদেশের বাণিজ্য কেন্দ্র যেমনঃ চক বাজার(ChokBazar)মিডফোর্ড(Medford),ইসলামপুর
(Islampur), চট্টগ্রামের খাতুনগঞ্জসহ সাড়া দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা হাজার সফল উদ্যোক্তা আন্তর্জাতিক ট্রেডার,পাইকার দেখা যায় যাদের মধ্যে ৯০% উদ্যোক্তাই Import বিজনেসের সাথে জড়িত ।একটি উন্নয়ন শীল দেশ হিসেবে বাংলাদেশ কে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকার পণ্য china,Indonesia,Vietnam, Singapore, USA, Australia সহ বিশ্বের১৮০ টি দেশের সাথে আমদানি, সৌরসিং ট্রেডিং করতে হয়। এছাড়া গার্মেন্টস,টেক্সটাইল,কেমিক্যাল প্লাষ্টিক সহ হাজার হাজার ফ্যাক্টরির কাঁচামালের জন্যও আমাদের কে বিদেশ থেকে আমদানি,সৌরসিং ও ট্রেডিং করতে হয় । অধিকন্তু ,বাংলাদেশে শিল্প কারখানা ও বাণিজ্য সেক্টরে  কাজের জন্য আন্তর্জাতিক ব্যবসা জানা  দক্ষ মানব সম্পদের রয়েছে  বিপুল ঘাটতি।ট্রেনিংটির মাধ্যমে অর্জিত হবে প্রফেশনাল কাজের বাস্তবমুখী অভিজ্ঞতা ।

.বাংলাদেশের ১৮ কোটি কাস্টমারের বিপুল চাহিদা মোকাবেলার জন্যআন্তর্জাতিক ব্যবসায়ের আইন তথা Import ব্যাবসায়ের পলিসি ব্যবহার করে বিশ্বের নানা দেশ থেকে পণ্য দ্রব্য আমদানি করা হয়ে থাকে সকল পণ্যের মধ্যে রয়েছে খেলনা সামগ্রী ,জামা জুতা ,কসমেটিক ,ফ্যাশন ড্রেস ,ফার্নিচার ,হোম টেক্স ,টাইলস নানা শিল্প কারখানার কাঁচামাল সহ হাজার হাজার পণ্য দ্রব্য।যার আর্থিক বাজার মূল্য প্রায় ৭০ বিলিয়ন ডলার বা লাখ হাজার কোটি টাকার উপরে।যেকোন নতুন উদ্যোক্তা /পেশাজীবি সেক্টরে দক্ষ হয়ে নিজেকে গড়ে এগিয়ে যেতে পারেন নতুন সফলতায় । 

. সেক্টরে অর্জিত নিজস্ব দক্ষতা দিয়ে,বিভিন্ন দেশ থেকে উচ্চ মুনাফায় পন্যদ্রব্য ইমপোর্ট করে একদিকে রয়েছে যেমন সফল উদ্যোক্তা হবার ইউনিক সুযোগ | আবার অন্যদিকে গার্মেন্টস,টেক্সটাইল,বায়িং হাউস,ট্রেডিং ফার্মসহ হাজার হাজার কর্পোরেট প্রতিষ্ঠানে ক্যারিয়ার গঠনের বিপুল সুযোগ চাকরির অফার  

আমদানি  ব্যবসাটি শুরু করার জন্য যে ধরনের কৌশলগত জ্ঞান,টেকনিক্যাল বিষয়,আন্তর্জাতিক যোগাযোগ,সস্তায় পণ্য সৌরসিং দক্ষতা,সাপ্লায়ারের সাথে যোগাযোগ,পোর্ট পণ্য খালাস তার হ্যান্ডলিং এবং ডকুমেন্ট সংক্রান্ত দক্ষতার প্রয়োজন যার তীব্র সংকট। ফলে দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন উদ্যোক্তার সংখ্যা একেবারেই কম।আর ট্রেনিংটির মাধ্যমে যেকোন গ্রাজুয়েট গার্মেন্টস,বায়িং হাউস, ব্যাংক,ইমপোর্টএক্সপোর্ট,শিপিং, সেই সাথে শত শত কর্পোরেট ফার্ম গুলোতে গড়তে পারবেন ক্যারিয়ার  

আর এ কোর্সটির শেষে বন্দরে গিয়ে  হাতে কলমে ইম্পোর্ট সৌরসিং ও ট্রেডিং বিষয়ে বিস্তারিত জানতে পারবেন, সেইসাথে পোর্ট সংক্রান্ত জটিলতা,সিএন্ডঅফ(C&F)
কাস্টম সংক্রান্ত যাবতীয় বিষয় হাতে নাতে জানার সুযোগ হবে।বাংলাদেশে বাস্তব প্রফেশনাল ট্রেনিং এই প্রথম ।

যাদের জন্য ট্রেনিং টি প্রযোজ্যঃ

আন্তর্জাতিক ভাবে ইমপোর্ট এক্সপোর্ট ব্যবসায় চাকরিতে আগ্রহী ব্যাক্তি।যারা(চায়না,ইন্ডিয়া,কোরিয়াসহ ) বিশ্বের ১৮০ টি দেশের সাথে আন্তর্জাতিক ব্যাবসার নেটওয়ার্ক দক্ষতা গড়তে চান 

 যারা নিজেই বিশ্বব্যাপী ইমপোর্ট এক্সপোর্ট ব্যবসা করতে চান

 ফ্যাক্টরী,বায়িং হাউস গার্মেন্টসে কমার্সিয়ালে ক্যারিয়ারে আগ্রহী

 ব্যাংকিং,শিপিং ,এলসি (L/C)সম্পর্কিত কাজ করতে চান

 সম্ভাবনাময় আমদানি ট্রেডিং ব্যাবসার কাজ করতে চান 

প্রফেশনাল এক্সিকিউটিভ,কমার্শিয়াল ম্যানেজার ব্যাংকিং কার্যক্রমের সাথে জড়িত যারা।

এছাড়াও যারা শিখতে পারবেনঃ

  • Importers, Exporters, Bankers, Shipping Agents, and
  • An official involved in Export, Import, Indenting
  • Who are willing to learn Practical Indenting
  • Persons dealing with Master L/C
  • A person engaged in Back to Back L/C(B2B)
  • who are interested in Multinational Company
  • CNF এজেন্ট,Freight forwarding ও shipping পেশায়জড়িত

প্রশিক্ষক

Abu Hasan

BBA (Dhaka University), MBA (Dhaka University),
Project Management (China),
Ten (10) years of working experience import, Export, Shipping, Logistics, Sourcing Line.

লেখক –

১.প্র্যাক্টিকাল ইন্ডেন্টিং বিজনেস ম্যানুয়াল

২.প্রাকটিক্যাল ইন্ডেন্টিং ডকুমেন্টেশন ও L /C প্রসেস

৩.প্রাকটিক্যাল গাইডলাইন ফর ইন্ডেন্টিং বিজনেস

চায়না, মালয়েশিয়া, ইন্ডিয়া সহ নানান দেশে বিজনেস অভিজ্ঞতায় সমৃদ্ধ

Abu Sufian ( Sagor Sir)Business Management

Nine(9) years working Experience in

Import, Export, indenting, Shipping, Logistics, Sourcing Line

Engaged in Multiple organization as a Consultant.

শেখানোর পদ্ধতিঃ

*বাস্তব অভিজ্ঞতা শেয়ার,
*পোর্ট বা বন্দরে প্রাকটিক্যাল ভিজি,
*গ্রুপ ডিসকাশন *ক্লাস এক্সারসাই,
*ওয়ান-টু-ওয়ান ডিসকাশন 
*প্রশ্ন-উত্তর সেশন।

প্রথম সেশনঃ DAY-০১

ইমপোর্ট ব্যবসার মৌলিক বিষয়াবলিঃ

অংশের মাধ্যমে ইমপোর্ট বিজনেস প্ল্যান কমার্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কিত বিস্তারিত বিষয়ে জানতে পারবেন ।সেই সাথে অভিজ্ঞতা হবে কিভাবে পুরো কমার্সিয়াল বিষয়ে নিজে নিজে হ্যান্ডলিং করার বিষয়ে জানবেন ।

* ইমপোর্ট ব্যবসা কি তার পরিকল্পনা 

* বর্তমান ভবিষ্যতে এর সুযোগ সম্ভাবনা

* কি পলিসি নিয়ে ব্যবসা শুরু করবেন

* কিভাবে বিদেশী সাপ্লায়ারের সাথে যোগাযোগ করবেন 

* কি পণ্য নিয়ে ব্যবসা শুরু প্ল্যান করবেন 

* কিভাবে টার্গেট পণ্য আমদানি করবেন 

* কিভাবে পণ্য আমদানির আগে বিজনেস প্ল্যান করবেন 

* রিসার্চের মাধ্যমে নতুনদেরকে পন্য নির্বাচনে সহায়তা

* সুইফট কোডের মৌলিক বিষয়াবলী

* এয়ার,জাহাজে ডোর টু ডোর ব্যবসা শুরুর গাইড

* প্রোডাক্টস সৌরসিং সফটওয়্যার তার টিউটোরিয়াল

*প্রোডাক্টস কস্টিং ফর্মুলা ও ইমপোর্ট পূর্ব কাস্টিং

* ইমপোর্টে ক্রেডিট রিপোর্ট কালেকশন প্রক্রিয়া

* বিদেশী পার্টির সাথে চুক্তি মুনাফা নির্ধারণ

* ইমপোর্ট ব্যবসার যাবতীয় ডকুমেন্টের স্যাম্পল কপি

* ব্যাংকের যাবতীয় ডকুমেন্টের স্যাম্পল কপি

* শিপমেন্টের যাবতীয় ডকুমেন্টের স্যাম্পল কপি

* বন্দর থেকে পণ্য ছাড়ানোর জন্য ডকুমেন্টের স্যাম্পল কপি

* দেশ পণ্য ভিত্তিক আমদানির তথ্য।

* বিদেশীদের সাথে যোগাযোগের ড্রাফট কপি

* বিদেশী কোম্পানির সাথে চুক্তি করার ড্রাফট কপি

* গার্মেন্ট /বায়িং হাউসে কমার্সিয়াল এর কাজ দায়িত্ব 

* কমার্সিয়াল আইডিয়ার মাধ্যমে কিভাবে ব্যবসা পরিচালনা করবেন 

* DUTY, VAT, AIT,ATV নির্ণয় করার বাস্তব প্রয়োগ 

* পণ্যের পোর্ট (Port) কস্ট বের করার নিয়মাবলী

**প্রশ্ন-উত্তর পর্ব (Session),মেন্টরিংও গাইড লাইন ,লাইসেন্স সাপোর্ট 

দ্বিতীয় সেশনঃ DAY-০২

শিপমেন্ট লজিস্টিকস ও কন্টেইনার ম্যানেজমেন্ট

লজিস্টিকস শিপমেন্টের এপিসোডের মাধ্যমে কিভাবে বিমানে জাহাজের মাধ্যমে যেকোন পণ্য শিপমেন্ট করতে হয় তা বিস্তারিত জানতে পারবেন।কাঁচা পণ্য,শুকনা পণ্য ,ইলেক্ট্রনিক পণ্য কিভাবে বিমানে জাহাজে আনবেন বিস্তারিত তা এখানে জানবেন  

* আন্তর্জাতিক ইমপোর্ট বিজনেস ম্যানেজমেন্ট

* শিপমেন্ট,কন্টেইনার,শিপিং লাইন সম্পর্কে ধারণা

* কার্যকরী শিপিং লাইন কিভাবে মুনাফা বৃদ্ধি করে

* সরাসরি সস্তারেটে  বিমান ও জাহাজ ভাড়ার সিস্টেম

* ক্ষুদ্র উদ্দোক্তাদের জন্য শিপমেন্ট কস্ট ক্যালকু:

* পুরো কনটেইনার ভাড়া বুকিং সিস্টেম

* দেশে বসেই বিদেশ থেকে কনটেইনার ভাড়া প্রক্রিয়া

* একাধিক কোম্পানী থেকে সৌরসিং কনসোলিডেশন 

* নিজেই ডোরটুডোর ব্যাবসার শুরুর প্রক্রিয়া

* ড্রাই কন্টেইনার,ফ্রীজিং কন্টেইনার,ওপেন কন্টেইনার

* বিমানের কার্গোর মাধ্যমে পণ্যের ভাড়া নির্ধারণ 

* কুরিয়ার ব্যাগেজ রুলের আওতায় পণ্য আমদানি 

* 20 ফিট,40 ফিট,40 HQ কন্টেইনার ডিটেইল

* কনটেইনারে বক্স হিসাব ক্যালকুলেশন

* CBM calculation তা নিজেই কন্টেইনার ভাড়া 

* FCL, LCL,THC, Mother & Feeder vessel

* পোর্ট চার্জ লোডিং আপ লোডিং চার্জ

* বিদেশে না গিয়ে PSI মাধ্যমে QC সম্পাদনের প্রক্রিয়া

* PSI একজন ইনডেন্টরের দায়িত্ব

* চট্টগ্রাম পোর্টের ফর্মালিটিজ সমূহ

* সিএন্ডএফ (C&F) এজেন্টের কাজ কমিশন হার

* শিপিং কমাশিয়াল ডকুমেন্ট পরিচিতি ড্রাফটিং

* বিল অফ ল্যাডিং (B/L) কি এবং বিস্তারিত ধারা সমূহ

* ক্লায়েন্টের পণ্য বন্দর থেকে খালাস প্রক্রিয়া

* নিজে নিজেই LCL পণ্য শিপমেন্ট সিস্টেম

* শিপমেন্টে পণ্য ট্রান্সপোর্টে ইনডেন্টরের দায়িত্ব

**প্রশ্ন-উত্তর পর্ব (Session),মেন্টরিংও গাইড লাইন ,লাইসেন্স সাপোর্ট

তৃতীয় সেশনঃ DAY-০৩

জাহাজ থেকে পণ্য খালাস ও ডকুমেন্ট তৈরিঃ

বিদেশ থেকে যেকোন পণ্য অর্ডারের আগে কস্টিং ,অর্ডার কন্ফার্ম ,সেই সাথে চট্টগ্রাম পোর্ট থেকে পণ্য খালাস সম্পর্কিত যাবতীয় ফর্মুলা কৌশল গুলি অংশে হাতে নাতে জানতে পারবেন 

* ইমপোর্ট ব্যবসায় এইচ.এস.কোড (H.S) ব্যবহার

* এইচ.এস.কোড (H.S) এর মাধ্যমে SROধারা

* ইমপোর্ট কৃত পণ্যের প্রোডাক্টস কস্টিং এনালাইসিস

* ডিরেক্ট ফ্যাক্টরী কস্টিং বনাম মিডলম্যান কস্টিং

* ডোর টু ডোর শিপমেন্ট ট্রেডিং সিস্টেম ইমপোর্ট 

* বিদেশী সাপ্লায়ারের সাথে প্রাইস নেগোশিয়েশন

* দেশ ভেদেপণ্যের মিনিমাম প্রাইস নির্ধারণ

* এলসি খোলার জন্য পিআই পাবার প্রক্রিয়া

* এলসি খোলার পূর্বে ইনভয়েস ভ্যালু সেট করা

* বেনাপল,পেট্রোপল বন্দরের মাধ্যমে পণ্য ছাড়করণ

* ঢাকা বিমান বন্দরে কার্গোতে পণ্য ছাড়  প্রক্রিয়া

* বিদেশ থেকে জীবিত পশু গাছ আমদানির প্রক্রিয়া 

* স্বল্প শুল্কে আমদানি পণ্যের তালিকা

* BSTI mandatory Product List

* List of Products that support invoice value

* বন্দর (Port) থেকে পণ্য ছাড় করতে খরচের তালিকা

* House bill /Master Bill 

* ASYCDA World System

* Foreign Currency A/C -USD, GBP,EURO.

**প্রশ্ন-উত্তর পর্ব (Session),মেন্টরিংও গাইড লাইন, লাইসেন্স সাপোর্ট

সেক্টর ভিত্তিক প্রাকটিক্যাল ইমপোর্ট বিজনেস ও গাইড লাইন:

একজন উদ্যোক্তার কি পণ্য নিয়ে তার ব্যবসাটি  শুরু করবে এবং কিভাবে সঠিক পণ্য নির্বাচনের মাধ্যমে সফল হবেন তা অংশের মাধ্যমে জানতে পারবেন  

>>নতুন উদ্যোক্তা যারা নিজে নিজে ব্যবসা শুরু করতে চান প্রাকটিক্যালি কিভাবে তারা একটি পণ্য সাৰ্চিং, সৌরসিং থেকে শুরু করে ফাইনাল অর্ডার করা পযন্ত  কিভাবে বিজনেস কনফার্ম করতে হয় ঠিকানা সহ তা অংশে ধাপে ধাপে জানতে পারবেন | যেমনঃ  

* বিদেশ থেকে কাপড় (পোশাক) কোথায় থেকে কিভাবে আমদানি করবেন 

* যেকোন ধরণের কাঁচামাল সোরসিং করবেন তা অংশে জানতে পারবেন 

* কসমেটিক আইটেম প্রাকটিক্যাল ভাবে যেভাবে ধাপে ধাপে আমদানি করবেন 

* চায়না থেকে খেলনা আইটেম যেভাবে নিজেই আমদানি করবেন ধাপে ধাপে গাইড 

* হার্ডওয়্যার ,ফার্নিচার আমদানির গাইড লাইন (ধাপে ধাপে )

* ফ্যাক্টরির কাঁচামাল,যন্ত্রপাতি,মেশিন সৌরসিং ও আমদানির প্রাক্টিক্যাল গাইড 

* ইসলামপুর ও চকবাজারের পণ্য দ্রব্য আমদানির টোটাল নেটওয়ার্ক

* চায়না ইন্ডিয়া ও ভিয়েতনামের প্রধান প্রধান হোলসেল মার্কেটের ঠিকানা

* যেভাবে শুরু করবেন নিজেস্ব আমদানি সৌরসিং ডোর টু ডোর  ব্যবসা

* ফ্যাক্টরী বা বায়িং হাউসের কমার্শিয়ালে জব করতে যা যা জানতে হয় তার গাইড 

**প্রশ্ন এবং উত্তর পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং,পোর্ট ভিজিট,বিজনেস মিটিং 

চতুৰ্থ সেশনঃ DAY-০৪

ব্যাংকিং এলসি এবং শিপমেন্ট ডকুমেন্ট

* এলসি’(L/C) প্রকার? ইন্ডেন্টিংয়ে L/C কেন গুরুত্বপূর্ণ ?

* আমদানি কারক কোম্পানী কিভাবে ব্যবসা করে 

* এলসির (L/C)ধারা পরীক্ষা তাতে কি থাকে

* এলসি ধারা পরিবর্তন সংশোধন প্রক্রিয়া

* ব্যাংকে এলসি সংক্ৰান্ত খরচের তালিকার লিস্ট

* নানা ধরনের এলসি এবং এর (L/C) ব্যবহার

* এলসি ওপেনিং কমিশন (Loan)

* এলসি ওপেনিং কমিশন (ব্যাক টু ব্যাক )

* ডেফার্ড এলসি তার কমিশন ধারা 

* ব্যাংক লোন সিসি লোন ম্যানেজমেন্ট

* এলসি ক্যানসেলেশন তার ফী 

* লোকাল এলসি (L /C –লোকাল )ফি 

* L/C সংশোধণ তার ফি 

* ফরেন কারেন্সী ইস্যু

বাস্তব মার্কেটিং বিক্রয় ট্রেনিং

যেকোন পণ্য বিদেশ থেকে আমদানি করা যতটা গুরুত্বপূর্ণ ।তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ পণ্য টি লাভজনক ভাবে বিক্রয় করে মুনাফা অর্জন করা।আর তার জন্য প্রয়োজন মার্কেটিং সম্পর্কে সুস্পষ্ট আইডিয়া মার্কেটিংয়ে অভিজ্ঞ যেকোন ব্যাক্তি দ্রুত সফলতা পেতে পারেন ।যেমনঃ 

>>নতুন উদ্যোক্তা যারা নিজে নিজে ব্যবসা শুরু করতে চান প্রাকটিক্যালি কিভাবে তারা একটি পণ্য সাৰ্চিং, সৌরসিং থেকে শুরু করে ফাইনাল অর্ডার করা পযন্ত  কিভাবে বিজনেস কনফার্ম করতে হয় ঠিকানা সহ তা অংশে ধাপে ধাপে জানতে পারবেন | যেমনঃ  

* টোটাল সেলস মার্কেটিং প্ল্যান 

* চাইনা ,ইন্ডিয়ার পাইকারি মার্কেটের ঠিকানা 

* সাপ্লাই চেইনের মাধ্যমে প্রোডাক্টস সৌরসিং 

* লোকেশন ভিত্তিক হোলসেল মার্কেটিং 

* চক বাজার ,ইসলামপুর ,চাকতাই হোলসেল নেটওয়ার্ক 

* মার্কেটিং সেট আপ অনলাইন বিজনেস স্ট্রাটেজি

*ফিজিক্যাল মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন সিস্টেম

* ডিলার ভিত্তিক বিক্রয় মার্কেটিং 

* প্রোডাক্টস সিলেকশন

লোকেশন ভিত্তিক মার্কেটিং :

>ডেইলি সেলস রুট প্ল্যান * ডেইলি সেলস রুট এবং রি স্ট্রাকচারিং * প্রসেস অফ বিল্ডিং রুট প্ল্যান * ফাইনালাইজেশন অফ রুট প্ল্যান 

* সিস্টেম ওয়ান(1) *সিস্টেম টু(2) * সেলস সুপারভাইজর ,* সেলস ফলো আপ 

* সেলস রিপ্রেজেনটেটিভ(SR) * সেলস রুট একটিভিটি এবং রিপোর্টিং * SCR * Average Sales *Strike Rate * ব্র্যান্ড কল প্রোডাক্টিভিটি (BCP ) * ব্রিফিং এন্ড মিটিং *ইন্সেন্টিভ প্রাইজ প্ল্যান 

* স্যালারি স্ট্রাকচার (পারফর্মান্স ভিত্তিক )

 

ডাইরেক্ট সেলস কল ম্যানেজমেন্ট :

B2B ওB2C মার্কেটিং প্ল্যানিং ও কৌশল* লিড কালেকশন ও ফনেলিং *গ্রিটিং এবং পরিচয় পর্ব *ফাইন্ডিং টি কোয়ালিফাইং *অব্জেক্টিভ হ্যান্ডলিং *ক্লোজিং সেলস কাস্টমার রিটেনশন

ক্রেডিট ম্যানেজমেন্ট 

*ক্রেডিট (বাকী বিক্রয়) ম্যানেজমেন্ট *বাকী বিক্রয়ে যা যা করণীয় অকরণীয় *বাকি বিক্রয়ে টেকনিক *কোন কোন ক্ষেত্রে বাকী দেয়া বিবেচ্য।

* ক্রেডিট সেলস টাকা কালেকশন প্রক্রিয়া উপায় 

**প্রশ্ন-উত্তর পর্ব (Session),মেন্টরিং,পোর্ট ভিজিট লাইসেন্স সাপোর্ট

পঞ্চম সেশনঃDAY-০৫

ব্যাংকিং এলসি এবং বেসিক ডকুমেন্ট

অংশে ব্যাংকিং সম্পর্কিত নানা ধরণের এলসি জটিলতার বিষয়ে বুঝতে তা বাস্তবে কাজের মাধ্যমে জানতে পারবেন ।ব্যাংকিং ক্যালকুলেশন ,ব্যাক টু ব্যাক ,মাস্টার এলসি ,সুইফট কোড সম্পর্কিত যাবতীয় বিষয় জানতে পারবেন 

*Irrevocable L/C তার বিষয় আশায় 

* Revocable LC প্রাসঙ্গিকতা 

* Master L/C কি তা হ্যান্ডলিংয়ের নিয়ম 

* Back To Back L/C প্রসেস প্রক্রিয়া

* Confirmed LC, Unconfirmed LC

* Stand by L/C & Revolving L/C

* Transferable LC, Stand-by LC,

* Back-to-Back LC, Payment at Sight LC

* Deferred Payment LC.

* Red Clause LC

* Negotiable & Non Negotiable Documents

* এলসি খোলার আগে প্রোফর্মা (PI) এনালাইসিস

* Letter Of Credit Analysis (LCA) ফর্ম তার কাজ 

* L/C ড্রাফট, L/C এপ্লিকেশন প্রক্রিয়া

* নিজে কিভাবে একটি (L/C) এনালাইসিস করবেন

* ব্যাংকের সাথে নেগোশিয়েশন প্রক্রিয়া

* বাংলাদেশের প্রেক্ষাপটে কোন এলসি (L/C) নিরাপদ

* Advising Bank, Issuing Bank, Confirming Bank

* SWIFT Code CC, LTR,LIM,L/C Margin

**প্রশ্ন-উত্তর পর্ব (Session),মেন্টরিং,পোর্ট ভিজিট লাইসেন্স সাপোর্ট

ষষ্ঠ সেশনঃ DAY-০৬

আন্তর্জাতিক বাণিজ্যে লিগ্যাল পেপার তৈরিঃ

প্রতিটি ফ্যাক্টরী ,ইমপোর্ট, সৌরসিং বিজনেস বা  ট্রেডিং (Indenting) ফার্মের জন্য নীচেরলিগ্যাল ডকুমেন্ট গুলোসব সময় ব্যবহার করা হয় ।এ ডকুমেন্টগুলোর ব্যবহার ও কার্যকারিতা জানা এ ব্যাবসায়ে জড়িত ব্যাক্তির জন্য মহা গুরুত্বপূর্ণ ।এগুলো সামান্য ভুলের কারণে ব্যবসার অনেক সমস্যা হয় ।এসব ডকুমেন্ট গুলো যেমনঃ

* Quotation তৈরীর ষ্ট্যান্ডার্ড ফর্ম

* Pro-Forma (PI) / Sales Contract তৈরি প্রাকটিস

* Commercial Invoice ড্রাফটিং নিয়ম

* Packing List যেভাবে তৈরী করবেন

* Certificate of Origin/COO/GSP সংগ্রহ প্রক্রিয়া

* Bill Of Lading (B/L) / Air Way Bill /কপি

* Import / Export Declare Form তৈরি উপায় 

* Test Report কালেকশন তার কার্য কারিতা 

* ইমপোর্ট ব্যাবসার জন্য কোম্পানি গঠন প্রক্রিয়া

* প্রি শিপমেন্ট ইন্সপেকশন ও রিপোর্ট সংগ্রহ

* পণ্যের কোয়ালিটি ও ইন্সপেকশন রিপোর্ট

* পণ্য খালাস পূর্ণ BSTI রিপোর্ট সংগ্রহ 

* BSTI এর ২২৭ টি ম্যান্ডেটরি প্রোডাক্ট লিষ্ট

* ব্যাবসায়ের ডকুমেন্ট প্রাকটিস ও অনুশীলন  

.
অন্যান্য লিগ্যাল ডকুমেন্ট 

* কোম্পানী গঠনের প্রক্রিয়া ও শেয়ার বন্টন

* ব্যবসার জন্য ফান্ড সংগ্রহ  প্রক্রিয়া

* ব্যবসার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট 

* ব্যবসার জন্য Bank A/C Open (AD Branch)

* ব্যাংক সলভেন্সি নেবার প্রক্রিয়া

* চেম্বার অফ কমার্স ডকুমেন্ট প্রাপ্তির উপায় 

* স্লাপ ভিত্তিক ইমপোর্ট লাইসেন্স যেভাবে পাবেন 

* কত টাকায় দিয়ে ইমপোর্ট লাইসেন্স পাবেন 

* ইমপোর্ট এক্সপোর্ট লাইসেন্স প্রক্রিয়া 

* সিএন্ডএফ(C &F) লাইসেন্স বিষয়াবলী

* Clearing & Forwarding ব্যবসা কিভাবে করতে হয় 

* ট্রেডমার্ক,কপিরাইট লাইসেন্স প্রাপ্তির করণীয়

* পণ্যের ল্যান্ডেড ( Port ) কস্ট বের করার নিয়ম

**প্রশ্ন-উত্তর পর্ব (Session),মেন্টরিং,পোর্ট ভিজিট লাইসেন্স সাপোর্ট

সপ্তম সেশনঃDAY-০৭

আন্তর্জাতিক বাণিজ্যে লিগ্যাল পেপার তৈরি ও প্রাকটিস

অংশে আমদানি রপ্তানি ব্যবসায়ে নানা ধরণের টেস্ট রিপোর্ট ,BSTI রিপোর্ট ,হালাল সার্টিফিকেট সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলোর কার্য বিধি হাতে নাতে জেনে বিষয়ে মাস্টার হতে পারবেন

* Letter of Authorization ডেমো কপি

* Bill Of Exchange স্ট্যান্ডার্ড কপি

* Product Testing Certificate ডেমো কপি

* Health Certificate স্ট্যান্ডার্ড কপি

* Phytosanitary Certificate কপি

* Fumigation Certificate কপি

* Insurance Certificate

* Product Testing Certificate,

* Inspection Certificate

* House Bill of Lading.

* অন্যান্য ডকুমেন্ট যেমনঃ,Trust Receipt (T/R), Shipping Guarantee, Air Waybill (AWB), 

**প্রশ্ন-উত্তর পর্ব (Session),মেন্টরিং,পোর্ট ভিজিট লাইসেন্স সাপোর্ট

অষ্টম সেশনঃ DAY-০৮

বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য পোর্ট বা বন্দর ভিজিট এরেঞ্জমেন্ট

পোর্ট ভিজিটের মাধ্যমে একজন উদ্যোক্তা পোর্ট সংক্রান্ত পুরো বিষয় গুলো হাতে নাতে জানতে পারবেন এবং পোর্ট সংক্রান্ত যাবতীয় ভুল ধারণা গুলো দূর হবেঃ

* সকাল 9.30 অফিসে গেট টুগেদার 

* 11.00 টায় পোর্ট ভিজিটের উদ্দেশে প্রাইভেট ট্যুর 

* পোর্টে গমন এবং সংশ্লিষ্ট পোর্ট সম্পর্কে শর্ট ব্রিফ 

* পোর্টের ইমপোর্ট এক্সপোর্ট সেকশন ইন্সপেকশন

* বিমানের কার্গো শিপমেন্টের বিষয় গুলো জানা

* জাহাজের কনটেইনার শিপমেন্ট সম্পর্কে দেখা 

* C&F নিজের Port নেটওয়ার্ক সেট আপ করা

* ডোর টু ডোর পণ্য খালাস ও বিজনেস সিস্টেম বর্ণনা

* L/C,ব্যাংক ডকুমেন্ট পণ্য  খালাসের প্রক্রিয়া 

* প্রয়োজনীয় বিজনেস ব্রিফিং

* দুপুরে স্পেশাল লাঞ্চ এররেঞ্জমেন্ট 

* সেলিব্রেশন,শেয়ারিং মত বিনিময়

* ফটোশুটিং নেটওয়ার্কিং

* বিদায়ী আলোচনা (ফেয়ারওয়েল মেসেজে )

* সার্টিফিকেট বিতরণ ফটো শেয়ার 

* গাড়ি নিয়ে উত্তরার উদ্দেশ্যে রওনা / গন্তব্যে বিদায়

ট্রেনিংয়ে যা যা প্রদান করা হবেঃ

ট্রেনিং ডকুমেন্টস ইমপোর্ট এক্সপোর্ট ডাটা ফাইল (Excel & Word ) বাণিজ্য চুক্তির ফর্মা (PDF) ফাইল এইচ এস কোড বই (PDF File ) প্রয়োজনীয় সফটওয়্যার কলম নোট খাতা ফাইল ট্যাক্স বই 

অংশগ্রহণের নিয়মঃ

ভর্তি হতে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন 
ক্লাস শুরু  : রেজিস্ট্রেশন করলেই জানানো হবে

* চাকুরিজীবীদের জন্য টি কিস্তিতে ফি পরিশোধযোগ্য

* ফোন নম্বর – 01795 200 966 

* শিক্ষার্থীকে প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হবে

পেমেন্ট_মেথর্ড :

* আসন সংখ্যা সীমিত। দ্রুত আসন সংরক্ষণ করুন।

*বিকাশ নাম্বার :+880 17 84 22 88 53 (পার্সোনাল )

**রকেট নাম্বার : +880 17 84 22 88 53- 0 (পার্সোনাল)


যোগাযোগের
_ঠিকানাঃ

Import Export BD

উত্তরা, ঢাকা-1230

ফোন নম্বর01795 200 966 / 01781483013

https://imexbd.net/

সৌরসিং ও ইমপোর্ট কোর্সটিতে যে ভ্যালুগুলো পাচ্ছেন

আমদানি ব্যবসা ও পণ্য সৌরসিং এর প্রাকটিক্যাল সমাধান দেওয়া হয় উদ্যোক্তাকে সৌরসিং,প্রডাক্টস নির্বাচন ও মার্কেটিং বিষয়ে সল্যুশন ভিত্তিক আলোচনা হয়।

  • ব্যবসার আপডেট বিষয়গুলো জানানো হয়,কিভাবে কোন স্ট্রাটেজি কাজ করছে 
  • পরীক্ষিত বিজনেস মডেল মার্কেটিং প্যারামিটার গুলো শেয়ার করা হয়।
  • বিজনেসকে সাকসেস করতে Powerful ব্রেইন স্টর্মিং শেখানো হয়
  • প্রকৃত সমস্যার সমাধানের  জন্য কেস স্টাডি দিয়ে কাজ বুঝানো হয়
  • সরাসরি প্রশ্ন উত্তরপর্ব রাখা হয় যাতে, উদ্যোক্তা নির্দিষ্ট বিষয়ে ক্লিয়ার হতে পারে।
  • যৌথভিত্তিতে কৌশলগতভাবে ব্যবসায়ে  উৎসাহী করা হয় এবং  সফলতার চ্যালেঞ্জ গুলো জানানো হয়

এ প্রোগ্রামটি কেন আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে পারে

প্রোগ্রামটিতে জয়েন করলে আরও যে সুবিধা পাবেন

  • প্রত্যেক ক্লাসেই ৩০ পাতার প্রাকটিক্যাল বই
  • মোট ৮ টি ক্লাসেই ৩০x ৮=২৪০ পাতার মেন্টরশীপ গাইড
  • বিশ্বব্যাপী সৌরসিং নেটওয়ার্ক ও পাইকারী মার্কেটের ঠিকানা
  • বাংলাদেশের পাইকারীমার্কেট ও কোথায় তার ঠিকানা
  • নিজেই সৌরসিং করার জন্য software ও তার ট্রেনিং
  • শিপিং ও লজিস্টিকস software ও তার ব্যবহার ট্রেনিং
  • পারফেক্ট প্রোডাক্টস নিশ সিলেকশন মার্কেটিং স্ট্রাটেজি
  • মার্কেটিং পলিসি ও ব্রেক ইভেন calculator ও ব্যবহার
  • সোর্সিং এর ইনসাইড সিক্রেট ফর্মূলা
  • ইন্ডেন্টিং ব্যাবসার লিগ্যাল ডকুমেন্ট সাপোর্ট
  • ব্যবসা করার জন্য গুরুত্বপূণ ডকুমেন্ট টেম্প্লেটস
  • প্রভেন ও অ্যাকশন ভিত্তিক মার্কেটিং সিস্টেম
  • সফল বিজনেসের ভিডিও কেইসস্টাডি
  • নিজেই একটি বিজনেসের স্ট্রাটেজিক মাস্টার প্ল্যানিং
  • বিজনেসকে একশনেবল করার Journey MAP

বিগত ১১ বছরে আমাদের প্রতিষ্ঠান থেকে হাজার হাজার প্রশিক্ষণ গ্রহণ কারী সফল প্রফেশনাল ও উদ্যোক্তাদের মধ্যে কয়েকজন

গত ১১ বছরে ৬০০০ শিক্ষার্থী যারা আমাদের প্রশিক্ষণ গ্রহণ করে যারা নিজেস্ব উদ্যোগের পাশা পাশি জড়িত আছেন -ব্যাংক (BANK) কর্পোরেট ফার্ম (CORPORATE FIRM)গার্মেন্ট,বায়িং মাল্টি ন্যাশনাল কোম্পানী গুলোতে

প্রোগ্রামে অংশগ্রহণকারী উদ্যোক্তা ও প্রফেশনালদের মতামত ও কেস স্টাডি

আমি সত্যিকার অর্থে আমার  এক বড় ভাইয়ের পরামর্শে  IMPORT EXPORT BD তে ট্রেনিংয়ের জন্য ভর্তি হই, যার  জন্য প্রতিষ্ঠানের সাথে সাথে আমার ভাইকে ধন্যবাদ দেই আগে গতানুগতিক ভাবে অন্যের মাধ্যমে চায়না থেকে  পণ্য এনে ব্যবসা করলেও এখন নিজেই প্রতি  মাসে কন্টেইনার  ইলেকট্রিক পণ্য আমদানি  করে হোলসেলে ব্যবসা করছি  এবং আমার ব্যবসা দিনকে দিন উন্নতির দিকে যাচ্ছে কোর্স টি না করলে আজ আমরা এবিষয়ে কাজের ধারণা সিস্টেম  পেতাম না ব্যাবসায়ের মূল কৌশল পরিকল্পনা গুলো হাতে নাতে  জানতে পারার কারণে  শিপিং কস্টিং ,এলসি,ব্যাংকিং,সিএন্ডঅফ(C&F)  এবং  পোর্ট হ্যান্ডেলিং সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা হয়েছে ।এতে  ব্যাবসার শুরু থেকেই আমাদের কোনো সিস্টেম লস তো হয়নি বরং পরিকল্পনা,প্ল্যানিং ব্রেক ইভেন এনালাইসিস করে ব্যবসাকে নতুন লেভেল পরিচালনা করতে সক্ষম হয়েছি ।ধন্যবাদ

মোহাম্মদ সাখাওয়াত

১৮ ব্যাচ ,২০১৭

Fabulous and rewarding is how I would describe my past two Months at IMPORT EXPORT BD’s! Their strong knowledge programs, readily accessible faculty, and a variety of student resources create an excellent learning environment for me to gain practical skills and most importantly, confidence in the workplace! Thank you, IMPORT EXPORT BD’s team and Practical instructors for providing this opportunity and preparing me for success.

Riaduz Jamil Mishu

10 batch 2015

ট্রেইনিং গ্রহণ করার পর উদ্যোক্তাদের সফলতা

যেহেতু আমাদের প্রতিটি ট্রেইনিং প্রোগ্রাম অ্যাকশন ও ফলাফল (Output) ভিত্তিক।
শত শত সফল উদ্যোক্তাদের মধ্যে কয়েকজন ইমপোর্টার বা আমদানী কারক>>>

kaium Sordar
Hardware Importer

Import (4+containers)
Last 8 Months

Md.Anwar Khan
Toy Importerr

Import (6+containers)
Last 11 Months

Jamal Uddin(Pintu)
Fabrics Importer

Import (5+containers)
Last 9 Months

যদি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুত থাকেন, তবে সবগুলো Benefit আপনার জন্য

ইমপোর্ট ও কম্যার্সিয়াল ট্রেইনিং প্যাকেজ

(দুই মাস ব্যাপী প্রোগ্রাম ও ২টি পোর্ট ভিজিট সহ)

>Buyer/Supplyer commun                 10,000/=TK

>Business Plan Blueprint                     8,000/=TK

>Products search & sourcing              5,000/=TK

>Market Research & Pro Deve            3,000/=TK

>Product Selection                                2,000/=TK

>Banking, insurance & LC                   5,000/=Tk

>Online & offline Market                    12,000/=TK

>Business doc templates                       2,000/=Tk

>Business software & Tool                   3,500/=Tk 

>Business demo license                       2,000/=Tk

>All govt License                                   3,000/=Tk

>2Port visit & Practical Experien     10,000/=TK

Total value                                            70,500./= Tk

Program Price (with70% discount) 22,500/=Tk

নীচের ফর্মটি পূরণ করলে আমাদের এক্সিকিউটিভ আপনাকে কল করে বিস্তারিত জানাবে।

Lead Form

প্রশ্নঃ প্রোগ্রাম টি করার জন্য নিজের মধ্যে কোনো স্পেশাল দক্ষতা (Skill) থাকতে হবে কিনা?

উত্তরঃ আপনি যদি শুধু মাত্র  পিসি বা মোবাইল ব্যবহার করতে জানেন এবং আন্তর্জাতিক ব্যাবসা তথা আমদানি-রপ্তানি, ব্যাংকিং, শিপিং, এলসি সৌরসিং সম্পর্কে আগ্রহ থাকে তাহলে এই প্ল্যাটফর্মে আপনি শেখা শুরু করে দিতে পারবেন।তবে বেসিক লেভেলের ইংরেজি জানা থাকা ভালো।

প্রশ্নঃআয় করতে পারবো কিনা এমন কোনো গ্যারান্টি রয়েছে?

উত্তরঃনা।তবে গাইডলাইন অনুযায়ী কাজ করলে দ্রুত সফল হতে পারবেন।কারণ এ সেক্টরে বাংলাদেশেই রয়েছে প্রায় ৮০,০০০ কোটি টাকার বিশাল মার্কেট।প্রায় ২০০০০ একটিভ উদ্যোক্তা এ সেক্টরে জড়িত থেকে কাজ করছেন।পরিকল্পনা করে মার্কেট নামলে আপনিও অন্যদের সফল হতে পারবেন।

প্রশ্নঃ কত টাকায় এ ব্যবসা শুরু করতে পারবো ?

উত্তরঃ এটি আন্তর্জাতিক যোগাযোগ ও মার্কেটিং ভিত্তিক ব্যবসা।এ সেক্টরে বেশিরভাগ উদ্যোক্তা খুবই সীমিত পূজিতেই শুরু করেন এবং সময়ের প্রক্ষাপটে প্রয়োজনে মূলধন বৃদ্ধি করেন।তবে অনেক ইনডেন্টর কনসাল্টিং সেবা ও ক্লায়েন্টের জন্য বিদেশ থেকে প্রোডাক্ট সৌরসিং করে দিয়ে মাসে লাখ টাকার উপরে আয় করে থাকেন।

প্রশ্নঃএব্যবসাকরারজন্যকিকোনোলাইসেন্সলাগে ?ব্যবসাছাড়াওকিচাকরিরসুযোগআছে ?

উত্তরঃ ইন্ডেন্টিং ব্যবসা করার জন্য সরকারী লাইসেন্স রয়েছে।যেসব প্রতিষ্ঠান পণ্য ইমপোর্ট অথবা এক্সপোর্টের  সাথে জড়িত এবং সেসব প্রতিষ্ঠানে সাপ্লাইচে ইনডিপার্টমেন্ট রয়েছে। সেসব প্রতিষ্ঠানে এ প্রোগ্রামের মাধ্যমে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা দিয়ে  যেকোন ম্যানেজার ও এক্সিকিউটিভ পোস্টে চাকরি করতে পারবেন ।