Invest in Bangladesh
▶উদ্যোক্তাদের ব্যাংকের জন্য প্রজেক্ট প্রোফাইল সমাধান
▶ব্যাংক লোন আবেদনের জন্য প্রজেক্ট প্রোফাইল সার্ভিস
▶নতুন ফ্যাক্টরী সেট আপ ট্রেনিং ও ম্যানেজমেন্ট কন্সালটেন্সি
প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে গেলে বেশি ভাগ উদ্যোক্তাই জানেন কোথায় থেকে সঠিক ভাবে প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে হয় তা জানে না । ফলে যোগ্যতা থাকা সত্যেও অনেক উদ্যোক্তার লোন স্যাং শন বাতিল বা স্থগিত হয়ে যায় ।একটি প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে ব্যাংকিং সেক্টরে ব্যাংক এবং আথিক পরিকল্পনা সম্পর্কে গভীর দীর্ঘ দিনের বাস্তব অভিজ্ঞতা থাকতে হয় ।যা আমরা ২০ বছর ধরে ৩০০ ছোট বড় কোম্পানির জন্য project Report তৈরী করছি ।
উদ্যোক্তাদের সহজে প্রজেক্ট প্রোফাইল তৈরি ও বিনিয়োগকে সহজ করতে বাংলাদেশের বিনিয়োগ কে সহজ করতে Invest Bangladesh ওয়ান স্টপ সার্ভিসে দিয়ে ।বর্তমান সরকার ১০০ টি Special Economic Zone গুলোতে প্রজেক্ট করার জন্য সহজ শর্তে জায়গা লীজ দিছসে ।আপনি প্রজেক্ট প্রোফাইল দিয়ে আপনার ভবিষৎ ফ্যাক্টরীর জন্য জায়গা বুক করে রাখতে পারেন ।Especial Zone এর সুবিধা হলো এখানে আপনি পানি ,বিদ্যুৎ ,গ্যাস সব একজায়গায় পাবেন ।আমরা উদ্যোক্তা দের জন্য যেকোন দেশী বিদেশী প্রজেক্টের জন্য “project Report” তৈরী করি ।
নির্দিস্ট ব্যাবসার Project Report দিয়ে যে যে সুবিধা করতে পারবেন :
* আমাদের তৈরীকৃত Project Profile দিয়ে যে কোন ব্যাংকে প্রজেক্ট লোনের এপ্লিকেশন করতে পারবেন
* একাধিক বিনিয়োগকারী বা পার্টনারকে আপনার বিনিয়োগ আইডিয়া ববুঝাতে চান ?
* লিমিটেড কোম্পানির ডাইরেক্টর (Investor) দেরকে বিনিয়োগে আকৃষ্ট করতে চান ?
* ব্যবসায়ের মূলধন কম হলে এক্সটার্নাল ইনভেস্টর আকৃষ্ট করতে ইচ্ছুক ?
* বিদেশী বিনিয়োগকারী (foreign Investor) কে বিনিয়োগ সম্ভাব্যতা বুঝাতে চাচ্ছেন ?
*আপনি বিনা ট্যাক্সে বিদেশ থেকে মেশিন আমদানি করতে Board of Investment এ রেজিস্ট্রি করতে এ Project Report লাগবে
*এ পযন্ত প্রায় ২০০ র বেশি প্রজেক্ট প্রোফাইল ব্যাংক,কোম্পানী ও ইনভেস্টরদের তৈরী করা হয়েছে
>> প্রজেক্ট রিপোর্ট এবং বিনিয়োগ পরিকল্পনার জন্য যোগাযোগঃ 01795 200 966
#উদ্যোক্তা_ও_ব্যাবসায়ীদের_কেন_প্রজেক্ট_রিপোর্ট_দরকার:
যে কোন উদ্যোক্তা ব্যাংক থেকে লোন নিয়ে কোন নতুন ফ্যাক্টরী বা ইন্ডাস্ট্রী করতে– চাইলে উদ্যোক্তার প্রথম ও প্রধান গুরুত্ব পূর্ণ কাজ হল “সংশ্লিষ্ট উদ্যোক্তা যে প্রজেক্ট বা ফ্যাক্টরী বা শিল্প কারখানা করতে চাচ্ছেন সে সম্পর্কে সুস্পষ্ট ,পরিকল্পনা যেমনঃ ,কি পণ্য তৈরী করবেন,কি কি মেশিন লাগবে,কতটুকু জায়গা, কতজন শ্রমিক ও কাঁচামাল,মেশিনের কোটেশন,টোটাল মূলধন,ওয়ার্কিং ক্যাপিটাল, ব্যাবসার সম্ভাব্য লাভ লোকসান ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পরিকল্পনা(plan ) করে তা সংশ্লিষ্ট ব্যাংক কে প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে PROJECT PROFILE নির্দিষ্ট ব্যাংকে সাবমিট করতে হয় । আর নির্দিষ্ট ব্যাংক আপনার ব্যাবসার পরিকল্পনার বিষয় গুলো স্পষ্টভাবে বোঝার পরই-আরো অন্যান্য কাগজ ও মর্গেজ সাপেক্ষে ব্যাংক উদ্যোক্তাকে প্রজেক্টের জন্য Loan স্যাংসন করে থাকেন।
অথচ,আমাদের দেশের হাজার হাজার উদ্যোক্তাদের ব্যাংক থেকে ইন্ডাস্ট্র্রি বা project Loan নিয়ে ফ্যাক্টরী করার ১০০% যোগ্যতা থাকা সত্যেও,নির্দিষ্ট PROJECT সম্পর্কে সুস্পষ্ট পরিকল্পনা ও লিখিত ধারণা না থাকায় ব্যাংকের ম্যানেজমেন্টকে উদ্যোক্তা তার BUSINESS IDEA সম্পর্কে কোন ধারণা দিতে পারেন না ,ফলে উদ্যোক্তা তার কাঙ্ক্ষিত ফ্যাক্টরির জন্য”Project Loan পেতে ব্যার্থ হয়ে থাকেন ” ।অথচ যে কোন প্রজেক্ট সম্পর্কে আপনার নির্দিষ্ট ব্যাংককে সঠিক পরিকল্পনা,যুক্তিসম্মত মর্গেজ দিতে পারলেই আপনার নির্দিষ্ট ব্যাংক প্রজেক্ট লোন (loan) দিয়ে থাকে।কারণ ব্যাংকের মূল ব্যাবসাই হলো আমানত কারীর সঞ্জয় যথাযত প্রজেক্টে বিনিয়োগ করে মুনাফা অর্জন ।
#বাংলাদেশ_ব্যাংকের_আইন_অনুযায়ী_আমাদের_প্রতিটি_PROJECT_PROFILE_এ_যা_যা_থাকছেঃ
১. Beginning
২ Location of the site,
৩. Market Survey:
৪.Target of production,
৫.Area required for the work shed,
৬.Power requirements,
৭.Fuel requirements,
৮.Water requirements,
৯..Pollution treatment plants required
১০.Plant & Machinery:
১১. Raw Material:
১২. Manufacturing Techniques:
১৩. Personnel Requirements:
১৪.Land & Building
১৫.Financial Aspects:
যেকোন উদ্যোক্তার চাহিদা অনুযায়ী আমরা যেকোন প্রজেক্টের জন্য সরকারী ও বেসরকারী ব্যাংকের জন্য প্রজেক্ট প্রোফাইল তৈরী করে থাকি ।
যোগাযোগঃ 01795 200 966