BANGLADESH INSTITUTE OF IMPORT & EXPORT MANAGEMENT

An Autonomous Body Registered Under the People Republic of Bangladesh (Directorate General of Foreign Trade & Micro,Small & Medium Enterprises)

Gulf Food Fair

যারা আমদানি ও রপ্তানী ব্যবসা সাথে জড়িত তাদের কে পণ্য আমদানি ও রপ্তানির জন্য আমাদের পোর্ট বা বন্দরে দ্বারস্থ হতে হয় । আর এই পোর্টের যাবতীয় কাজ গুলো কিভাবে হ্যান্ডেল করতে হয় বেশির ভাগ উদ্যোক্তার এ বিষয়ে খুবই অজ্ঞ ।আমাদের প্রতিটি প্রোগ্রামের যেমনঃ ইমপোর্ট ,এক্সপোর্ট ,সাপ্লাই চেইন ,বায়িং হাউস প্রোগ্রামের পর প্রতিটি শিক্ষার্থী যেন এ বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তা কার্য ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন তার জন্য আমাদের দুটি পোর্ট ভিজিটের বিশেষ আয়োজন থাকে ।তা সাধারণতঃ ঢাকা কপলাপুর ICD এবং ঢাকা এয়ারপোর্টের কার্গো ভিলেজ এ ইমপোর্ট এক্সপোর্ট সেকশনে।