আধুনিক ব্যবসার যুগে সাপ্লাই চেইন বৈপ্লৱিক সুযোগ এনে দিয়েছে
বর্তমান বিশ্ববাণিজ্য পরিচালিত হচ্ছে সাপ্লাই -চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট কে কেন্দ্র করে ।ইমপোর্ট এক্সপোর্ট সৌরসিং, প্রোডাকশন্ , আউটসোর্সিং সব ক্ষেত্রেই সাপ্লাই –চেইনের ভুমিকা ছাড়া কল্পনাই করা যায় না । যেহেতু বিশ্বব্যাপী নিত্য নতুন সেক্টর , ব্যবসা এবং শিল্পকারখানা তৈরি হচ্ছে সেই সাথে প্রতিটি প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এর গুরুত্ব,চাহিদা -প্রফেশনাল সব ক্ষেত্রে বেড়েই চলেছে
একজন ফ্রেশ এক্সিকিউটিভ,উদ্যোক্তা তার কাজের ক্ষেত্রে যেকোন পজিশনে থাকা ব্যাক্তি যদি তার স্কিলের মধ্যে Supply Chain ও Logistics এর অভিজ্ঞতা অন্তর্ভুক্তি করতে পারেন ।তবে তাকে ব্যবসা বাণিজ্য বা কর্পোরেট সেক্টরে আর কোনদিন পেছনের দিকে তাকাতে হবে না ।দেশীয় ও আন্তর্জাতিক ব্যাবসার ক্ষেত্রে এ অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যেতে পারবেন বহুদূর ।
সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট হলো একটি কোম্পানির প্রোডাকশন,প্রসেসিং,ইমপোর্ট,এক্সপোর্ট,লজিস্টিকস ও মার্কেটিংয়ের যাবতীয় দক্ষতার প্রকাশ যার চূড়ান্ত টার্গেট হলো কাস্টোমারকে সর্বাধিক সেবা দেয়া এবং কোম্পানিকে সর্বোচ্ছ মুনাফা অর্জনে সহায়তা করা । এ প্রোগ্রামের মাধ্যমে Supply Chain বিষয়টি বাস্তবে হাতে নাতে জানার সুযোগ করে দিয়েছে Import Export BD
দুই(২)মাস ব্যাপী আন্তর্জাতিক বিজনেস ট্রেনিং
২টিপোর্ট ভিজিটসহ সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট ট্রেইনিং
কোর্স ফী :২২৫০০/=
কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। ইমপোর্ট পোগ্রামে ভর্তি চলছে।আসন মাত্র 15 টি।
ক্লাস টাইপঃ অফলাইন(Off Line)
ক্লাস শুরু: সিডিউল অনুযায়ী
* No. of Classes / Sessions: 08
* Total Class Duration:25 Hours
* ফোন নম্বর :01795 200 966, 01781 483 013
এই ট্রেনিং এ যা যা শিক্ষতে পারবেনঃ
১ম দিনঃ সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট প্ল্যান
২য় দিনঃ শিপমেন্ট লজিস্টিকস ও কন্টেইনার ম্যানেজমেন্ট
৩য় দিনঃ ইনভেন্টরি ম্যাটারিয়াল এবং ট্রান্সপোটেশন ম্যানেজমেন্ট
৪র্থ দিনঃ আন্তর্জাতিক ব্যাংকিং ও এলসি ম্যানেজমেন্ট
৫ম দিনঃ আন্তর্জাতিক বাণিজ্যে লিগ্যাল পেপার তৈরি
৬ষ্ঠ দিনঃ সাপ্লাই চেইন মার্কেট স্ট্রাটেজি ও পলিসি ডেভেলপমেন্ট
৭ম দিনঃ সাপ্লাই চেইন ও কর্পোরেট স্ট্রাটেজি
৮ম দিনঃ বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য পোর্ট বা বন্দর ভিজিট এরেঞ্জমেন্ট
প্রথম সেশনঃ DAY-০১
সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট প্ল্যান
এ অংশের মাধ্যমে ইমপোর্ট বিজনেস প্ল্যান ও কমার্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কিত বিস্তারিত বিষয়ে জানতে পারবেন ।সেই সাথে অভিজ্ঞতা হবে কিভাবে পুরো কমার্সিয়াল বিষয়ে নিজে নিজে হ্যান্ডলিং করার বিষয়ে জানবেন ।
* সাপ্লাই চেইন ও লজিস্টিকস ম্যানেজমেন্ট কোর
*একটি প্রতিষ্ঠানে সফল সাপ্লাই চেইন প্ল্যানিং
* গ্লোবাল বিজনেস নেটওয়ার্ক ও কমিউনিকেশন
* সৌরসিং ও ইনকো টার্ম টেকনিক্যাল প্ল্যান
* প্রকিউরমেন্ট, পারচেইজিং, সাপ্লাই ম্যানেজমেন্ট
* গ্লোবাল ও লোকাল সাপ্লাইয়ার সোর্সিং
* সাপ্লাই চেইন সৌরসিং সফটওয়্যার ও তার বাবহার
*একটি গার্মেন্টসের সাপ্লাই চেইন নেটওয়ার্ক প্লানিং
* সাপ্লাই চেইন এর মাধ্যমে গ্লোবাল বিজনেস
* স্ট্রাটেজিক ডিসিশন -products “buy or source “
* গ্লোবাল মেজর সৌরসিং ডেস্টিনেশন লিস্ট
* CBU CKD, SKD, OEM/ODM
* In house Manufacturing, White Level
*Out sourcing Private Level,Trade mark
* commercial VS industrial Import license
* জাস্ট ইন টাইম ও লীন ম্যানুফ্যাকচারিং
* ম্যানুফেকচারিং ও ডিস্ট্রিবিউশন প্ল্যানিং
* প্রোডাক্ট লাইফ সাইকেল ম্যানুফেকচারিং
* নেগোশিয়েশন ও পারচেজ কন্টাক্ট
* পারচেজ ডিসিশন এবং জাজমেন্ট
* পেমেন্ট ও এলসি(L /C ) ম্যানেজমেন্ট
* লজিস্টিকস ও ওয়্যারহাউস ম্যানেজমেন্ট
* সাপ্লাই চেইন পজিশনিং মডেল বায়িং ও সেলিং
* ওপেন কস্টিং ও শেয়ারিং বিজনেস মডেল
* উইন উইন /উইন লস /স্ট্রাটেজিক চুক্তি
* কৃলজিক্স ম্যাট্রিক্স (পজিশনিং মডেল)
* লিড টাইম ম্যানেজমেন্ট,গভঃ প্রকিউরমেন্ট
* পারচেজ অর্ডার /ওয়ার্ক অর্ডার
* পারফরমেন্স ম্যানেজমেন্ট
* কমার্শিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল সুবিধা
* প্ল্যানিং ,ইনফরমেশন ,সোর্স ,ইনভেন্টরী
* প্রোডাকশন লোকেশন ,ট্রান্সপোর্ট
* সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ক্যারিয়ার
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
দ্বিতীয় সেশনঃ DAY-০২
শিপমেন্ট লজিস্টিকস ও কন্টেইনার ম্যানেজমেন্ট
লজিস্টিকস ও শিপমেন্টের এপিসোডের মাধ্যমে কিভাবে বিমানে জাহাজের মাধ্যমে যেকোন পণ্য শিপমেন্ট করতে হয় তা বিস্তারিত জানতে পারবেন।কাঁচা পণ্য,শুকনা পণ্য ,ইলেক্ট্রনিক পণ্য কিভাবে বিমানে জাহাজে আনবেন বিস্তারিত তা এখানে জানবেন ।
* ইন্টারন্যাশনাল লজিস্টিকস ও শিপিং সিস্টেম
* শিপমেন্ট,কন্টেইনার,শিপিং লাইন সম্পর্কে ধারণা
* কার্যকরী শিপিং লাইন কিভাবে মুনাফা বৃদ্ধি করে
* বিশ্বের সবগুলো পোর্টের লিস্ট ও অবস্থান গত ম্যাপ
* কোন পোর্টে কি কি কনটেইনার পাওয়া যায় তার লিস্ট
* লজিস্টিকসের জন্য কনটেইনার বুকিং মেথড
*বাল্ক কাচামাল এর জন্য লজিস্টিকস প্রক্রিয়া
* ড্রাই ,ফ্রীজিং কন্টেইনার, ওপেন কন্টেইনার বিস্তারিত
* কার্গো বিমানে মাধ্যমে পণ্য আমদানি-রপ্তানি ও ভাড়া
* কুরিয়ান ও ব্যাগেজ রুলের কংসাইনমেন্ট হ্যান্ডেলিং
* 20 ,40 ফিট ও ,40 HQ কন্টেইনার ডিটেইল হিসাব
* উডেন বক্স ,কার্টুন বক্স হিসাব ক্যালকুলেশন ফর্মুলা
* CBM calculation এবং ভাড়া সম্পর্কিত হিসাব
* FCL, LCL, THC, Mother & Feeder vessel
* পোর্ট ,লোডিং ও আপ লোডিং চার্জ ও প্রক্রিয়া
* সামুদ্রিক, এয়ার ও মাল্টি মোডাল শিপমেন্ট
* কাঁচা মালের জন্য বাল্ক কার্গো শিপিং বুকিং
* ফেজিবিলিটি স্টাডি বাই সি (sea )শিপমেন্ট
* ফেজিবিলিটি স্টাডি বাই এয়ার শিপমেন্ট
* বিদেশে নাগিয়ে প্রিশিপমেন্ট ইন্সপেকশন
* চট্টগ্রাম পোর্টের ফর্মালিটিজ ও লিগ্যাল ধাপ
*ফ্রেইট ফরোয়ার্ডারের লজিস্টিক্সক সল্যুশন
* (C&F) এজেন্টের কাজ ও কমিশন হার
* শিপিং ও কমাশিয়াল ডকুমেন্ট ও তার ড্রাফটিং
* বিল অফ ল্যাডিং (B/L) এবং বিস্তারিত ধারা সমূহ
* ওয়ার হাউজ প্ল্যানিং ও লজিস্টিকস ম্যানেজমেন্ট
* পণ্য বন্দর (Port) থেকে থেকে খালাসপ্রক্রিয়া
* পণ্য ট্রান্সপোর্টে ফ্রেইট ফরওয়াডের ফাংশন
* বাংলাদেশের আভ্যন্তরীণ রেল,রোড ও রিভার লজিস্টিকস
* চিটাগাং ও মঙ্গলা বন্দরের হ্যান্ডেলিং ক্যাপাসিটি
* সিক্স সিগমা ,ফোরকাস্টিং ,ওয়ার হাউজিং ,লজিস্টিকস ,ক্রালজিক ম্যাট্রিক্স,ব্লক চেইন ,লজিস্টিকস ড্রাইভার ,
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
তৃতীয় সেশনঃ DAY-০৩
ইনভেন্টরি ম্যাটারিয়াল এবং ট্রান্সপোটেশন ম্যানেজমেন্ট
* ইনভেন্টরি ম্যানেজমেন্ট প্রক্রিয়া
* ইনভেন্টরি পলিসিতে যেগুলো প্রভাব ফেলে
* ইনভেন্টরি অপারেশন ও ৮০/২০ রুল
* সাপ্লাই পজিশনিং মডেল :পাথ টু ম্যানেজিং স্টক
* ইনভেন্টরী ক্যাটেগরি ABC এনালাইসিস (80/ 20 rule)
* স্টক টেকিং(Stock) ও একুরেসি স্টক পদ্ধতি
* কাস্টিং মেথড(FIFO,LIFO), MRP ,MRPII
* স্ট্যান্ডার্ড কস্টিং এবং রিপ্লেসমেন্ট কাস্টিং
* EOQ মডেল এবং ক্যালকুলেশন অফ EOQ
* ইনভেন্টরির ডেঞ্জার লেভেল ও তা ক্যালকুলেশন
* রি অর্ডার লেভেল অথবা অর্ডারিং পয়েন্ট বা লেভেল
* JIT ইনভেন্টরি ম্যানেজমেন্ট (JUST IN TIME)
* সেলস ফোরকাস্ট প্রোগ্রাম ডিসিশন
* প্রোডাক্টস লাঞ্চএবং প্রোডাক্টস ম্যানেজমেন্ট
* গ্লোবাল প্রোডাক্টস লাঞ্চ স্ট্রাটেজি
* সিঙ্গেলও মাল্টি পিরিয়ড ইনভেন্টরি সিস্টেম
* ইনভেন্টরি মুভমেন্ট মনিটরিং ও কোডিং সিস্টেম
* সাপ্লাই চেইন সিস্টেমের রিকোয়ারমেন্ট প্ল্যানিং
* লজিস্টিকস ডাইভার্স (Inventory, Transportation, Warehousing)
* 3PL লজিস্টিকস এবং 4 PL লজিস্টিকস
* লজিস্টিকস ম্যানেজারের দায়িত্ব
*এয়ার ট্রান্সপোর্ট এবং এর ডকুমেন্টস সমূহ
* সামুদ্রিক ট্রান্সপোর্ট এর প্রধান ডকুমেন্টস সমূহ
* রোড এবং ট্রেন ট্রান্সপোর্ট এর পেপার সমূহ
* ইন্টার,মাল্টি মোডাল ,ইউনি মোডাল ট্রান্সপোর্ট
* ফ্রেইট ফরোয়ার্ডের ও সি এন্ড এফের ভূমিকা
* নানা ধরণের বিকল্প ট্রান্সপোর্ট বিশ্লেষণ
* ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট
* এয়ার ট্রান্সপোর্ট এবং এর প্রধান ডকুমেন্টস
* সামুদ্রিক ট্রান্সপোর্ট এবং এর গুরুত্বপূর্ণ ডকুমেন্টস
* রোড এবং ট্রেন ট্রান্সপোর্ট ও এদের ডকুমেন্টসসমূহ
* ইন্টার,মাল্টি মোডাল ,ইউনি মোডাল ট্রান্সপোর্ট
* ফ্রেইট ফরোয়ার্ডের ও সি এন্ড এফের ভূমিকা
* নানা ধরণের বিকল্প ট্রান্সপোর্ট বিশ্লেষণ
* সবচেয়ে সঠিক ও ইকোনমিক ট্রান্সপোর্ট মেথড
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
চতুৰ্থ সেশনঃ DAY-০৪
আন্তর্জাতিক ব্যাংকিং ও এলসি ম্যানেজমেন্ট
আন্তর্জাতিক সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থার্ড পার্টির সাথে বিভিন্ন লেনদেন করতে হয় ।এ ক্ষেত্রে ব্যাংকিং ও এলসি প্রক্রিয়ার মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট সেটেলমেন্ট করতে হয় । সেই সাথে নানান চুক্তির বিষয়াবলী-
* সাপ্লাই চেইনে L/C কেন গুরুত্বপূর্ণ ?
* সাপ্লাই চেইনে L/C ‘র মাধ্যমে পেমেন্ট সেটেল
* এলসির (L/C)ধারা পরীক্ষা ও কি পয়েন্ট
* এলসি’র ধারা পরিবর্তন ও সংশোধন প্রক্রিয়া
* ব্যাংকে এলসি সংক্ৰান্ত খরচের তালিকার লিস্ট
* ট্রিলিয়ন ডলার এলসি সেট্লমেন্ট প্রসেস
* নানা ধরনের এলসি(L/C) এবং তার ব্যবহার
* Irrevocable L/C,Revocable LC
* Master L/C,Back To Back L/C
* Confirmed LC, Unconfirmed LC
* Stand by L/C & Revolving L/C
* Transferable LC, Stand-by LC,
* Back-to-Back LC, Payment at Sight LC
* Deferred Payment LC & Red Clause LC
* Negotiable & Non Negotiable Documents
* ফরেন পার্টির সাথে নেগোশিয়েশন প্রসেস
* ৭P ‘s নেগোশিয়েশন মডেল ( Marketing Mix)
* সাপ্লাই পজিশনিং মডেল ( Buying Situation)
* সাপ্লাই পার্সেপশন মডেল ((SPM in selling )
* উইন বনাম উইন,লস বনাম উইন নেগোশিয়েশন
* নেগোশিয়েশনে অন্যকে ইনফ্লুয়েন্স ক্ষমতা
*একটি সফল চুক্তিতে যা যা থাকা চাই
* মেইক বনাম বাই ডিসিশন
* পারচেজ অর্ডার /work order
* পিআই (PI), Packing List, COO
* এল সি(L/C), Back To Back L/C
* Packing list/Invoice/ B/L copy
* Certificate of origin, Commercial Invoice
* Bill of exchange, Bill Of Lading,.
* এলসি খোলার আগে প্রোফর্মা (PI) এনালাইসিস
* LCA ফর্ম , L/C ড্রাফট, L/C এপ্লিকেশন
* কিভাবে এলসি (L/C) এনালাইসিস করতে হয়
* যেকোন ব্যাংকে গিয়ে L/C ওপেন প্রসেস
* বাংলাদেশের প্রেক্ষাপটে কোন এলসি (L/C) নিরাপদ
* SWIFT Code, Advising Bank, Issuing Bank, Confirming &Nominated Bank, CC, LTR, LIM, L/C
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
পঞ্চম সেশনঃDAY-০৫
আন্তর্জাতিক বাণিজ্যে লিগ্যাল পেপার তৈরি
সাপ্লাই চেইন ও লজিস্টিকস এ দেশি বিদেশী ডিলিংয়ে নানা ধরণের ডকুমেন্টস ব্যবহার করা হয় ।সাপ্লাই চেইন এ ডকুমেন্ট গুলোর মাধ্যমে প্রাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজ করা হয়
* Purchase Order work order তৈরি
* Quotation তৈরীর ষ্ট্যান্ডার্ড ফর্ম
* Pro-Forma Invoice (PI) তৈরির প্রাকটিস
* Commercial Invoice ড্রাফটিং নিয়ম
* Packing List যেভাবে তৈরী করবেন
* Certificate of Origin/GSP ডকুমেন্টেশন
* Bill Of Lading (B/L) / Air Way Bill /T/B
* Import / Export Declaration Form
* ক্রেডিট Test Report কলেশন প্রক্রিয়া
* Letter of Authorization ডেমো কপি
* Bill Of Exchange স্ট্যান্ডার্ড কপি
* Product Testing Certificate কপি
* Health Certificate স্ট্যান্ডার্ড কপি
* Phytosanitary Certificate কপি
* Fumigation Certificate কপি
* Contract Manufacturing copy
* CKD,SKD,OEM,ODM
* Completer Knock Down (CKD )
* Semi Knock Down (SKD )
* Bulk Purchase as raw material
* FOB (Free On Board )
* CFR (Cost N Freight )
* EXW ( Ex Works ), MOQ
* Clearing & Forwarding (C&F.)
* ইনকো টার্ম ও আন্তর্জাতিক ব্যাবসায়ে এর ভূমিকা
এ ছাড়াও অন্যান্য ডকুমেন্ট যেমনঃ Inspection Certificate,Insurance Certificate,Product Testing Certificate,Trust Receipt (T/R),Shipping Guarantee, House Air Waybill (HAWB), Air Waybill (AWB), House Bill of Lading .
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
ষষ্ঠ সেশনঃ DAY-০৬
সাপ্লাই চেইন মার্কেট স্ট্রাটেজি ও পলিসি ডেভেলপমেন্ট
এ অংশের মাধ্যমে মার্কেটিং সাপ্লাই চেইন ও কাস্টমার,ব্র্যান্ড, প্রাইসিং ও মার্কেটের কম্পিটেটিভ অ্যাডভান্টেজ সম্পর্কে প্রাকটিক্যাল এপ্লিকেশন সম্পর্কে ধারণা হবে ।যেমনঃ
*একটি পণ্যের মার্কেট এন্ট্রি স্ট্রাটেজি
* ব্র্যান্ড স্ট্রাটেজি ও কোর মার্কেটিং প্ল্যানিং
* সেগমেন্টেশন ,টার্গেটিং এবং পজিশনিং
* সাসপেক্ট প্রসপেক্ট ,কাস্টমার ও বায়ার সৃষ্টি
* টার্গেট মাৰ্কেটটিং প্ল্যানিং ও সফলতার গাইড
* প্রোডাক্টস লাইন ও সার্ভিস ডিসিশনের প্রক্রিয়া
* ব্র্যান্ড স্ট্রাটেজি প্ল্যানিং ও এক্সিকিউশন
* প্রোডাক্টস ডেভেলপমেন্ট স্ট্রাটেজি প্ল্যানিং
* মার্কেটিং ম্যাথ-ব্রেক ইভেন্ট এনালাইসিস
* মার্কেট লিডার ,চ্যালেঞ্জার ,ফল্লোয়ার,নিস
* প্রোডাক্টস লাইফ সাইকেল এনালাইসিস ও ডিসিশন
* প্রাইসিং স্ট্রাটেজি ফর নিউ প্রোডাক্টস
* টোটাল প্রোডাক্টস লাইফ সাইকেল এনালাইসিস
* লাইন ,অপশনাল ,ক্যাপটিভ,বাই প্রোডাক্টস প্রাইসিং
* জিও গ্রাফিক ও গ্লোবাল প্রাইসিং,ভ্যালু প্রাইসিং
* সাপ্লাই চেইন ও ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক
* মেজর মার্কেটিং চ্যানেল ও প্ল্যানপ্রক্রিয়া
* চ্যানেল ডাইনামিক ও ভার্টিক্যাল মার্কেটিং (VMS)
* মার্কেটিং ফর্মুলেশন ম্যানেজমেন্ট স্ট্রাটেজি প্ল্যান
* মার্কেট লিডারের মার্কেট লিডারশিপ ওয়ার প্ল্যান
* মার্কেট চ্যালেঞ্জের স্ট্র্যাটেজিক প্ল্যান
* মার্কেট ফলোয়ার ও নিচ মার্কেট স্ট্রাটেজি
* ব্যালেন্সিং কাস্টমার ও কম্পেটিটর
* লং টার্ম প্ল্যানিং ও সুপার কাস্টমার সার্ভিস
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
সপ্তম সেশনঃDAY-০৭
সাপ্লাই চেইন ও কর্পোরেট স্ট্রাটেজি
এ অংশের মাধ্যমে সাপ্লাই চেইন ভ্যালু ডেলিভারী নেটওয়ার্ক ব্যবহার করে একটি কোম্পানিকে সফলতার চুড়ায় কিভাবে নিতে হয় সে সম্পর্কে কর্পোরেট স্ট্রাটেজি করার মৌলিক যোগ্যতা হবে ।যেমনঃ
* সাপ্লাই চেইন ও ভ্যালু ডেলিভারী নেটওয়ার্ক
* মার্কেটিং চ্যানেল এবং ডিস্ট্রিবিউটর ইফেক্ট
* মার্কেট সেগমেন্টেশন & কাস্টমার ক্যাটাগরি
* প্রোডাক্টস মিক্স,প্রোডাক্টস লাইন স্ট্রাটেজি
*প্রোডাক্টস প্রাইসিং প্ল্যানিং ও মার্কেট এপ্লিকেশন
* টাইপ অফ কনজুমার গুডস ও তার প্ল্যান
* ভার্টিকাল এবং হরিজোনটাল চ্যানেল ইন্টিগ্রেশন
* ফিজিক্যাল,টাইটেল ,পেমেন্ট &প্রমোশন ফ্লো
* কনজুমার এবং ইন্ডাস্ট্রিয়াল মার্কেটিং চ্যানেল
* মার্কেটিং লজিস্টিকস প্ল্যানিং
* ওয়ারহাউজিং,মেটেরিয়াল হ্যান্ডেলিং,পুরচেজিং
* ব্র্যান্ড ম্যানেজমেন্ট ও কৌশলগত স্ট্রাটেজি
* মার্কেটিং ও কম্পিটিটিভ অ্যাডভান্টেজ
* মার্কেট লিডার,ফলোয়ার, চ্যালেঞ্জার,নিস্
* ম্যানেজমেন্ট গ্যাপ এনালাইসিস
* ডেলিগেশন এবং দায়িত্ব বন্টন সিস্টেম
* Financial Decision Cost, Sales, Margin,
* Break-Even, Depreciation,
* নতুন পণ্য লান্চিং স্ট্রাটেজি
* রেশিও এনালাইসিস ও প্যারামিটার
* Integration, operations, purchasing and distribution
**প্রশ্ন (Question) এবং উত্তর(Answer) পর্ব ও প্রাকটিক্যাল প্রব্লেম সলভিং
অষ্টম সেশনঃ DAY-০৮
বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য পোর্ট বা বন্দর ভিজিট এরেঞ্জমেন্ট
পোর্ট ভিজিটের মাধ্যমে একজন উদ্যোক্তা পোর্ট সংক্রান্ত পুরো বিষয় গুলো হাতে
* পোর্টে গমন এবং সংশ্লিষ্ট পোর্ট সম্পর্কে শর্ট ব্রিফ
* দক্ষ (C&F) এজেন্টের গাইডে পোর্ট ভিজিট
* কাস্টম আইন সম্পর্কে হাতে নাতে জানার সুযোগ
* C&F ও নিজের Port নেটওয়ার্ক সেট আপ করা
* L/C,ব্যাংক ডকুমেন্ট ও পোর্ট খালাসের প্রক্রিয়া
* নিজের ব্যবসা বা প্রফেশনাল স্কিল সর্বোচ্ছ স্তরে জানা
* পোর্ট সম্পর্কিত টেকনিক্যাল বিষয় হাতে নাতে জানা
* প্রয়োজনীয় বিজনেস ব্রিফিং
* দুপুরে স্পেশাল লাঞ্চ এররেঞ্জমেন্ট
* কেক সেলিব্রেশন,ফ্লাওয়ার ব্যাংকুয়েট
* ফটোশুটিং ও নেটওয়ার্কিং
* নানান ক্যাটাগরী বিদেশী প্রিন্সিপাল দের এড্রেস
* বিদায়ী আলোচনা (ফেয়ারওয়েল মেসেজে )
* সার্টিফিকেট বিতরণ ও ফটো শেয়ার
* গাড়ি নিয়ে উত্তরার উদ্দেশ্যে রওনা / গন্তব্যে বিদায়
নীচের ফর্মটি পূরণ করলে আমাদের এক্সিকিউটিভ আপনাকে কল করে বিস্তারিত জানাবে।
*ট্রেনিংয়ে যা যা প্রদান করা হবেঃ
ট্রেনিং ডকুমেন্টস ইমপোর্ট এক্সপোর্ট ডাটা ফাইল (Excel & Word ) বাণিজ্য চুক্তির ফর্মা (PDF) ফাইল এইচ এস কোড বই (PDF File ) প্রয়োজনীয় সফটওয়্যার কলম নোট খাতা ফাইল ট্যাক্স বই
*অংশগ্রহণের নিয়মঃ
ভর্তি হতে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন
*ক্লাস শুরু:রেজিস্ট্রেশন করলেই-তারিখ,সময় কনফার্ম করা হবে
* চাকুরিজীবীদের জন্য ৩ টি কিস্তিতে ফি পরিশোধযোগ্য
* শিক্ষার্থীকে প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করা হবে ।
*পেমেন্ট মেথর্ড :
* আসন সংখ্যা সীমিত। দ্রুত আসন সংরক্ষণ করুন।
*পার্সোনাল বিকাশ/রকেট নাম্বার :+8801795200966
যোগাযোগের ঠিকানাঃ
Import Export BD
মীরপুর ,কালশী,ঢাকা -১২১৬
ফোন নম্বর – 01795200966 / 01781483013