BANGLADESH INSTITUTE OF IMPORT & EXPORT MANAGEMENT

An Autonomous Body Registered Under the People Republic of Bangladesh (Directorate General of Foreign Trade & Micro,Small & Medium Enterprises)

ঝামেলা ছাড়াই ট্যাক্স ও ভ্যাট সমাধান
দ্রুত সময়ে ভ্যাট ট্যাক্স ঝামেলা মুক্তি
আমদানি রপ্তানি ট্রেডমার্ক লাইসেন্স
বিস্তারিত পরামর্শের জন্য যোগাযোগঃ 01795-699646 .01781483013

অনূরোধে: quotation প্রদান করা হয়:

ইনকাম ট্যাক্স(TAX) ও ভ্যাট (VAT) যেকোন উদ্যোক্তার নিকট একটি জটিলতা ও আতঙ্কের নাম। ভ্যাটের রয়েছে ৮৭ টি ফর্ম ও ব্যাবসার ধরণ অনুযায়ী একজন ভ্যাট এক্সপার্ট আইনের কাঠামোর ভেতরে থেকেই উদ্যোক্তা ও ব্যাবসায়ীদের আগাম পরিকল্পনা মাফিক সাশ্রয়ী ভাবে ভ্যাট প্রদানে পরামর্শ ও কন্সালটেন্সি সার্ভিস দিয়ে থাকে। একবার VAT ও TIN সার্টিফিকেট করলে এবং তা রেগুলারভাবে সাবমিশন না করলে রেয়াত বঞ্চিত ও রেগুলার জরিমানা দিতে হয় । এছাড়াও আমদানি-রপ্তানী কারণগণ পরিকল্পনা করে ভ্যাট দিলে CD,RD,SD,AIT,ATV থেকে রিটার্ণ এডজাস্ট করার সুযোগ পাবেন

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল এবং ভ্যাট রিটার্ন ফাইল এর পার্থক্যও আজও অনেকের কাছে অজানা।বর্তমানে যেকোন ব্যবসা করতে গেলেই ভ্যাট ট্যাক্স দিতেই হবে ।তাই,এ বিষয়ে আইনগত ঝামেলা পড়ার আগেই পরামর্শ নিয়ে আপনার ভ্যাট ট্যাক্সের ফাইল স্বচ্ছ রাখুন ।

ট্যাক্স ও ভ্যাট কথা গুলো শুনলেই, মাথায় চলে আসে গোয়েন্দা,থানা, পুলিশ, উকিল,জরিমানাসহ আরও অনেক জল্পনা কল্পনা। যদিও বাস্তবিক ক্ষেত্রে বিষয়গুলো কোনো জটিলতা নয়,যদি যদি এ ব্যাপারে আপনার আগাম পরিকল্পনা,রেগুলার সাবমিশন ও কৌশল জানা থাকে ।

যদি আপনি ব্যবসা করেন,তবে আপনাকে ব্যাবসার জন্য VAT ও TAX দুটোই দিতে হবে।কিন্তু আপনি চাকরি করলে নিয়ম অনুযায়ী শুধু ট্যাক্স (TAX) দিতে হবে।

বিষয়টি উদহারণ দিয়ে বুঝালে হয়ত সহজ হবে যেমনঃ ,আপনার Vision Ltd একটি কোম্পানি আছে যা দিয়ে চায়না থেকে Televisions

আমদানি করেন এবং এ জন্য যাবতীয় অফিস ও মার্কেটিং খরচ ও তার উপর ২০% লাভ ধরলেন এ ক্ষেত্রে প্রতিটি Televisions বিক্রয় মূল্য ধরা হলো ৯৫০০ টাকা। Vision Ltd বিক্রয় মূল্যের উপর ১৫% ভ্যাট ধরতে হবে এবং এই ভ্যাট কাস্টমার থেকে আপনাকেই সংগ্রহ করে সরকারকে প্রতি মাসে নির্দিষ্ট সময়ে বাধ্যতামূলক ভাবে Vat Return সাবমিট করতে হবে ।আর এই পক্রিয়ায় ব্যাবসায়ী রা কাস্টমার থেকে Vat সংগ্রহ করে সরকারকে প্রদান করে |

অন্যদিকে,আয়কর রিটার্ন(TAX Return) হলো সরকার কর্তৃক নির্ধারিত একটি কাঠামোবদ্ধ ছক (Form)যার মধ্যে করদাতা তাঁর আয়-ব্যয়,সম্পদ ও দায়ের তথ্য লিখে আয়কর অফিসে দাখিল করেন ।নির্ধারিত সময়ের মধ্যে সঠিক নিয়মে ট্যাক্স প্রদান করে ট্যাক্স রিটার্ন ফাইল জমা দিলে জরিমানার কোন অবকাশই থাকে না।নিয়ম মাফিক ট্যাক্স না দিলে রেয়াত বঞ্চিত হবেন এবং বেশি TAX দিতে হয় ।

অন্যদিকে মাসিক(Monthly VAT Return File) সাবমিশন হলো সরকার কর্তৃক নির্ধারিত একটি কাঠামোবদ্ধ ছক (Form) যার মধ্যে ভ্যাট দাতা বিক্রয়ের তথ্য লিখে VAT অফিসে দাখিল করেন।সঠিক পক্রিয়ায় ভ্যাট প্রদান করলে কোনো রকম হয়রানি হতে হয় না।

আমরা আইনের কাঠমোর ভেতরে থেকেই উদ্যোক্তাদের ভ্যাট ট্যাক্সের পরামর্শ দিয়ে থাকি, #ফলে উদ্যোক্তাদের অনেক অর্থ সাশ্রয় হয়ে থাকে ।আগাম পরিকল্পনার মাধ্যমে কি ভাবে খরচ বাঁচানো যায় তা নিয়ে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি।যেমনঃ

import-Export ব্যাবসার জন্য ভ্যাট ট্যাক্স প্ল্যান

Trading House জন্য ভ্যাট ট্যাক্স প্ল্যান

Food processing factory ভ্যাট ট্যাক্স প্ল্যান

Garments industry ভ্যাট ট্যাক্স প্ল্যান

spinning Mill ভ্যাট ট্যাক্স প্ল্যান

Textile ব্যাবসার ভ্যাট ট্যাক্স

Plastic factory ভ্যাট ট্যাক্স প্ল্যান

Medical, diagnostic, hospital ভ্যাট ট্যাক্স প্ল্যান

Hotel, Resort ব্যাবসার ভ্যাট ট্যাক্স

Housing & construction এর ভ্যাট ট্যাক্স

বাংলাদেশ সরকার ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেটে ৩৮ টি ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমান পত্র জমা দেয়া বাধ্যতামূলক করেছে ।তাই আপনার ব্যবসা চালাতে সঠিক ভাবে ভ্যাট ট্যাক্স ডকুমেন্টস ঠিক করার কোন বিকল্প নেই।ভ্যাট ও ট্যাক্সে সুবিধা নিতে হলে আপনাকে আগাম পরিকল্পনা নিয়ে এগিয়ে যাতে হবে ।যার জন্য আমরা যে পরামর্শ দিয়ে থাকি ।যেমনঃ * ভ্যাট ট্যাক্স রেজিস্ট্রেশন এ সহায়তা * ব্যাবসায়ে হিসাবের রেকর্ড ও রেজিস্টার *স্টাফ ট্রেনিং *হিসাব রক্ষণের উপর পরামর্শ *ভ্যাট ইনপুট ক্রেডিট *ভ্যাট ইনপুট ক্রেডিট এর দাবী

>>#ভ্যাট কন্সালটেন্সি সার্ভিস:

VAT Registration & Return File

Factory production & sales Analysis

Showroom/Shop sales Analysis

VAT Planning for any organization

Company Vat Assessment

VAT Audit Report preparation

Company Vat Planning

VAT Hearing and Appeals

Vat Preparation & submission

Monthly Vat Return Preparation & online submission

>>আমাদের এডভাইসে ভ্যাটের যেকোন ঝামেলা মুক্ত হোন । যোগাযোগঃ 01795-699646

ট্যাক্স কন্সালটেন্সি সার্ভিস:একবার VAT(BIN) সার্টিফিকেট নিলেই মাসিক ভাবে VAT Return সাবমিট করা লাগবেই ।আমরা সে সার্ভিস প্রদান করি :

TAX Registration & Return File

TAX Planning for any Company

TAX Planning for any Person

Customer asset & income analysis

Company Asset & income analysis

Tax Assessment

Tax Planning

Tax Preparation & submission

>>সঠিক পরামর্শের মাধ্যমে ট্যাক্স এর সমস্যা সমাধান করুন ।

যোগাযোগঃ 01795-699646

>>আরো কিছু জানার থাকলে ইনবক্স করতে পারেন।

যেকোন পরামর্শে :

Md.Khurshad Alam Shohel MIAH

LL.B,ITP,MBA(Finance)

INCOME TAX &BUSINESS LAWYER

Income TAX,VAT & Company Law Advisor

13/Shatabdi Center, 292 Inner Circular Road, Motijheel

যোগাযোগের_ঠিকানাঃ

Import Export BD

ফোন নম্বর – 01795-699646 /01795200966

https://imexbd.net/license/

বিশেষ দ্রষ্টব্যঃ

*Import Export BD” র যাবতীয় বিজ্ঞাপন কনটেন্ট ও লোগো Import Export BD কর্তৃক আইনগত ভাবে স্বত্ব সংরক্ষিত(কপিরাইট নং -১৪৯৯৭)। ট্রেড মার্ক -৪১[২২.০৮.২০১৬]।বিনা অনুমতিতে এর কোন অংশ ব্যবহার ও অনুকরণ করা হলে Criminal Act.ধারা (৮৮ – ৯১) তে অভিযুক্ত হবে